Ajker Patrika

সিলেটে বন্যায় টাকাসহ ডুবছে এটিএম বুথ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জুন ২০২২, ১৮: ৫৪
সিলেটে বন্যায় টাকাসহ ডুবছে এটিএম বুথ

বৃহত্তর সিলেট অঞ্চলে বন্যার তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে নগদ টাকাসহ বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ পানিতে তলিয়ে যাচ্ছে। একে একে বন্ধ হয়ে যাচ্ছে ব্যাংকিং সেবাও। ব্যাংকাররা জানিয়েছেন, বন্যার পানি বাড়তে থাকায়, তাঁরা বাধ্য হয়ে এটিএমসহ শাখা পর্যায়ে ব্যাংকিং সেবা বন্ধ করতে বাধ্য হচ্ছেন। 

বেসরকারি ডাচ্‌-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন গতকাল শুক্রবার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমাদের ৫০টির মতো এটিএম বুথ বন্যার পানিতে ডুবে গেছে। এগুলোর বেশির ভাগই সুনামগঞ্জ ও সিলেটে।’ তিনি একটি ডুবন্ত এটিএম বুথের ছবি দিয়ে লেখেন, এটি ছাতকে তাঁদের ব্যাংকের একটি এটিএম বুথের ছবি। 

এ বিষয়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আব্দুছ ছালাম আজাদ আজ শনিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘বন্যায় ব্যাংকিং সেবা বাধাগ্রস্ত হয়েছে। বিশেষ করে সুনামগঞ্জের অবস্থা শোচনীয় পর্যায়ে চলে গেছে। আমাদের একজন মহাব্যবস্থাপক বিষয়টি দেখভাল করছেন। তিনি আমাদের হালনাগাদ প্রতিবেদন দিচ্ছেন। আমরা ব্যাংকিং সেবার স্বাভাবিক রাখার জন্য সব প্রচেষ্টা অব্যাহত রেখেছি।’ 

ছাতকে বন্যার বর্তমান দশা। ছবি: ডিবিবিএলের সিইও আবুল কাশেম মো. শিরিনের ফেসবুক পোস্ট থেকেব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী রেজা ইফতেখার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বিভিন্ন ব্যাংকের সামনে প্রচুর পানি। বিশ্বনাথ উপজেলায় আমাদের একটি শাখায় কোমর পরিমাণ পানি ঢুকে গেছে। গ্রাহকেরা ব্যাংকে আসতে পারেননি। আগামীকাল রোববার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলে ফেঞ্চুগঞ্জ ও বিশ্বনাথের শাখা বন্ধ রাখতে পারি। তবে আমরা আমাদের এটিএমগুলো আগেই সরিয়ে রেখেছি।’ তিনি জানান, বন্যাকবলিত কোনো কোনো স্থানে এটিএম সেবা বন্ধ রাখা হয়েছে। 

আরও কয়েকটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বললে, তাঁরা পরিচয় গোপন রাখার শর্তে জানান, বন্যাকবলিত এলাকায় তাঁদের এটিএম বুথসহ সার্বিক ব্যাংকিং সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত