আজকের পত্রিকা ডেস্ক
বিশ্বের বৃহত্তম জ্বালানি তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব তার এশীয় ক্রেতাদের জন্য অপরিশোধিত তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে কমেছে ১ ডলারেরও বেশি।
ব্লুমবার্গ ও রয়টার্সের তথ্য অনুসারে, গতকাল সোমবার অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৭৭ দশমিক ৮০ ডলারে এবং প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) বিক্রি হয়েছে ৭২ দশমিক ৮১ ডলারে। আগের দিন গত রোববারের তুলনায় ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম কমেছে ১ দশমিক ২১ ডলার, ডব্লিউটিআই ক্রুডের দাম কমেছে ১ দশমিক ৩৫ ডলার এবং গড়ে উভয় বেঞ্চমার্কের দাম কমেছে ১ ডলারের বেশি।
রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, এশীয় ক্রেতাদের জন্য নিজেদের অপরিশোধিত তেলের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড আরব লাইট ক্রুডের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদির রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলন কোম্পানি আরামকো। আরামকোর সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির শেষ পর্যন্ত এশীয় ক্রেতারা প্রতি ব্যারেল আরব লাইট ক্রুডে ১ দশমিক ৫ ডলার থেকে ২ ডলার পর্যন্ত ছাড় পাবেন। আরামকোর এ সিদ্ধান্ত পর গতকালই আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম।
জ্বালানি তেলের আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, হামাস এবং ইসরায়েলের চলমান যুদ্ধ ও তার জেরে লোহিতসাগরে বিভিন্ন বাণিজ্যিক জাহাজের ওপর হুতি বিদ্রোহী গোষ্ঠীর হামলার জেরে এশীয় ক্রেতারা যেন অন্য কোনো তেল উৎপাদনকারী দেশের প্রতি ঝুঁকে না পড়ে—সেজন্যই এ মূল্যছাড় দিয়েছে সৌদি।
বিশ্বের বৃহত্তম জ্বালানি তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব তার এশীয় ক্রেতাদের জন্য অপরিশোধিত তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে কমেছে ১ ডলারেরও বেশি।
ব্লুমবার্গ ও রয়টার্সের তথ্য অনুসারে, গতকাল সোমবার অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৭৭ দশমিক ৮০ ডলারে এবং প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) বিক্রি হয়েছে ৭২ দশমিক ৮১ ডলারে। আগের দিন গত রোববারের তুলনায় ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম কমেছে ১ দশমিক ২১ ডলার, ডব্লিউটিআই ক্রুডের দাম কমেছে ১ দশমিক ৩৫ ডলার এবং গড়ে উভয় বেঞ্চমার্কের দাম কমেছে ১ ডলারের বেশি।
রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, এশীয় ক্রেতাদের জন্য নিজেদের অপরিশোধিত তেলের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড আরব লাইট ক্রুডের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদির রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলন কোম্পানি আরামকো। আরামকোর সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির শেষ পর্যন্ত এশীয় ক্রেতারা প্রতি ব্যারেল আরব লাইট ক্রুডে ১ দশমিক ৫ ডলার থেকে ২ ডলার পর্যন্ত ছাড় পাবেন। আরামকোর এ সিদ্ধান্ত পর গতকালই আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম।
জ্বালানি তেলের আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, হামাস এবং ইসরায়েলের চলমান যুদ্ধ ও তার জেরে লোহিতসাগরে বিভিন্ন বাণিজ্যিক জাহাজের ওপর হুতি বিদ্রোহী গোষ্ঠীর হামলার জেরে এশীয় ক্রেতারা যেন অন্য কোনো তেল উৎপাদনকারী দেশের প্রতি ঝুঁকে না পড়ে—সেজন্যই এ মূল্যছাড় দিয়েছে সৌদি।
দেশে কাজের সুযোগের অভাব বাড়ছে। কর্মক্ষম মানুষ বাড়ছে, অথচ সেই তুলনায় কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে কম। ফলে বাড়ছে এ দুইয়ের ব্যবধান। আবার যারা কর্মক্ষম, তাদের বড় একটা অংশ শ্রমের বিনিময়ে নিচ্ছে না মজুরি। যারা কাজ খুঁজছে, তারা তাদের যোগ্যতার মানে কাজ পায় না। যাদের কাজ রয়েছে, তাদের মজুরি প্রত্যাশিতের চেয়ে অনেক
১ ঘণ্টা আগেপ্রতিবছর রোজা এলেই তেল, চিনি, ডাল, ছোলা, খেজুরসহ কয়েকটি পণ্যের বাজার যেন চড়ে যায়। তাই রোজার আগে এসব পণ্যের চাহিদা ও আমদানির হিসাব-নিকাশ শুরু হয়ে যায়। এবারের হিসাব বলছে, চাহিদার বিপরীতে আমদানির ঋণপত্র (এলসি) খোলা হয়েছে যথেষ্ট। এখন ঠিকমতো আমদানি হলে রোজার সময় এসব পণ্যের সংকট হওয়ার কথা নয়।
১ ঘণ্টা আগে২০২৪ সালের এপ্রিলে চট্টগ্রামের দুটি কোম্পানি এন মোহাম্মদ ট্রেডিং করপোরেশন এবং এস এস ট্রেডিং করপোরেশনের ১২৫ কোটি ৩৪ লাখ ৬০০ টাকার সম্পদের বিমা করে প্রাইম ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। বিমার মূল্য ১২৫ কোটি টাকা। কিন্তু ওই সম্পদের পুনর্বিমা করার ক্ষেত্রে তারা আশ্রয় নেয় অনিয়মের। সেই অনিয়ম ধরা পড়ায় ১৩ জা
৭ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের প্রভাবে বিটকয়েনের দর রেকর্ড ১ লাখ ৯ হাজার ডলার ছাড়িয়ে যায়। ডিরেগুলেশন নীতির আশাবাদে ক্রিপ্টোকারেন্সি বাজারে উত্তেজনা তৈরি হয়েছে।
১৩ ঘণ্টা আগে