স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান হলেন আবদুল আলীম

বিজ্ঞপ্তি  
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ২১: ১৬
Thumbnail image
স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান হলেন আবদুল আলীম। ছবি: সংগৃহীত

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ কে এম আব্দুল আলীম। গত রোববার ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪০৪ তম সভায় সর্বসম্মতিক্রমে তিনি এই পদে নির্বাচিত হন। এ ছাড়া তিনি ব্যাংকের অডিট কমিটির সদস্য ও শরিয়া সুপারভাইজরি কমিটির পর্যবেক্ষক।

বিশিষ্ট তরুণ উদ্যোক্তা আলীম স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ও বর্তমান চেয়ারম্যান এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ আবদুল আজিজের একমাত্র ছেলে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং আন্তর্জাতিক ব্যবসায় দক্ষ, বৈশ্বিক অর্থনীতি বিষয়ে বিশেষ উৎসাহী আলীম দেশের স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুল স্কলাস্টিকা থেকে ‘ও’ এবং ‘এ’ লেভেল পাশ করার পর নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা থেকে বিবিএ ও পরবর্তীতে যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটি থেকে এমবিএ করেন।

বর্তমানে আলীম স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড ও স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইউএসএের পরিচালক, ম্যাস করপোরেশনের প্রোপ্রাইটর, মিডল্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের পরিচালক এবং গ্লোবাল লেদার ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও। সমাজসেবী আলীম গুলশান সোসাইটির আজীবন সদস্য, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের সদস্য, গুলশান নর্থ ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা দাতা সদস্য এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একজন সম্মানিত সদস্য।

আলীম ভ্রমণ ও কাজের প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, চীন, হংকং, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত, নেপালসহ আরও অনেক দেশে ভ্রমণ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমালোচকদের ধুয়ে দিলেন রোহিত

আজহারীর মাহফিলে অসংখ্য মানুষের স্বর্ণালংকার-মোবাইল খোয়া, থানায় জিডির হিড়িক

মানিকগঞ্জে বিএনপি নেতার বাড়ি ভাঙচুর মামলায় গ্রেপ্তার আসামির ঢামেকে মৃত্যু

টিউলিপকে লন্ডনের ফ্ল্যাটদাতা কে এই মোতালিফ, কীভাবে তিনি হাসিনা-ঘনিষ্ঠ

টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে লন্ডনে ফ্ল্যাট দেন আ.লীগ সরকার-ঘনিষ্ঠ ব্যবসায়ী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত