এয়ারলাইন ও শিপিং ইন্ডাস্ট্রির সঙ্গে পার্টনারশিপ উদ্‌যাপন করেছে ব্র্যাক ব্যাংক

বিজ্ঞপ্তি
আপডেট : ২১ মে ২০২৪, ১৬: ০৬
Thumbnail image

এয়ারলাইন এবং শিপিং ইন্ডাস্ট্রির গ্রাহকদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক উদ্‌যাপনের লক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। ‘ইউ ফ্লাই, ইউ সেল-ব্র্যাক ব্যাংক পাওয়ারস টু প্রিভেইল’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানটি এই খাতগুলোর সাফল্য ও সমৃদ্ধি উদ্‌যাপন করেছে, যা বর্তমান আন্তর্জাতিক বাণিজ্যের যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত। 

 ৯ মে রাজধানীর একটি স্থানীয় হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে গ্রাহকদের অভ্যর্থনা জানান ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান। এ সময় ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন হেড অব ট্রানজেকশন ব্যাংকিং এ কে এম ফয়সাল হালিম। 

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান বলেন, “দক্ষ জনবল এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা এখন বিখ্যাত এয়ারলাইন্স এবং শিপিং কোম্পানিসহ অন্যান্য অসংখ্য করপোরেট গ্রাহকদের ব্যাংকিং প্রয়োজন পূরণ করতে পারছি। ” 

তিনি আরও বলেন, ‘আমরা শুধু সেবার উন্নয়নেই নয়, উদ্ভাবনেও প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের গ্রাহকদের সর্বোৎকৃষ্ট ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে তাঁদের ব্যবসায়ের উন্নতিতেও অবদান রাখতে চাই। আমরা সর্বাধুনিক ডিজিটাল ব্যাংকিং সলিউশনগুলোতে আমাদের বিনিয়োগ অব্যাহত রাখব। এভাবে আমরা এয়ারলাইন্স এবং শিপিং ইন্ডাস্ট্রির গ্রাহকদের নিরবচ্ছিন্ন এবং স্মার্ট ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে এই শিল্পগুলোর ভবিষ্যৎ প্রসারে তাদের সঙ্গে একযোগে কাজ করে যাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত