নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকার হিসাব মিলছে না বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে ওই শাখার দুই কর্মকর্তাকে পুলিশ হেফাজতে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন ঢাকা ব্যাংকের ক্যাশ ইনচার্জ (সিনিয়র অফিসার) রিফাতুল হক ও ম্যানেজার (অপারেশন) ইমরান আহমেদ।
বংশাল থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘ঢাকা ব্যাংকের বংশাল শাখা থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা তাঁদের ক্যাশ ইনচার্জ সরিয়ে নিয়েছেন– এমন অভিযোগ করেন ব্যাংকটির ম্যানেজার। এ অভিযোগের ভিত্তিতে ওই ব্যাংকেরই দুই কর্মকর্তাকে আটক করি আমরা। আজ সকালে ৫৪ ধারায় তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
আবুল কালাম জানান, এই ব্যাংক শাখার ইন্টার্নাল অডিটে এই টাকা সরানোর বিষয়টি ধরা পড়ে। এ বিষয়ে একটি মামলা হবে। পরে মামলাটি দুদকই তদন্ত করবে।
গতকাল বৃহস্পতিবার রাতে টাকা উধাওয়ের বিষয়টি বুঝতে পারে ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ।
এ ব্যাপারে ঢাকা ব্যাংকের জনসংযোগ শাখার মিজানুর রহমান বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) সারা দিন লেনদেনের পর ভল্টে হিসাব মেলানোর সময় ৩ কোটি ৭৭ লাখ টাকার গরমিল পাওয়া যায়। আমরা সঙ্গে সঙ্গে থানায় জানাই, ব্যাংকের দুজনকে পুলিশে সোপর্দ করা হয়। আমরা এটাকে চুরি বলছি না। বিষয়টা হিসাবে গরমিল। তদন্ত করার অনুরোধ করেছি। তারা তদন্ত করছে। প্রাথমিক এজাহারে এটাই আমরা বলেছি। আপাতত কোনো সংবাদ সম্মেলন করা হবে না।’
ঢাকা: ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকার হিসাব মিলছে না বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে ওই শাখার দুই কর্মকর্তাকে পুলিশ হেফাজতে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন ঢাকা ব্যাংকের ক্যাশ ইনচার্জ (সিনিয়র অফিসার) রিফাতুল হক ও ম্যানেজার (অপারেশন) ইমরান আহমেদ।
বংশাল থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘ঢাকা ব্যাংকের বংশাল শাখা থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা তাঁদের ক্যাশ ইনচার্জ সরিয়ে নিয়েছেন– এমন অভিযোগ করেন ব্যাংকটির ম্যানেজার। এ অভিযোগের ভিত্তিতে ওই ব্যাংকেরই দুই কর্মকর্তাকে আটক করি আমরা। আজ সকালে ৫৪ ধারায় তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
আবুল কালাম জানান, এই ব্যাংক শাখার ইন্টার্নাল অডিটে এই টাকা সরানোর বিষয়টি ধরা পড়ে। এ বিষয়ে একটি মামলা হবে। পরে মামলাটি দুদকই তদন্ত করবে।
গতকাল বৃহস্পতিবার রাতে টাকা উধাওয়ের বিষয়টি বুঝতে পারে ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ।
এ ব্যাপারে ঢাকা ব্যাংকের জনসংযোগ শাখার মিজানুর রহমান বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) সারা দিন লেনদেনের পর ভল্টে হিসাব মেলানোর সময় ৩ কোটি ৭৭ লাখ টাকার গরমিল পাওয়া যায়। আমরা সঙ্গে সঙ্গে থানায় জানাই, ব্যাংকের দুজনকে পুলিশে সোপর্দ করা হয়। আমরা এটাকে চুরি বলছি না। বিষয়টা হিসাবে গরমিল। তদন্ত করার অনুরোধ করেছি। তারা তদন্ত করছে। প্রাথমিক এজাহারে এটাই আমরা বলেছি। আপাতত কোনো সংবাদ সম্মেলন করা হবে না।’
গৌতম আদানি, ভারতীয় কনগ্লোমারেট আদানি গ্রুপের চেয়ারম্যান এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের একজন, বর্তমানে যুক্তরাষ্ট্রে বহু-বিলিয়ন ডলারের জালিয়াতি এবং ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ভারত সরকারের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার মাধ্যমে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি বাগিয়েছে
২৪ মিনিট আগেব্যাংকিং খাতে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি দীর্ঘদিনের প্রথা। তবে এবার নতুন নীতিমালায় আরোপিত কঠোর শর্ত—ব্যাংকিং ডিপ্লোমা, মাস্টার্স ডিগ্রি ও গবেষণাপত্র প্রকাশের বাধ্যবাধকতা—সরকারি ব্যাংকের ২৫৮ কর্মকর্তার জেনারেল ম্যানেজার (জিএম) পদে পদোন্নতি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
৩৬ মিনিট আগেস্থানীয় বিদ্যুৎ কোম্পানিগুলো রাষ্ট্রায়ত্ত কোম্পানির প্রস্তাবিত মূল্য পরিশোধে আগ্রহী ছিল না। এতে চুক্তিটির বাস্তবায়ন হুমকির মধ্যে পড়ে। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী, চুক্তি রক্ষার জন্য আদানি স্থানীয় কর্মকর্তাদের ঘুষ দিয়ে তাঁদের এই বিদ্যুৎ কিনতে রাজি করানোর সিদ্ধান্ত নেন।
১ ঘণ্টা আগেইউএনডিপির আয়োজনে গতকাল বৃহস্পতিবার ‘জনবান্ধব নীতি প্রণয়নে সঠিক উপাত্ত সংগ্রহ ও ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সংস্কার ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের সহায়তায় ইউএনডিপির স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস, পলিসিজ অ্যান্ড সার্ভিসেস প্রকল্পের
২ ঘণ্টা আগে