এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

অনলাইন ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২১, ১৬: ৪৭

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী গৃহীত বিভিন্ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে এনসিসি ব্যাংক। ঢাকার পূর্বাচল ক্লাব লিমিটেড প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির, পূর্বাচল ক্লাবের নির্বাহী সদস্য (প্রশাসন) সৈয়দা ফেরদৌস আলম নীলা এবং নির্বাহী সদস্য (ট্রেজারার) শাহ্ আলমসহ এনসিসি ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 

এ ছাড়াও প্রধান কার্যালয় এবং সকল শাখা ও উপশাখায় জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যানার প্রদর্শনসহ শাখা পর্যায়ে গ্রাহকদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে গৃহীত অন্যান্য কর্মসূচির আওতায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর ভার্চুয়াল সভা আয়োজন করা হয়। এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এবং শাখার ব্যবস্থাপকের অংশ গ্রহণে। 

ব্যাংকের ওয়েব সাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ডিজিটাল বিজ্ঞাপন প্রদর্শিত হয়। এ ছাড়া ব্যাংকের সম্মানিত গ্রাহকবৃন্দদের বৃক্ষরোপণ কার্যক্রমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মোবাইল ফোনে ক্ষুদে বার্তা প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত