অনলাইন ডেস্ক
ব্র্যাক ব্যাংক এর বিশেষ রিক্রুটমেন্ট কার্যক্রম-ইয়ং লিডারস প্রোগ্রামের-আওতায় রেকর্ড সংখ্যক সদ্য পাশ করা গ্র্যাজুয়েট নিয়োগ করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে ব্র্যাক ব্যাংক লিমিটেডের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকের ব্যবসায়িক সম্প্রসারণে সহায়তা প্রদানের লক্ষ্যে একসঙ্গে ৮০ জন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আগামী চার বছরে ব্যবসা দ্বিগুণ করার পরিকল্পনা গ্রহণ করেছে ব্র্যাক ব্যাংক। এ সম্প্রসারণ পরিকল্পনাকে এগিয়ে নিতে মানবসম্পদ ও প্রযুক্তিতে বড় ধরনের বিনিয়োগ করছে ব্যাংকটি।
মহামারির প্রভাবে অনেক প্রতিষ্ঠান যখন ছাঁটাই ও বেতন হ্রাস করছে, তখন ব্র্যাক ব্যাংক একসঙ্গে এই বিপুলসংখ্যক সদ্য পাশ করা গ্র্যাজুয়েটদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে। দেশব্যাপী বিস্তৃতি ও ব্যবসায়িক পরিধি বাড়াতে ব্র্যাক ব্যাংক ২০২২ সালে দুই হাজার নতুন কর্মকর্তা নিয়োগ করবে। এই নতুন নিয়োগের এ ঘোষণাটি দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা গ্র্যাজুয়েটদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করেছে। ব্র্যাক ব্যাংক এ অফিসার থেকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার গ্রেডের কর্মকর্তাদের বেতন একবারে ৫০% পর্যন্ত বৃদ্ধির সাম্প্রতিক উদ্যোগ চাকরিপ্রার্থীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে।
৭ হাজার ৮০০ জন ফুল-টাইম কর্মকর্তা নিয়ে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতের অন্যতম শীর্ষ কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠান এবং প্রতিভাময় কর্মকর্তাদের অন্যতম নিয়োগদাতা।
ধারাবাহিক কয়েকটি বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ইয়ং লিডারসদের নিয়োগ করা হয়েছে। এর মধ্যে ছিল পেশাজীবীদের তত্ত্বাবধানে সাইকোমেটিক্স, পারসোনালিটি প্রোফাইলিং এবং দুই ধাপে সাক্ষাৎকার গ্রহণ। এই নিয়োগ কার্যক্রমের পূর্বে গ্র্যাজুয়েটদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ক্যারিয়ার টকের আয়োজন করা হয়।
নির্দিষ্ট কর্মস্থলে স্থায়ীভাবে দায়িত্ব অর্পণের পূর্বে নতুন নিয়োপ্রাপ্তদেরকে আগামী বার মাস বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রিন্সটন ইউনিভার্সিটির শিক্ষা পদ্ধতির আদলে এ প্রশিক্ষণ কার্যক্রম তৈরি করা হয়েছে। এ ফলে তারা হাতেনাতে ব্যাংকিংয়ের কাজ করার সময় ৭০%, কোচ, মেন্টর ও বাডি এর রিলেশনশিপের মাধ্যমে ২০% এবং ১০% শ্রেণিকক্ষে প্রশিক্ষণের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করবেন। এক বছরের প্রশিক্ষণের পর তাদের পছন্দ, কর্মদক্ষতা ও ব্যবসায়িক প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে বিভিন্ন ডিভিশনে স্থায়ীভাবে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হবে।
২০২২ সালের ১ ফেব্রুয়ারি ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন এর নেতৃত্বে ব্র্যাক ব্যাংক পরিবার এই মেধাবী কর্মকর্তাদের অভ্যর্থনা জানায়।
এ নিয়োগ সম্পর্কে ব্র্যাক ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন বলেন, ‘গত কয়েক বছরে ব্র্যাক ব্যাংক লক্ষণীয় ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করেছে। সুশাসন, স্বচ্ছতা, নৈতিকতা ও নিয়মানুবর্তিতায় দৃষ্টান্ত স্থাপন করেছে। করপোরেট সুশাসন, ব্র্যান্ড ভ্যালু ও কর্মকর্তাবান্ধব পরিবেশের কারণে চাকরিদাতা প্রতিষ্ঠান হিসেবে দেশের তরুণ সম্প্রদায়ের প্রথম পছন্দ হিসেবে আবির্ভূত হয়েছে ব্র্যাক ব্যাংক।’
সেলিম আর. এফ. হোসেন আরও বলেন, ‘কর্মকর্তারাই আমাদের প্রধান সম্পদ। তাই আমরা প্রতিভাবানদের নিয়োগ করি এবং মানবসম্পদ উন্নয়নে পর্যাপ্ত বিনিয়োগ করি। প্রতিষ্ঠানের উচ্চাভিলাষী প্রবৃদ্ধির অর্জনের জন্য নতুন কর্মকর্তাদের নতুন দৃষ্টান্ত, আইডিয়া ও কর্ম উদ্দীপনা প্রয়োজন। কর্মকর্তাদের জন্য আমরা সহায়ক কর্মপরিবেশ তৈরি করি যাতে তারা শিখতে পারেন, অভিজ্ঞতা অর্জন করতে পারেন, কাজ উপভোগ করতে পারে এবং প্রতিষ্ঠানের অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে। ইয়ং লিডারস প্রোগ্রামটি এমনভাবে সাজানো হয়েছে যাতে এই ৮০ জন কর্মকর্তা তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ পান। ব্র্যাক ব্যাংক এ উপভোগ্য আগামীর পথচলায় তাদের স্বাগত জানাই।’
ব্র্যাক ব্যাংক এর বিশেষ রিক্রুটমেন্ট কার্যক্রম-ইয়ং লিডারস প্রোগ্রামের-আওতায় রেকর্ড সংখ্যক সদ্য পাশ করা গ্র্যাজুয়েট নিয়োগ করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে ব্র্যাক ব্যাংক লিমিটেডের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকের ব্যবসায়িক সম্প্রসারণে সহায়তা প্রদানের লক্ষ্যে একসঙ্গে ৮০ জন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আগামী চার বছরে ব্যবসা দ্বিগুণ করার পরিকল্পনা গ্রহণ করেছে ব্র্যাক ব্যাংক। এ সম্প্রসারণ পরিকল্পনাকে এগিয়ে নিতে মানবসম্পদ ও প্রযুক্তিতে বড় ধরনের বিনিয়োগ করছে ব্যাংকটি।
মহামারির প্রভাবে অনেক প্রতিষ্ঠান যখন ছাঁটাই ও বেতন হ্রাস করছে, তখন ব্র্যাক ব্যাংক একসঙ্গে এই বিপুলসংখ্যক সদ্য পাশ করা গ্র্যাজুয়েটদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে। দেশব্যাপী বিস্তৃতি ও ব্যবসায়িক পরিধি বাড়াতে ব্র্যাক ব্যাংক ২০২২ সালে দুই হাজার নতুন কর্মকর্তা নিয়োগ করবে। এই নতুন নিয়োগের এ ঘোষণাটি দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা গ্র্যাজুয়েটদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করেছে। ব্র্যাক ব্যাংক এ অফিসার থেকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার গ্রেডের কর্মকর্তাদের বেতন একবারে ৫০% পর্যন্ত বৃদ্ধির সাম্প্রতিক উদ্যোগ চাকরিপ্রার্থীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে।
৭ হাজার ৮০০ জন ফুল-টাইম কর্মকর্তা নিয়ে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতের অন্যতম শীর্ষ কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠান এবং প্রতিভাময় কর্মকর্তাদের অন্যতম নিয়োগদাতা।
ধারাবাহিক কয়েকটি বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ইয়ং লিডারসদের নিয়োগ করা হয়েছে। এর মধ্যে ছিল পেশাজীবীদের তত্ত্বাবধানে সাইকোমেটিক্স, পারসোনালিটি প্রোফাইলিং এবং দুই ধাপে সাক্ষাৎকার গ্রহণ। এই নিয়োগ কার্যক্রমের পূর্বে গ্র্যাজুয়েটদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ক্যারিয়ার টকের আয়োজন করা হয়।
নির্দিষ্ট কর্মস্থলে স্থায়ীভাবে দায়িত্ব অর্পণের পূর্বে নতুন নিয়োপ্রাপ্তদেরকে আগামী বার মাস বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রিন্সটন ইউনিভার্সিটির শিক্ষা পদ্ধতির আদলে এ প্রশিক্ষণ কার্যক্রম তৈরি করা হয়েছে। এ ফলে তারা হাতেনাতে ব্যাংকিংয়ের কাজ করার সময় ৭০%, কোচ, মেন্টর ও বাডি এর রিলেশনশিপের মাধ্যমে ২০% এবং ১০% শ্রেণিকক্ষে প্রশিক্ষণের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করবেন। এক বছরের প্রশিক্ষণের পর তাদের পছন্দ, কর্মদক্ষতা ও ব্যবসায়িক প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে বিভিন্ন ডিভিশনে স্থায়ীভাবে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হবে।
২০২২ সালের ১ ফেব্রুয়ারি ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন এর নেতৃত্বে ব্র্যাক ব্যাংক পরিবার এই মেধাবী কর্মকর্তাদের অভ্যর্থনা জানায়।
এ নিয়োগ সম্পর্কে ব্র্যাক ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন বলেন, ‘গত কয়েক বছরে ব্র্যাক ব্যাংক লক্ষণীয় ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করেছে। সুশাসন, স্বচ্ছতা, নৈতিকতা ও নিয়মানুবর্তিতায় দৃষ্টান্ত স্থাপন করেছে। করপোরেট সুশাসন, ব্র্যান্ড ভ্যালু ও কর্মকর্তাবান্ধব পরিবেশের কারণে চাকরিদাতা প্রতিষ্ঠান হিসেবে দেশের তরুণ সম্প্রদায়ের প্রথম পছন্দ হিসেবে আবির্ভূত হয়েছে ব্র্যাক ব্যাংক।’
সেলিম আর. এফ. হোসেন আরও বলেন, ‘কর্মকর্তারাই আমাদের প্রধান সম্পদ। তাই আমরা প্রতিভাবানদের নিয়োগ করি এবং মানবসম্পদ উন্নয়নে পর্যাপ্ত বিনিয়োগ করি। প্রতিষ্ঠানের উচ্চাভিলাষী প্রবৃদ্ধির অর্জনের জন্য নতুন কর্মকর্তাদের নতুন দৃষ্টান্ত, আইডিয়া ও কর্ম উদ্দীপনা প্রয়োজন। কর্মকর্তাদের জন্য আমরা সহায়ক কর্মপরিবেশ তৈরি করি যাতে তারা শিখতে পারেন, অভিজ্ঞতা অর্জন করতে পারেন, কাজ উপভোগ করতে পারে এবং প্রতিষ্ঠানের অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে। ইয়ং লিডারস প্রোগ্রামটি এমনভাবে সাজানো হয়েছে যাতে এই ৮০ জন কর্মকর্তা তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ পান। ব্র্যাক ব্যাংক এ উপভোগ্য আগামীর পথচলায় তাদের স্বাগত জানাই।’
করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে সাউথইস্ট ব্যাংক পিএলসি কৃষি খাতের উৎপাদন বৃদ্ধি, কৃষি যন্ত্রপাতি ক্রয় ও কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য কৃষকদের আর্থিক সহায়তা দিয়েছে।
৭ ঘণ্টা আগেএসবিএসি ব্যাংক পিএলসি মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছেন। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটে এই কর্মশালা হয়।
৭ ঘণ্টা আগে‘প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি’ ক্যাম্পেইনের অংশ হিসেবে খুলনা কলেজিয়েট গার্লস স্কুল এবং কেসিসি উইমেন্স কলেজে দুটি কম্পিউটার ও শিক্ষাসামগ্রী দিয়েছে আইএফআইসি ব্যাংক পিএলসি।
৮ ঘণ্টা আগেডেস্কটপ কম্পিউটারে বিশাল মূল্যহ্রাস করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানের এএমডি রাইজেন প্রসেসর সমৃদ্ধ এভিয়ান সিরিজের ডেস্কটপে এই আকর্ষণীয় মূল্যহ্রাস করা হয়েছে। এর আওতায় এভিয়ান ডব্লিউডিপিসি ৩৪০ জি ১৩ মডেলে
৯ ঘণ্টা আগে