নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী ২০২২ সালে তফসিলি ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। তালিকা অনুযায়ী আগামী বছর দেশের তফসিলি ব্যাংকগুলোতে সাপ্তাহিক ছুটি বাদে ২৩ দিন ছুটি থাকবে। তবে এর মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটির দিন পড়ায় ব্যাংক বন্ধ থাকবে প্রকৃতপক্ষে ১৬ দিন। তবে এসব ছুটির মধ্যে অনলাইন ব্যাংকিং ও এটিএম সেবা চালু থাকবে।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্দেশনা জারি করে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২২ সালে উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে মোট ২১ দিন সরকারি ছুটি থাকবে। এছাড়া ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ব্যাংকগুলোতে লেনদেন বন্ধ থাকবে। আর সব মিলিয়ে ব্যাংকগুলোতে ছুটি থাকবে ২৩ দিন।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস, ১৯ মার্চ (শনিবার) শবে-বরাত, ২৬ মার্চ (শনিবার) স্বাধীনতা দিবস, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ২৯ এপ্রিল (শুক্রবার) শবে কদর, ১ মে শ্রমিক দিবস, ২, ৩ ও ৪ মে ঈদুল ফিতর, ১৫ মে বুদ্ধ পূর্ণিমা, ১ জুলাই (শুক্রবার) ব্যাংক হলিডে থাকবে।
এ ছাড়া ৯ (শনিবার), ১০ ও ১১ জুলাই ঈদুল আজহা, ৯ আগস্ট আশুরা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৮ আগস্ট জন্মাষ্টমী, ৫ অক্টোবর দুর্গাপূজা, ৯ অক্টোবর ঈদ-ই-মিলাদুন্নবী, ১৬ ডিসেম্বর (শুক্রবার) বিজয় দিবস, ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর (শনিবার) ব্যাংক হলিডে উপলক্ষে সব ব্যাংকে ছুটি থাকবে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, ধর্মীয় বিভিন্ন দিবস উপলক্ষে ছুটির তারিখ নির্ধারণ করে দেওয়া হলেও বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় পরিবর্তন হতে পারে।
আগামী ২০২২ সালে তফসিলি ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। তালিকা অনুযায়ী আগামী বছর দেশের তফসিলি ব্যাংকগুলোতে সাপ্তাহিক ছুটি বাদে ২৩ দিন ছুটি থাকবে। তবে এর মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটির দিন পড়ায় ব্যাংক বন্ধ থাকবে প্রকৃতপক্ষে ১৬ দিন। তবে এসব ছুটির মধ্যে অনলাইন ব্যাংকিং ও এটিএম সেবা চালু থাকবে।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্দেশনা জারি করে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২২ সালে উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে মোট ২১ দিন সরকারি ছুটি থাকবে। এছাড়া ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ব্যাংকগুলোতে লেনদেন বন্ধ থাকবে। আর সব মিলিয়ে ব্যাংকগুলোতে ছুটি থাকবে ২৩ দিন।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস, ১৯ মার্চ (শনিবার) শবে-বরাত, ২৬ মার্চ (শনিবার) স্বাধীনতা দিবস, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ২৯ এপ্রিল (শুক্রবার) শবে কদর, ১ মে শ্রমিক দিবস, ২, ৩ ও ৪ মে ঈদুল ফিতর, ১৫ মে বুদ্ধ পূর্ণিমা, ১ জুলাই (শুক্রবার) ব্যাংক হলিডে থাকবে।
এ ছাড়া ৯ (শনিবার), ১০ ও ১১ জুলাই ঈদুল আজহা, ৯ আগস্ট আশুরা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৮ আগস্ট জন্মাষ্টমী, ৫ অক্টোবর দুর্গাপূজা, ৯ অক্টোবর ঈদ-ই-মিলাদুন্নবী, ১৬ ডিসেম্বর (শুক্রবার) বিজয় দিবস, ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর (শনিবার) ব্যাংক হলিডে উপলক্ষে সব ব্যাংকে ছুটি থাকবে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, ধর্মীয় বিভিন্ন দিবস উপলক্ষে ছুটির তারিখ নির্ধারণ করে দেওয়া হলেও বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় পরিবর্তন হতে পারে।
করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে সাউথইস্ট ব্যাংক পিএলসি কৃষি খাতের উৎপাদন বৃদ্ধি, কৃষি যন্ত্রপাতি ক্রয় ও কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য কৃষকদের আর্থিক সহায়তা দিয়েছে।
১১ ঘণ্টা আগেএসবিএসি ব্যাংক পিএলসি মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছেন। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটে এই কর্মশালা হয়।
১১ ঘণ্টা আগে‘প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি’ ক্যাম্পেইনের অংশ হিসেবে খুলনা কলেজিয়েট গার্লস স্কুল এবং কেসিসি উইমেন্স কলেজে দুটি কম্পিউটার ও শিক্ষাসামগ্রী দিয়েছে আইএফআইসি ব্যাংক পিএলসি।
১২ ঘণ্টা আগেডেস্কটপ কম্পিউটারে বিশাল মূল্যহ্রাস করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানের এএমডি রাইজেন প্রসেসর সমৃদ্ধ এভিয়ান সিরিজের ডেস্কটপে এই আকর্ষণীয় মূল্যহ্রাস করা হয়েছে। এর আওতায় এভিয়ান ডব্লিউডিপিসি ৩৪০ জি ১৩ মডেলে
১৩ ঘণ্টা আগে