নিজস্ব প্রতিবেদক
ঢাকা: আগামী ২০২১–২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ভর্তুকি ও প্রণোদনা খাতে প্রায় সাড়ে ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। যা বাজেটের মোট আকারের প্রায় ৮ শতাংশ। এরইমধ্যে কৃষি খাতের জন্য সর্বোচ্চ ভর্তুকি বরাদ্দ থাকছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তবে বিশ্লেষকেরা বলছেন, শুধু বরাদ্দ রাখলেই হবে না, বরাদ্দকৃত ভর্তুকি যাতে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে পৌঁছে তা নিশ্চিত করতে হবে।
জানা গেছে, আগামী বাজেটে কৃষি খাতে সর্বোচ্চ ৯ হাজার ৫০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। দ্বিতীয় সর্বোচ্চ ভর্তুকি রাখা হচ্ছে বিদ্যুৎ খাতে। এ খাতে ভর্তুকির পরিমাণ প্রায় ৯ হাজার কোটি টাকা। এ ছাড়া প্রাকৃতিক তরল গ্যাস (এলএনজি) আমদানিতে ভর্তুকি বাবদ ৮ হাজার ৫০০ কোটি টাকা, রপ্তানি খাতের উন্নয়নে ৭ হাজার ৩৫০ কোটি টাকা, খাদ্যে ৬ হাজার কোটি, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহ প্রদানে ৪ হাজার কোটি এবং পাট খাতের জন্য ৫০০ কোটি টাকা ভর্তুকির ব্যবস্থা রাখা হচ্ছে। এ ছাড়া করোনা মোকাবিলায় সরকার গৃহীত বিভিন্ন প্রণোদনা প্যাকেজের ঋণের সুদ বাবদ ২ হাজার কোটি টাকা বরাদ্দ থাকছে বাজেটে। এ ছাড়া বাজেটে অন্যান্য খাতের জন্য ভর্তুকি ও প্রণোদনা বাবদ ১ হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে।
সূত্র জানায়, আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে আকার হচ্ছে ৬ লাখ ২ হাজার ৮৮০ কোটি টাকা। বাজেট প্রণয়নের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী ৩ জুন বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, করোনায় দেশের ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে সরকার ১ লাখ ২৪ হাজার ৫৩ কোটি টাকার ২৩টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪ দশমিক ৪৪ শতাংশ। এসব প্রণোদনা ঋণের সুদের হার ৯ শতাংশ, এর মধ্যে ঋণগ্রহীতা সাড়ে ৪ শতাংশ এবং বাকি সুদ সরকার পরিশোধ করছে। আর এ সুদের পুরো অর্থই ভর্তুকি হিসেবে দিচ্ছে সরকার। এ জন্য আগামী বছর সুদ পরিশোধে ভর্তুকি বাবদ ২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখছে সরকার।
এদিকে, অর্থনীতিবিদ ড. আবুল বারকাতের এক গবেষণায় দেখা গেছে, শুধু লকডাউনের কারণে দেশে কর্মহীন হয়েছেন ৩ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ২৭১ জন। এর মধ্যে ১ কোটি ৪৪ লাখ কর্মী কাজ হারিয়েছেন। তারা এখনো ঠিকভাবে কাজে ফিরতে পারেননি।
চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে বিভিন্ন খাতে ভর্তুকি বাবদ ৩৮ হাজার ৬৪৮ কোটি এবং প্রণোদনা বাবদ ১০ হাজার ৩৮৫ কোটি টাকা বরাদ্দ রয়েছে।
করোনা পরিস্থিতির কারণে আগামী বাজেটে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিক নিরাপত্তা বলয় আরো সম্প্রসারণ হচ্ছে। এছাড়া করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রস্তাবিত বাজেটে দারিদ্র্য নিরসন ও উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে। এজন্য চলমান মেগা প্রকল্পগুলো চলমান রাখতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হচ্ছে।
এবারের বাজেটে ভর্তুকি বরাদ্দ প্রসঙ্গে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, নতুন বাজেটে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতি বিকাশে বিনিয়োগ বাড়াতে হবে। এ জন্য ভর্তুকির পাশাপাশি সামাজিক নিরাপত্তা বলয় আরো সম্প্রসারণ করতে হবে। বাজেটে কৃষিতে বিনিয়োগ অবশ্যই বাড়াতে হবে উল্লেখ করে তিনি বলেন, বাজেটে দরিদ্রদের জন্য খাদ্য ও নগদ সহায়তা বৃদ্ধি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে বরাদ্দ বাড়াতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে–এসব বরাদ্দ ও ভর্তুকি বরাদ্দ সাধারণ মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে যাতে দুর্নীতি না হয় এবং যাদের জন্য বরাদ্দ তাঁরা যাতে ঠিকভাবে পায় সেই জবাবদিহিতা নিশ্চিত করা।
ঢাকা: আগামী ২০২১–২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ভর্তুকি ও প্রণোদনা খাতে প্রায় সাড়ে ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। যা বাজেটের মোট আকারের প্রায় ৮ শতাংশ। এরইমধ্যে কৃষি খাতের জন্য সর্বোচ্চ ভর্তুকি বরাদ্দ থাকছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তবে বিশ্লেষকেরা বলছেন, শুধু বরাদ্দ রাখলেই হবে না, বরাদ্দকৃত ভর্তুকি যাতে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে পৌঁছে তা নিশ্চিত করতে হবে।
জানা গেছে, আগামী বাজেটে কৃষি খাতে সর্বোচ্চ ৯ হাজার ৫০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। দ্বিতীয় সর্বোচ্চ ভর্তুকি রাখা হচ্ছে বিদ্যুৎ খাতে। এ খাতে ভর্তুকির পরিমাণ প্রায় ৯ হাজার কোটি টাকা। এ ছাড়া প্রাকৃতিক তরল গ্যাস (এলএনজি) আমদানিতে ভর্তুকি বাবদ ৮ হাজার ৫০০ কোটি টাকা, রপ্তানি খাতের উন্নয়নে ৭ হাজার ৩৫০ কোটি টাকা, খাদ্যে ৬ হাজার কোটি, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহ প্রদানে ৪ হাজার কোটি এবং পাট খাতের জন্য ৫০০ কোটি টাকা ভর্তুকির ব্যবস্থা রাখা হচ্ছে। এ ছাড়া করোনা মোকাবিলায় সরকার গৃহীত বিভিন্ন প্রণোদনা প্যাকেজের ঋণের সুদ বাবদ ২ হাজার কোটি টাকা বরাদ্দ থাকছে বাজেটে। এ ছাড়া বাজেটে অন্যান্য খাতের জন্য ভর্তুকি ও প্রণোদনা বাবদ ১ হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে।
সূত্র জানায়, আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে আকার হচ্ছে ৬ লাখ ২ হাজার ৮৮০ কোটি টাকা। বাজেট প্রণয়নের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী ৩ জুন বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, করোনায় দেশের ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে সরকার ১ লাখ ২৪ হাজার ৫৩ কোটি টাকার ২৩টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪ দশমিক ৪৪ শতাংশ। এসব প্রণোদনা ঋণের সুদের হার ৯ শতাংশ, এর মধ্যে ঋণগ্রহীতা সাড়ে ৪ শতাংশ এবং বাকি সুদ সরকার পরিশোধ করছে। আর এ সুদের পুরো অর্থই ভর্তুকি হিসেবে দিচ্ছে সরকার। এ জন্য আগামী বছর সুদ পরিশোধে ভর্তুকি বাবদ ২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখছে সরকার।
এদিকে, অর্থনীতিবিদ ড. আবুল বারকাতের এক গবেষণায় দেখা গেছে, শুধু লকডাউনের কারণে দেশে কর্মহীন হয়েছেন ৩ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ২৭১ জন। এর মধ্যে ১ কোটি ৪৪ লাখ কর্মী কাজ হারিয়েছেন। তারা এখনো ঠিকভাবে কাজে ফিরতে পারেননি।
চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে বিভিন্ন খাতে ভর্তুকি বাবদ ৩৮ হাজার ৬৪৮ কোটি এবং প্রণোদনা বাবদ ১০ হাজার ৩৮৫ কোটি টাকা বরাদ্দ রয়েছে।
করোনা পরিস্থিতির কারণে আগামী বাজেটে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিক নিরাপত্তা বলয় আরো সম্প্রসারণ হচ্ছে। এছাড়া করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রস্তাবিত বাজেটে দারিদ্র্য নিরসন ও উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে। এজন্য চলমান মেগা প্রকল্পগুলো চলমান রাখতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হচ্ছে।
এবারের বাজেটে ভর্তুকি বরাদ্দ প্রসঙ্গে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, নতুন বাজেটে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতি বিকাশে বিনিয়োগ বাড়াতে হবে। এ জন্য ভর্তুকির পাশাপাশি সামাজিক নিরাপত্তা বলয় আরো সম্প্রসারণ করতে হবে। বাজেটে কৃষিতে বিনিয়োগ অবশ্যই বাড়াতে হবে উল্লেখ করে তিনি বলেন, বাজেটে দরিদ্রদের জন্য খাদ্য ও নগদ সহায়তা বৃদ্ধি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে বরাদ্দ বাড়াতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে–এসব বরাদ্দ ও ভর্তুকি বরাদ্দ সাধারণ মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে যাতে দুর্নীতি না হয় এবং যাদের জন্য বরাদ্দ তাঁরা যাতে ঠিকভাবে পায় সেই জবাবদিহিতা নিশ্চিত করা।
অর্থনীতিবিদ ড. সেলিম রায়হান বলেছেন, এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলমের আন্তর্জাতিক সালিসে যাওয়ার হুমকিতে ভয় পাওয়ার কারণ নেই। দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগেবেশ কিছু দিন ধরেই কেনিয়াতে ছাত্র–জনতা আদানির সঙ্গে সরকারের ‘গোপন’ চুক্তির প্রতিবাদ জানিয়ে আসছে। পরে দেশটির সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করে। অবশেষে আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে ২৫০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থমূল্যের দুটি চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া।
৬ ঘণ্টা আগেঘুষের নোটে সাগর আদানি ঘুষের পরিমাণ, কাকে ঘুষ দেওয়া হয়েছে এবং কত মেগাওয়াট বিদ্যুতের বিনিময়ে এটি হয়েছে—তার বিবরণ উল্লেখ করেছেন। তিনি মেগাওয়াট প্রতি ঘুষের হারও উল্লেখ করেছেন। ২০২০ সালে একটি হোয়াটসঅ্যাপ মেসেজে সাগর আদানি বলেন, ‘হ্যাঁ...কিন্তু বিষয়টা দৃশ্যমান হওয়ার ঠেকানো বেশ কঠিন।’
৭ ঘণ্টা আগেগৌতম আদানি, ভারতীয় কনগ্লোমারেট আদানি গ্রুপের চেয়ারম্যান এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের একজন, বর্তমানে যুক্তরাষ্ট্রে বহু-বিলিয়ন ডলারের জালিয়াতি এবং ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ভারত সরকারের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার মাধ্যমে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি বাগিয়েছে
৮ ঘণ্টা আগে