নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসের ব্যবসার তথ্য প্রকাশ করেছে পুঁজিবাজারের কিছু কোম্পানি। গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ১৯টি কোম্পানির পরিচালনা পর্ষদ ব্যবসায় লাভ-ক্ষতির হিসাব জানিয়েছে। এতে দেখা গেছে, সবগুলো কোম্পানি মুনাফা রয়েছে। এর মধ্যে ১৪টি বা ৭৪ শতাংশ কোম্পানির মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে। আর ৫টির মুনাফা আগের তুলনায় কমেছে।
তবে ৬ মাসের মুনাফার খবরে উৎফুল্ল হওয়ার কিছু নেই বলে মনে করেন বিশ্লেষকেরা। এ বিষয়ে পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ৬ মাসে মুনাফা করেছে বলে তথ্য দিয়েছে। পরের ৬ মাসে মুনাফায় থাকবে কি না, সেটা নিশ্চিত করে বলা যায় না। মুনাফা বাড়তেও পারে, কমতেও পারে।
মুনাফায় প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি ইউনাইটেড ফাইন্যান্সের। আগের বছরের প্রথম ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বা ইপিএস ছিল ৬ পয়সা, এবার হয়েছে ১৬ পয়সা। অর্থাৎ মুনাফা প্রবৃদ্ধি হয়েছে ১৬৬ শতাংশ। এরপরই ৪৯ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের ইপিএস হয়েছে ১ টাকা ৯৮ পয়সা।
৬ মাসে ইস্টার্ন ব্যাংকের ইপিএস হয়েছে ২ টাকা ৩৭ পয়সা, যা আগের ৩৩ শতাংশ বেশি। ইস্টার্ন ইনস্যুরেন্সের ইপিএস ৩১ শতাংশ বেড়ে ১ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। আর পঞ্চম স্থানে থাকা সিটি জেনারেল ইনস্যুরেন্সের মুনাফা বেড়েছে ২৯ শতাংশ।
এরপরে ঢাকা-ব্যাংকের ১৫, রূপালী ব্যাংকের ১৯, আইপিডিসির ১৩, এসবিএসি ব্যাংকের ১২, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের ৮, এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্সের ৪ এবং সিকদার ইনস্যুরেন্স ও ট্রাস্ট ব্যাংকের ইপিএস বেড়েছে ২ শতাংশ করে।
চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসের ব্যবসার তথ্য প্রকাশ করেছে পুঁজিবাজারের কিছু কোম্পানি। গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ১৯টি কোম্পানির পরিচালনা পর্ষদ ব্যবসায় লাভ-ক্ষতির হিসাব জানিয়েছে। এতে দেখা গেছে, সবগুলো কোম্পানি মুনাফা রয়েছে। এর মধ্যে ১৪টি বা ৭৪ শতাংশ কোম্পানির মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে। আর ৫টির মুনাফা আগের তুলনায় কমেছে।
তবে ৬ মাসের মুনাফার খবরে উৎফুল্ল হওয়ার কিছু নেই বলে মনে করেন বিশ্লেষকেরা। এ বিষয়ে পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ৬ মাসে মুনাফা করেছে বলে তথ্য দিয়েছে। পরের ৬ মাসে মুনাফায় থাকবে কি না, সেটা নিশ্চিত করে বলা যায় না। মুনাফা বাড়তেও পারে, কমতেও পারে।
মুনাফায় প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি ইউনাইটেড ফাইন্যান্সের। আগের বছরের প্রথম ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বা ইপিএস ছিল ৬ পয়সা, এবার হয়েছে ১৬ পয়সা। অর্থাৎ মুনাফা প্রবৃদ্ধি হয়েছে ১৬৬ শতাংশ। এরপরই ৪৯ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের ইপিএস হয়েছে ১ টাকা ৯৮ পয়সা।
৬ মাসে ইস্টার্ন ব্যাংকের ইপিএস হয়েছে ২ টাকা ৩৭ পয়সা, যা আগের ৩৩ শতাংশ বেশি। ইস্টার্ন ইনস্যুরেন্সের ইপিএস ৩১ শতাংশ বেড়ে ১ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। আর পঞ্চম স্থানে থাকা সিটি জেনারেল ইনস্যুরেন্সের মুনাফা বেড়েছে ২৯ শতাংশ।
এরপরে ঢাকা-ব্যাংকের ১৫, রূপালী ব্যাংকের ১৯, আইপিডিসির ১৩, এসবিএসি ব্যাংকের ১২, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের ৮, এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্সের ৪ এবং সিকদার ইনস্যুরেন্স ও ট্রাস্ট ব্যাংকের ইপিএস বেড়েছে ২ শতাংশ করে।
দীর্ঘদিন ধরে দেশের ব্যাংক খাত এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। উচ্চ খেলাপি ঋণের প্রবাহ ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্যকে নাজুক করে তুলছে, আর তারই প্রতিফলন দেখা যাচ্ছে নিরাপত্তা সঞ্চিতির ঘাটতিতে। ঋণের বিপরীতে নির্দিষ্ট পরিমাণ প্রভিশন রাখা বাধ্যতামূলক হলেও লাগামহীন খেলাপি ঋণ বৃদ্ধির কারণে অনেক ব্যাংকই...
১ ঘণ্টা আগেঈদুল ফিতরের আগে ১৫ রমজানের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের (মার্চ পর্যন্ত) বস্ত্র খাতসহ অন্যান্য রপ্তানি খাতের জন্য বরাদ্দ ৭ হাজার কোটি টাকা ছাড়ের আবেদন করেছে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
২ ঘণ্টা আগেবাংলাদেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রাভা হেলথ মোহাম্মদ আব্দুল মতিন ইমনকে কোম্পানির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিযুক্ত করেছে। তিনি প্রাভার প্রতিষ্ঠাতা ও বর্তমান সিইও সিলভানা কাদের সিনহার স্থলাভিষিক্ত হলেন, যিনি প্রাভা হেলথ বোর্ডের চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
২ ঘণ্টা আগেচলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) পণ্য রপ্তানি থেকে দেশের বৈদেশিক মুদ্রার আয় দাঁড়িয়েছে ৩ হাজার ২৯৪ কোটি ২৬ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৫৩ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ২ হাজার ৯৮০ কোটি ৫০ লাখ ডলার।
৪ ঘণ্টা আগে