ঝিনাইদহে ব্যাংক এশিয়ার নেতৃত্বে নারী উদ্যোক্তা শনাক্তকরণ ও ঋণ বিতরণ সেমিনার

বিজ্ঞপ্তি  
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ২১: ১১
Thumbnail image
ঝিনাইদহে ব্যাংক এশিয়ার নেতৃত্বে নারী উদ্যোক্তা শনাক্তকরণ ও ঋণ বিতরণ সেমিনার। ছবি: সংগৃহীত

ব্যাংক এশিয়ার নেতৃত্বে ঝিনাইদহ শিশু একাডেমিতে সম্প্রতি ক্ষুদ্র ও মাঝারি খাতের নারী উদ্যোক্তা শনাক্তকরণ এবং ঋণ বিতরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা সেমিনারে প্রধান অতিথি ছিলেন।

বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে সভাপতিত্ব করেন ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামিনুর রহমান। বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঝিনাইদহ জেলার শাখা ব্যবস্থাপক ও ক্রেডিট অফিসাররা সেমিনারে উপস্থিত ছিলেন।

সেমিনারে উপস্থিত মোট ৪৩ জন নারী উদ্যোক্তার মাঝে ৮১ কোটি ২০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়।

ব্যাংক এশিয়া সব সময়ই উদ্ভাবনী আর্থিক সমাধানের মাধ্যমে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং তাঁদের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত