অনলাইন ডেস্ক
গ্ল্যাক্সোস্মিথক্লাইনের (জিএসকে) স্বাস্থ্যসেবা বিভাগ কেনার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে কনজিউমার প্রোডাক্ট জায়ান্ট ইউনিলিভার। এর আগে ইউনিলিভার এই অধিগ্রহণের জন্য ৫০ বিলিয়ন পাউন্ডের (৬৮ বিলিয়ন মার্কিন ডলার) একটি প্রস্তাব দিয়েছিল। তবে সেটি প্রত্যাখ্যান করেছে জিএসকে। তবে গতকাল সোমবার ইউনিলিভার বলেছে, কৌশলগতভাবে উপযুক্ত একটি চুক্তি তারা করতে চায়।
উল্লেখ্য, জিএসকের স্বাস্থ্য পণ্য ব্যবসার মধ্যে রয়েছে সেনসোডাইন টুথপেস্ট, প্যানাডল এবং সেন্ট্রাম ভিটামিনের মতো পণ্য। আর ইউনিলিভার মারমাইট, পিজি টিপস এবং ডোভ সাবানের মতো পণ্যের প্রস্তুতকারক। তারা টয়লেট্রিজ বা প্রসাধনীর পাশাপাশি স্বাস্থ্য খাতেও বড় ধরনের ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করছে।
ইউনিলিভার বলছে, অধিগ্রহণটি যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের সম্মিলিত পোর্টফোলিওর জন্য বড় ধরনের সম্প্রসারণ প্ল্যাটফর্ম তৈরি করবে। অন্যান্য উদীয়মান বাজারেও সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে স্পষ্টত বিদ্যমান মুখের যত্নের পণ্যের সঙ্গে ভিটামিন সম্পূরক ব্যবসায় সমন্বয়ের দিকে ইঙ্গিত করছে ইউনিলিভার।
ইউনিলিভার প্রত্যাখ্যাত প্রস্তাবটি নিয়েই এগোবে কি না সেটি স্পষ্ট নয়। তবে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হচ্ছে, বর্ধিত প্রস্তাবের জন্য অতিরিক্ত অর্থায়নের বিষয়ে তারা এরই মধ্যে ব্যাংকের সঙ্গে আলোচনা শুরু করেছে।
এদিকে গতকাল সোমবার সকালে জিএসকের শেয়ারের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছে। তার মানে বিনিয়োগকারীরা আরও বেশি অফার করার সম্ভাবনাই বেশি। যেখানে ইউনিলিভারের শেয়ারদর প্রায় ৭ শতাংশ কমেছে।
ইউনিলিভার এরই মধ্যে লন্ডনের এফটিএসই ১০০ সূচকে তৃতীয় বৃহত্তম কোম্পানি। কোম্পানিটির বাজারমূল্য প্রায় ১০০ বিলিয়ন পাউন্ড। জিএসকের সঙ্গে চুক্তিতে উপনীত হতে পারলে এফটিএসই ১০০ এর পঞ্চম বৃহত্তম কোম্পানির একটি বড় বিভাগের মালিকানা তাদের হাতে চলে যাবে।
জিএসকে এখন মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজারের সঙ্গে যৌথ উদ্যোগে স্বাস্থ্যসেবা ব্যবসা পরিচালনা করছে। তবে তারা ব্যবসাটি ছেড়ে দিতে চায়। জিএসকে এখন ওষুধ এবং টিকা ব্যবসায় মনোনিবেশ করতে চায়।
গ্ল্যাক্সোস্মিথক্লাইনের (জিএসকে) স্বাস্থ্যসেবা বিভাগ কেনার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে কনজিউমার প্রোডাক্ট জায়ান্ট ইউনিলিভার। এর আগে ইউনিলিভার এই অধিগ্রহণের জন্য ৫০ বিলিয়ন পাউন্ডের (৬৮ বিলিয়ন মার্কিন ডলার) একটি প্রস্তাব দিয়েছিল। তবে সেটি প্রত্যাখ্যান করেছে জিএসকে। তবে গতকাল সোমবার ইউনিলিভার বলেছে, কৌশলগতভাবে উপযুক্ত একটি চুক্তি তারা করতে চায়।
উল্লেখ্য, জিএসকের স্বাস্থ্য পণ্য ব্যবসার মধ্যে রয়েছে সেনসোডাইন টুথপেস্ট, প্যানাডল এবং সেন্ট্রাম ভিটামিনের মতো পণ্য। আর ইউনিলিভার মারমাইট, পিজি টিপস এবং ডোভ সাবানের মতো পণ্যের প্রস্তুতকারক। তারা টয়লেট্রিজ বা প্রসাধনীর পাশাপাশি স্বাস্থ্য খাতেও বড় ধরনের ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করছে।
ইউনিলিভার বলছে, অধিগ্রহণটি যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের সম্মিলিত পোর্টফোলিওর জন্য বড় ধরনের সম্প্রসারণ প্ল্যাটফর্ম তৈরি করবে। অন্যান্য উদীয়মান বাজারেও সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে স্পষ্টত বিদ্যমান মুখের যত্নের পণ্যের সঙ্গে ভিটামিন সম্পূরক ব্যবসায় সমন্বয়ের দিকে ইঙ্গিত করছে ইউনিলিভার।
ইউনিলিভার প্রত্যাখ্যাত প্রস্তাবটি নিয়েই এগোবে কি না সেটি স্পষ্ট নয়। তবে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হচ্ছে, বর্ধিত প্রস্তাবের জন্য অতিরিক্ত অর্থায়নের বিষয়ে তারা এরই মধ্যে ব্যাংকের সঙ্গে আলোচনা শুরু করেছে।
এদিকে গতকাল সোমবার সকালে জিএসকের শেয়ারের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছে। তার মানে বিনিয়োগকারীরা আরও বেশি অফার করার সম্ভাবনাই বেশি। যেখানে ইউনিলিভারের শেয়ারদর প্রায় ৭ শতাংশ কমেছে।
ইউনিলিভার এরই মধ্যে লন্ডনের এফটিএসই ১০০ সূচকে তৃতীয় বৃহত্তম কোম্পানি। কোম্পানিটির বাজারমূল্য প্রায় ১০০ বিলিয়ন পাউন্ড। জিএসকের সঙ্গে চুক্তিতে উপনীত হতে পারলে এফটিএসই ১০০ এর পঞ্চম বৃহত্তম কোম্পানির একটি বড় বিভাগের মালিকানা তাদের হাতে চলে যাবে।
জিএসকে এখন মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজারের সঙ্গে যৌথ উদ্যোগে স্বাস্থ্যসেবা ব্যবসা পরিচালনা করছে। তবে তারা ব্যবসাটি ছেড়ে দিতে চায়। জিএসকে এখন ওষুধ এবং টিকা ব্যবসায় মনোনিবেশ করতে চায়।
অনুমতি ছাড়াই চার বছর কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরি হারালেন আসমা উল হুসনা নামের এক সহকারী রাজস্ব কর্মকর্তা। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে অপসারণ করা হয়েছে। তিনি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (দক্ষিণ) কর্মকর্তা ছিলেন।
৯ ঘণ্টা আগেইস্পাহানির পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় আয়োজিত ‘আনোয়ারা মান্নান বেগ আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট-মলি’-এর পর্দা নামল। আটটি দলের অংশগ্রহণে প্রায় এক মাসব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমি।
১০ ঘণ্টা আগেবিশ্বের সেরা ২৫ প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে মেটলাইফ। ২০২৪ সালের কাজের জন্য আন্তর্জাতিক ফরচুন ম্যাগাজিন থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
১০ ঘণ্টা আগে১০০ দিনে অর্থনীতি সবল অবস্থানে এসেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ রোববার অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান
১১ ঘণ্টা আগে