আগর-আতর উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সুবিধা সহজ করল ব্র্যাক ব্যাংক

বিজ্ঞপ্তি  
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৬: ১৩
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৬: ২৪
Thumbnail image
আগর-আঁতর উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সুবিধা সহজ করল ব্র্যাক ব্যাংক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় মৌলভীবাজারে আগর-আতর সেক্টরের উদ্যোক্তাদের জন্য কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। কর্মশালাটি জামানতবিহীন অর্থায়ন সুবিধা ও গ্রাহক সম্পৃক্ততার মাধ্যমে উদ্যোক্তাদের ক্ষমতায়ন, সচেতনতা বৃদ্ধি এবং সুগন্ধি প্রস্তুতকারকদের মধ্যে পণ্য বৈচিত্র্যের প্রসারের লক্ষ্যে আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের সিএমএসএমই ক্লাস্টার ফাইনান্সিং উদ্যোগের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক এই জনসচেতনতামূলক কর্মসূচিটির আয়োজন করেছে। একটি এসএমই-কেন্দ্রিক ব্যাংক হিসাবে ব্র্যাক ব্যাংক মৌলভীবাজারের আগর-আতর ক্লাস্টারের এসএমই উদ্যোক্তাদের কম সুদে জামানতবিহীন ঋণ দিয়ে থাকে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় গত ১৭ নভেম্বর মৌলভীবাজারের বড়লেখার একটি স্থানীয় হোটেলে ব্র্যাক ব্যাংক এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের একই বিভাগের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ নাজমুল হক এবং এসএমই ফাউন্ডেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার সুমন চন্দ্র সাহা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিলেট রিজিওনের রিজওনাল হেড রেজাউর রহমান এবং বাংলাদেশ আগর অ্যান্ড আতর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. আনসারুল হকসহ এই সম্ভাবনাময়ী খাতের উদ্যোক্তারা।

আগর কাঠ থেকে তৈরি মৌলভীবাজারের এই ঐতিহ্যবাহী সুগন্ধিশিল্প স্থানীয় জনগোষ্ঠীর আর্থিক উন্নয়নে উল্লেখযোগ্যভাবে অবদান রাখার পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সুগন্ধি রপ্তানির মাধ্যমে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্মশালায় এই সেক্টরের উদ্যোক্তারা তাঁদের ব্যবসায়িক সমৃদ্ধি এবং সহজ অর্থায়ন সুবিধা পাওয়ার বিভিন্ন কৌশল শেখার সুযোগ পেয়েছিলেন।

সহজলভ্য অর্থায়ন সুবিধা দেশব্যাপী বিভিন্ন সিএমএসএমই ক্লাস্টারের উন্নয়নে সাহায্য করে। সরকারি সংস্থা, উদ্যোক্তা এবং ব্যাংকগুলোর সমন্বিত উদ্যোগ এই ক্লাস্টারগুলোকে উন্নত করবে, যা দেশের উৎপাদন খাত এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত