বিজ্ঞপ্তি
বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদকে আগামী বাংলাদেশের উপযোগী করে গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসক এবং তাঁর দল। বর্তমানে নবগঠিত ব্যবস্থাপনা পর্ষদ এবং প্রশাসক দলের সরাসরি তত্ত্বাবধানে নগদ পরিচালিত হচ্ছে। ফলে নগদের বর্তমান লেনদেন সর্বোচ্চ নিরাপদ। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট প্রতিটি নীতিমালা এবং বিধিবিধান মেনেই নগদ পরিচালিত হচ্ছে। একই সঙ্গে নগদের পূর্বপর সব বিষয়ে তদন্ত হচ্ছে যা প্রতিষ্ঠানটিকে পরিশুদ্ধ করে গড়ে তুলতে সহায়তা করবে।
নগদের সাড়ে নয় কোটি গ্রাহকের আস্থাকে পুঁজি করে নগদ বাংলাদেশের বিশাল সংখ্যক গ্রাহকের পছন্দের একটি আর্থিক প্রতিষ্ঠান এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। নগদের এই সেবাকে আরও উন্নত এবং আন্তর্জাতিক মানের করতে চায় বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক। সে লক্ষ্যেই কাজ করছেন নগদে নিযুক্ত প্রশাসক এবং তাঁর বিভিন্ন সহকর্মীরা।
অতীতে নগদের কিছু অর্থনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে সম্প্রতি বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে। এ বিষয়ে নগদ কর্তৃপক্ষ মনে করে, আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন সংক্রান্ত স্বচ্ছতা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি একটি বিষয়। আর সেটিই করে যাওয়ার চেষ্টা করছে বর্তমান প্রশাসক এবং তাঁর দল। একই সঙ্গে তারা গ্রাহকদের উদ্বিগ্ন না হয়ে নিশ্চিন্তে নগদে লেনদেন করার জন্য অনুরোধ করেন।
অতীতে কী ঘটেছে সেটি যথাযথ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। আর তার ওপর ভিত্তি করেই পরিশুদ্ধ নগদ গড়ে উঠবে। নগদ এখন বাংলাদেশ ব্যাংকের সরাসরি তদারকিতে আছে। বাংলাদেশ ডাক বিভাগের একটি প্রতিষ্ঠান হিসেবে এখানে গ্রাহকের প্রতিটি টাকা নিরাপদ। ফলে নগদে লেনদেন করায় বা নগদের সঙ্গে থাকায় কোনো সংকোচের কিছু নেই। আগে যাই হয়ে থাকুক, নগদ এখন আরও উন্নত সেবা এবং অধিকতর নিশ্চয়তা নিয়ে এগিয়ে যাচ্ছে।
গত কয়েক মাসে প্রতিদিন বিপুলসংখ্যক গ্রাহক নগদের সঙ্গে যুক্ত হচ্ছে। নগদের দৈনিক লেনদেন এখন আগের যেকোনো সময়কে ছাড়িয়ে গেছে। ফলে নগদ এখন গ্রাহকের আরও পছন্দের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, নগদ কেবল বাংলাদেশের সেরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হবে না, এটি বিশ্বমানের একটি আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হবে। বিশ্বসেরা প্রযুক্তি ও সেবা দিয়ে নগদকে সাজানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আর সেই লক্ষ্যেই নগদ নিয়ে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক।
বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদকে আগামী বাংলাদেশের উপযোগী করে গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসক এবং তাঁর দল। বর্তমানে নবগঠিত ব্যবস্থাপনা পর্ষদ এবং প্রশাসক দলের সরাসরি তত্ত্বাবধানে নগদ পরিচালিত হচ্ছে। ফলে নগদের বর্তমান লেনদেন সর্বোচ্চ নিরাপদ। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট প্রতিটি নীতিমালা এবং বিধিবিধান মেনেই নগদ পরিচালিত হচ্ছে। একই সঙ্গে নগদের পূর্বপর সব বিষয়ে তদন্ত হচ্ছে যা প্রতিষ্ঠানটিকে পরিশুদ্ধ করে গড়ে তুলতে সহায়তা করবে।
নগদের সাড়ে নয় কোটি গ্রাহকের আস্থাকে পুঁজি করে নগদ বাংলাদেশের বিশাল সংখ্যক গ্রাহকের পছন্দের একটি আর্থিক প্রতিষ্ঠান এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। নগদের এই সেবাকে আরও উন্নত এবং আন্তর্জাতিক মানের করতে চায় বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক। সে লক্ষ্যেই কাজ করছেন নগদে নিযুক্ত প্রশাসক এবং তাঁর বিভিন্ন সহকর্মীরা।
অতীতে নগদের কিছু অর্থনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে সম্প্রতি বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে। এ বিষয়ে নগদ কর্তৃপক্ষ মনে করে, আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন সংক্রান্ত স্বচ্ছতা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি একটি বিষয়। আর সেটিই করে যাওয়ার চেষ্টা করছে বর্তমান প্রশাসক এবং তাঁর দল। একই সঙ্গে তারা গ্রাহকদের উদ্বিগ্ন না হয়ে নিশ্চিন্তে নগদে লেনদেন করার জন্য অনুরোধ করেন।
অতীতে কী ঘটেছে সেটি যথাযথ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। আর তার ওপর ভিত্তি করেই পরিশুদ্ধ নগদ গড়ে উঠবে। নগদ এখন বাংলাদেশ ব্যাংকের সরাসরি তদারকিতে আছে। বাংলাদেশ ডাক বিভাগের একটি প্রতিষ্ঠান হিসেবে এখানে গ্রাহকের প্রতিটি টাকা নিরাপদ। ফলে নগদে লেনদেন করায় বা নগদের সঙ্গে থাকায় কোনো সংকোচের কিছু নেই। আগে যাই হয়ে থাকুক, নগদ এখন আরও উন্নত সেবা এবং অধিকতর নিশ্চয়তা নিয়ে এগিয়ে যাচ্ছে।
গত কয়েক মাসে প্রতিদিন বিপুলসংখ্যক গ্রাহক নগদের সঙ্গে যুক্ত হচ্ছে। নগদের দৈনিক লেনদেন এখন আগের যেকোনো সময়কে ছাড়িয়ে গেছে। ফলে নগদ এখন গ্রাহকের আরও পছন্দের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, নগদ কেবল বাংলাদেশের সেরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হবে না, এটি বিশ্বমানের একটি আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হবে। বিশ্বসেরা প্রযুক্তি ও সেবা দিয়ে নগদকে সাজানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আর সেই লক্ষ্যেই নগদ নিয়ে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক।
ইউক্রেনকে আরও ১ দশমিক ১ বিলিয়ন ডলার অর্থছাড়ের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। চলমান ঋণ কর্মসূচির আওতায় দেশটির বাজেট সহায়তার অংশ হিসেবে এ ঋণ অনুমোদন দেওয়া হয়।
১৭ মিনিট আগেআতিথেয়তা ও বিনোদনের জন্য প্রসিদ্ধ হোটেল সারিনা ঢাকা। আগামী ২৫ ডিসেম্বর এই হোটেলে ক্রিসমাস কিডস কার্নিভ্যালের আয়োজন করা হয়েছে। ওই দিন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আনন্দ ও উৎসবের পরিবেশে পরিণত হবে। হোটেলে শিশু ও তাদের পরিবার আনন্দঘন দিন উপভোগ করতে পারবে।
২৯ মিনিট আগেন্যাশনাল ব্যাংক লিমিটেডের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন (ঢাকা) অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার রাজধানীর বাংলামোটরের এঙ্কর টাওয়ারে। দিনব্যাপী এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
৩৪ মিনিট আগেফর্মুলেটেড ফাংশনাল ফুডের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আমেরিকান মার্কেট তথা বিশ্ব বাজারে বাংলাদেশের উপস্থিতি সগৌরবে ঘোষণা করছে অরগানিক নিউট্রিশন লিমিটেড (ওএনএল)। সম্প্রতি যুক্তরাষ্ট্রে সফল রপ্তানির মাধ্যমে ইউনাইটেড স্টেটস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (ইউএসএফডিএ) অনুমোদন প্রাপ্ত এসব পণ্য এখন
৩৬ মিনিট আগে