অনলাইন ডেস্ক
কৃষি-বনজ-মৎস্য খাত থেকে এ বছর ৫৪-৫৫ বিলিয়ন (৫ হাজার ৪০০–৫ হাজার ৫০০ কোটি) মার্কিন ডলার রপ্তানি আয় করবে ভিয়েতনাম। দেশটির কৃষি ও পল্লি উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাণিজ্য প্রচার কার্যক্রম বাড়ানোর কারণে এবার এই তিন খাত থেকে রপ্তানি আয়ে এবার রেকর্ড হবে।
সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে ভিয়েতনামের বার্তা সংস্থা ভিয়েতনাম নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে (প্রান্তিক) কৃষি-বনজ-মৎস্য খাত থেকে মোট রপ্তানি টার্নওভার হয়েছে ১৩ দশমিক ৫৩ বিলিয়ন ডলার; যা গত বছরের চেয়ে ২১ দশমিক ৮ শতাংশ বেশি।
এর মধ্যে চারটি কৃষিপণ্যের প্রতিটির রপ্তানিমূল্য এক বিলিয়ন ডলারের বেশি রেকর্ড করা হয়েছে। সবগুলো পণ্যের উল্লেখযোগ্য রপ্তানি প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।
এ ছাড়া কাঠ রপ্তানি ২ দশমিক ৩২ বিলিয়ন ডলার, শাকসবজি ও ফল ১ দশমিক ২৩ বিলিয়ন ডলার, চাল ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার এবং কফি থেকে রপ্তানি আয় এসেছে ১ দশমিক ৯ বিলিয়ন ডলার। এসব পণ্যে রপ্তানি প্রবৃদ্ধি গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে— ২৬ দশমিক ৮ শতাংশ, ২৫ দশমিক ৮ শতাংশ, ৪০ শতাংশ এবং ৫৪ দশমিক ২ শতাংশ।
চলতি বছর সবজি ও ফল রপ্তানি ২০২৩ সালের রেকর্ড ছাড়িয়ে ৬ দশমিক ৫ থেকে ৭ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করছে ভিয়েতনাম সরকার।
কৃষি-বনজ-মৎস্য খাত থেকে এ বছর ৫৪-৫৫ বিলিয়ন (৫ হাজার ৪০০–৫ হাজার ৫০০ কোটি) মার্কিন ডলার রপ্তানি আয় করবে ভিয়েতনাম। দেশটির কৃষি ও পল্লি উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাণিজ্য প্রচার কার্যক্রম বাড়ানোর কারণে এবার এই তিন খাত থেকে রপ্তানি আয়ে এবার রেকর্ড হবে।
সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে ভিয়েতনামের বার্তা সংস্থা ভিয়েতনাম নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে (প্রান্তিক) কৃষি-বনজ-মৎস্য খাত থেকে মোট রপ্তানি টার্নওভার হয়েছে ১৩ দশমিক ৫৩ বিলিয়ন ডলার; যা গত বছরের চেয়ে ২১ দশমিক ৮ শতাংশ বেশি।
এর মধ্যে চারটি কৃষিপণ্যের প্রতিটির রপ্তানিমূল্য এক বিলিয়ন ডলারের বেশি রেকর্ড করা হয়েছে। সবগুলো পণ্যের উল্লেখযোগ্য রপ্তানি প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।
এ ছাড়া কাঠ রপ্তানি ২ দশমিক ৩২ বিলিয়ন ডলার, শাকসবজি ও ফল ১ দশমিক ২৩ বিলিয়ন ডলার, চাল ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার এবং কফি থেকে রপ্তানি আয় এসেছে ১ দশমিক ৯ বিলিয়ন ডলার। এসব পণ্যে রপ্তানি প্রবৃদ্ধি গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে— ২৬ দশমিক ৮ শতাংশ, ২৫ দশমিক ৮ শতাংশ, ৪০ শতাংশ এবং ৫৪ দশমিক ২ শতাংশ।
চলতি বছর সবজি ও ফল রপ্তানি ২০২৩ সালের রেকর্ড ছাড়িয়ে ৬ দশমিক ৫ থেকে ৭ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করছে ভিয়েতনাম সরকার।
বেশ কিছু দিন ধরেই কেনিয়াতে ছাত্র–জনতা আদানির সঙ্গে সরকারের ‘গোপন’ চুক্তির প্রতিবাদ জানিয়ে আসছে। পরে দেশটির সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করে। অবশেষে আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে ২৫০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থমূল্যের দুটি চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া।
২ ঘণ্টা আগেঘুষের নোটে সাগর আদানি ঘুষের পরিমাণ, কাকে ঘুষ দেওয়া হয়েছে এবং কত মেগাওয়াট বিদ্যুতের বিনিময়ে এটি হয়েছে—তার বিবরণ উল্লেখ করেছেন। তিনি মেগাওয়াট প্রতি ঘুষের হারও উল্লেখ করেছেন। ২০২০ সালে একটি হোয়াটসঅ্যাপ মেসেজে সাগর আদানি বলেন, ‘হ্যাঁ...কিন্তু বিষয়টা দৃশ্যমান হওয়ার ঠেকানো বেশ কঠিন।’
৩ ঘণ্টা আগেগৌতম আদানি, ভারতীয় কনগ্লোমারেট আদানি গ্রুপের চেয়ারম্যান এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের একজন, বর্তমানে যুক্তরাষ্ট্রে বহু-বিলিয়ন ডলারের জালিয়াতি এবং ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ভারত সরকারের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার মাধ্যমে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি বাগিয়েছে
৪ ঘণ্টা আগেব্যাংকিং খাতে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি দীর্ঘদিনের প্রথা। তবে এবার নতুন নীতিমালায় আরোপিত কঠোর শর্ত—ব্যাংকিং ডিপ্লোমা, মাস্টার্স ডিগ্রি ও গবেষণাপত্র প্রকাশের বাধ্যবাধকতা—সরকারি ব্যাংকের ২৫৮ কর্মকর্তার জেনারেল ম্যানেজার (জিএম) পদে পদোন্নতি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
৪ ঘণ্টা আগে