বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ইসলামিক উইংয়ের ১ম শরিআহ্ সুপারভাইজরি সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ঢাকা
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২১, ১৬: ৩৪
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৬: ৫১

বাংলাদেশ ফাইন্যান্স ইসলামিক উইং গঠিত শরিআহ্ সুপারভাইজরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে রাজধানীর দিলকুশায় বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠিত হয়।

শরিআহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান হিসেবে ড. মো. গিয়াসউদ্দিন তালুকদারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন শরিআহ্ সুপারভাইজরি কমিটির সদস্য মো. আবদুল আউয়াল সরকার, ড. জুবায়ের মো. এহসানুল হক, ড. মো. রুহুল আমীন রাব্বানী, বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ, হেড অব ইসলামিক ফাইন্যান্সিং (চলতি দায়িত্বে) মোহাম্মদ জহির উদ্দন, ইসলামীক উইংয়ের হেড অব প্রোডাক্ট ও সদস্যসচিব মো. আবু ইউসুফ।

সভায় বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ শরিআহ্ সুপারভাইজরি কমিটিকে প্রাতিষ্ঠানিক কাঠামো ও সেবা সম্পর্কে সম্যক ধারণা দেন এবং বাংলাদেশ ফাইন্যান্সের করপোরেট গভর্নেন্স সম্পর্কে অবহিত করেন। সদস্যসচিব মো. আবু ইউসুফ শরিআহ্ প্রডাক্টস প্রসেস এবং গাইডলাইনস বিষয়ক প্রেজেন্টেশন দেন। শরিআহ্ কমিটি বাংলাদেশ ফাইন্যান্স ইসলামিক উইং এর সার্বিক কার্যক্রমের ওপর সন্তোষ প্রকাশ করেন এবং এর উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি প্রত্যাশা করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত