এএফপি, লন্ডন
ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের প্রভাবে নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছায় বিটকয়েনের দর। ক্রিপ্টোকারেন্সি খাতকে ডিরেগুলেশন করার অর্থাৎ নিয়ন্ত্রণ না করার ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ট্রাম্প।
গতকাল সোমবার বিটকয়েনের দাম ১ লাখ ৯ হাজার ২৪১ ডলারের সর্বোচ্চ শিখরে পৌঁছে; পরে কিছুটা কমে ১ লাখ ৭ হাজার ৫০০ ডলারে স্থির হয়। বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন ট্রাম্প নির্বাচনে জয়ের পর থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ডিসেম্বরের শুরুতে এটি প্রথমবারের মতো ১ লাখ ডলার অতিক্রম করে।
ক্রিপ্টোকারেন্সি সমর্থক পল অ্যাটকিনসকে ট্রাম্প মার্কিন সিকিউরিটিজ নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে মনোনীত করার পর এই শিল্পে ডিরেগুলেশনের আশাবাদ আরও বেড়ে যায়। একসময় ট্রাম্প ক্রিপ্টোকারেন্সিকে ‘প্রতারণা’ বললেও এখন তিনি এর বড় সমর্থক হয়ে উঠেছেন এবং নির্বাচনী প্রচারণায় এর পক্ষে বক্তব্যও দিয়েছেন।
সপ্তাহান্তে ট্রাম্প নিজের নামে ক্রিপ্টোকারেন্সি $TRUMP চালু করেন, যা মিম কয়েন হিসেবে পরিচিত। এরপর বাজারে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং এর বাজারমূল্য কয়েক বিলিয়ন ডলারে পৌঁছায়।
সুইসকোট ব্যাংকের জ্যেষ্ঠ বিশ্লেষক ইপেক ওজকারডেস্কায়া বলেন, ‘ট্রাম্পের নীতিগুলো মিশ্র প্রভাব ফেলতে পারে। তার প্রবৃদ্ধিমুখী ও ডিরেগুলেশনের নীতি অর্থনীতির জন্য ইতিবাচক হলেও শুল্ক নীতিমালার কারণে মূল্যস্ফীতি বাড়ার সম্ভাবনা রয়েছে।’
ক্রিপ্টোকারেন্সি বরাবরই আলোচনায় রয়েছে, যার মধ্যে রয়েছে এর উচ্চমূল্যের অস্থিরতা এবং উল্লেখযোগ্য কিছু প্রতিষ্ঠানের পতন, বিশেষত এফটিএক্স এক্সচেঞ্জের ধস। ২০০৮ সালে সতোশি নাকামোটো ছদ্মনামে একজন ব্যক্তি বা দল বিটকয়েনের ধারণা দেন। এটি মূলধারার আর্থিক প্রতিষ্ঠানের বিকল্প হিসেবে একটি বিকেন্দ্রীভূত প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্য নিয়ে চালু করা হয়েছিল।
ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের প্রভাবে নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছায় বিটকয়েনের দর। ক্রিপ্টোকারেন্সি খাতকে ডিরেগুলেশন করার অর্থাৎ নিয়ন্ত্রণ না করার ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ট্রাম্প।
গতকাল সোমবার বিটকয়েনের দাম ১ লাখ ৯ হাজার ২৪১ ডলারের সর্বোচ্চ শিখরে পৌঁছে; পরে কিছুটা কমে ১ লাখ ৭ হাজার ৫০০ ডলারে স্থির হয়। বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন ট্রাম্প নির্বাচনে জয়ের পর থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ডিসেম্বরের শুরুতে এটি প্রথমবারের মতো ১ লাখ ডলার অতিক্রম করে।
ক্রিপ্টোকারেন্সি সমর্থক পল অ্যাটকিনসকে ট্রাম্প মার্কিন সিকিউরিটিজ নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে মনোনীত করার পর এই শিল্পে ডিরেগুলেশনের আশাবাদ আরও বেড়ে যায়। একসময় ট্রাম্প ক্রিপ্টোকারেন্সিকে ‘প্রতারণা’ বললেও এখন তিনি এর বড় সমর্থক হয়ে উঠেছেন এবং নির্বাচনী প্রচারণায় এর পক্ষে বক্তব্যও দিয়েছেন।
সপ্তাহান্তে ট্রাম্প নিজের নামে ক্রিপ্টোকারেন্সি $TRUMP চালু করেন, যা মিম কয়েন হিসেবে পরিচিত। এরপর বাজারে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং এর বাজারমূল্য কয়েক বিলিয়ন ডলারে পৌঁছায়।
সুইসকোট ব্যাংকের জ্যেষ্ঠ বিশ্লেষক ইপেক ওজকারডেস্কায়া বলেন, ‘ট্রাম্পের নীতিগুলো মিশ্র প্রভাব ফেলতে পারে। তার প্রবৃদ্ধিমুখী ও ডিরেগুলেশনের নীতি অর্থনীতির জন্য ইতিবাচক হলেও শুল্ক নীতিমালার কারণে মূল্যস্ফীতি বাড়ার সম্ভাবনা রয়েছে।’
ক্রিপ্টোকারেন্সি বরাবরই আলোচনায় রয়েছে, যার মধ্যে রয়েছে এর উচ্চমূল্যের অস্থিরতা এবং উল্লেখযোগ্য কিছু প্রতিষ্ঠানের পতন, বিশেষত এফটিএক্স এক্সচেঞ্জের ধস। ২০০৮ সালে সতোশি নাকামোটো ছদ্মনামে একজন ব্যক্তি বা দল বিটকয়েনের ধারণা দেন। এটি মূলধারার আর্থিক প্রতিষ্ঠানের বিকল্প হিসেবে একটি বিকেন্দ্রীভূত প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্য নিয়ে চালু করা হয়েছিল।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে তথ্যপ্রযুক্তি খাতের জন্য ২০৩১ সাল পর্যন্ত কর অব্যাহতি চেয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। এ ছাড়া বিভিন্ন ব্যবসায়িক সংগঠন করহার কমানোসহ নীতিসহায়তা চেয়ে দাবি জানিয়েছে।
৫ মিনিট আগেসরকার এখন অর্থনৈতিক সংকটে রয়েছে এবং বিদেশি ঋণও প্রয়োজন মতো পাওয়া যাচ্ছে না। এ পরিস্থিতিতে তামাক খাত হতে পারে আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয় বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ উৎস।
২৫ মিনিট আগেভোজ্যতেলের সংকট কিছুটা কাটতে শুরু করেছে এবং বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বেড়েছে। দীর্ঘদিন ধরে চলমান এই সংকটের মধ্যে বাজারে তেলের বোতলজাত সরবরাহ বেড়েছে এবং সুপারশপের পাশাপাশি বিভিন্ন মুদিদোকানে এক লিটার, পাঁচ লিটার এবং আট লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগেউদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সেরা ফিচার ও উদ্ভাবনী প্রযুক্তি সংবলিত ডিভাইস নিয়ে আসার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় টেকনো বাজেটের মধ্যে আছে এমন বেশ কিছু ফোন বাজারে নিয়ে এসেছে। আর মাত্র কয়েক দিন পর এ দেশের ধর্মপ্রাণ মানুষেরা ঈদ উদ্যাপন করবে...
৪ ঘণ্টা আগে