নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি গাড়ি বিক্রির জন্য নিলাম বিজ্ঞপ্তি দিয়েছে হাইকোর্ট নিয়োজিত পরিচালনা পর্ষদ। আজ বৃহস্পতিবার বিভিন্ন জাতীয় দৈনিকে খোলা নিলামের মাধ্যমে গাড়ি বিক্রির এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ইভ্যালির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব (অব.) মাহবুব কবীর মিলনও বিষয়টি নিশ্চিত করেছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘সাতটি গাড়ি নিলামে তোলা হচ্ছে। বিজ্ঞপ্তিও হয়ে গেছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নিলাম করা হচ্ছে।’
নিলাম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইভ্যালি ডটকম লিমিটেডের নামে রেজিস্ট্রেশন করা সাতটি চালু গাড়ি রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন ও ফিটনেস (যে অবস্থায় আছে) ভিত্তিতে খোলা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রেঞ্জ রোভারসহ সাতটি গাড়ির সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার টাকা। গাড়ি কিনতে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ইভ্যালি অফিস থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ ৫ হাজার টাকা (এর মধ্যে ফেরতযোগ্য ৪ হাজার ৫০০) পরিশোধ করে নিলাম কার্ড সংগ্রহ করতে হবে। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি (শনিবার ও রোববার) সড়ক নং-১১, বারিধারা ‘জে’ ব্লক, বিচারপতির বাড়ি (সাউথ পয়েন্ট স্কুলের পাশে)—এ ঠিকানায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গাড়িগুলো প্রদর্শনের জন্য রাখা হবে। অভিজ্ঞ এবং প্রতিষ্ঠিত নিলাম প্রতিষ্ঠান দিয়ে নিলামকার্য পরিচালিত হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে গাড়ি নিলামে তোলার বিজ্ঞপ্তিতে অসন্তোষ প্রকাশ করছেন ইভ্যালির গ্রাহকদের একাংশ।
প্রতিষ্ঠানটির গ্রাহক আবিদ খান বলেন, ‘ইভ্যালির দেনা পাওনা নিরূপণ না করেই সম্পদ বিক্রি করছে বর্তমান পরিচালনা পর্ষদ। তাঁদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, ইভ্যালিকে এগিয়ে নিয়ে গ্রাহকদের পাওনা পরিশোধের বদলে তাঁরা অবসায়নের দিকে এগোচ্ছেন। এটা কোনোভাবেই কাম্য নয়।’
এ বিষয়ে ইভ্যালি মার্চেন্ট অ্যান্ড কাস্টমার কো-অর্ডিনেশন কমিটির সহসমন্বয়ক সাকিব হাসান বলেন, ‘আমরা গাড়ি নিলামে তোলার প্রতিবাদ জানাচ্ছি। বর্তমান পরিচালনা পর্ষদ ইভ্যালির গ্রাহকদের জন্য কিছুই করেনি। গাড়ি বিক্রি করলে গ্রাহকেরা কী পাবে? গ্রাহকদের তো কোনো লাভ হবে না। আমরা এই পরিচালনা পর্ষদের অপসারণ চাই।’
আর ইভ্যালির আইনি দলের সমন্বয়ক ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর নিঝুম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘গাড়ি বিক্রির বিষয়টি নিয়ে গ্রাহকেরা অসন্তুষ্ট। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কয়েকজন গ্রাহক আদালতে যাবেন বলেও আমাকে জানিয়েছেন।’
প্রতারণাসহ নানা অভিযোগে গত বছরের ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তার হন ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিন। এর পর থেকে তাঁরা কারাগারেই আছেন। হাইকোর্টের নির্দেশে বর্তমানে ইভ্যালির পরিচালনার দায়িত্বে আছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ।
ই-কমার্স সম্পর্কিত আরও পড়ুন:
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি গাড়ি বিক্রির জন্য নিলাম বিজ্ঞপ্তি দিয়েছে হাইকোর্ট নিয়োজিত পরিচালনা পর্ষদ। আজ বৃহস্পতিবার বিভিন্ন জাতীয় দৈনিকে খোলা নিলামের মাধ্যমে গাড়ি বিক্রির এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ইভ্যালির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব (অব.) মাহবুব কবীর মিলনও বিষয়টি নিশ্চিত করেছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘সাতটি গাড়ি নিলামে তোলা হচ্ছে। বিজ্ঞপ্তিও হয়ে গেছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নিলাম করা হচ্ছে।’
নিলাম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইভ্যালি ডটকম লিমিটেডের নামে রেজিস্ট্রেশন করা সাতটি চালু গাড়ি রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন ও ফিটনেস (যে অবস্থায় আছে) ভিত্তিতে খোলা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রেঞ্জ রোভারসহ সাতটি গাড়ির সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার টাকা। গাড়ি কিনতে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ইভ্যালি অফিস থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ ৫ হাজার টাকা (এর মধ্যে ফেরতযোগ্য ৪ হাজার ৫০০) পরিশোধ করে নিলাম কার্ড সংগ্রহ করতে হবে। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি (শনিবার ও রোববার) সড়ক নং-১১, বারিধারা ‘জে’ ব্লক, বিচারপতির বাড়ি (সাউথ পয়েন্ট স্কুলের পাশে)—এ ঠিকানায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গাড়িগুলো প্রদর্শনের জন্য রাখা হবে। অভিজ্ঞ এবং প্রতিষ্ঠিত নিলাম প্রতিষ্ঠান দিয়ে নিলামকার্য পরিচালিত হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে গাড়ি নিলামে তোলার বিজ্ঞপ্তিতে অসন্তোষ প্রকাশ করছেন ইভ্যালির গ্রাহকদের একাংশ।
প্রতিষ্ঠানটির গ্রাহক আবিদ খান বলেন, ‘ইভ্যালির দেনা পাওনা নিরূপণ না করেই সম্পদ বিক্রি করছে বর্তমান পরিচালনা পর্ষদ। তাঁদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, ইভ্যালিকে এগিয়ে নিয়ে গ্রাহকদের পাওনা পরিশোধের বদলে তাঁরা অবসায়নের দিকে এগোচ্ছেন। এটা কোনোভাবেই কাম্য নয়।’
এ বিষয়ে ইভ্যালি মার্চেন্ট অ্যান্ড কাস্টমার কো-অর্ডিনেশন কমিটির সহসমন্বয়ক সাকিব হাসান বলেন, ‘আমরা গাড়ি নিলামে তোলার প্রতিবাদ জানাচ্ছি। বর্তমান পরিচালনা পর্ষদ ইভ্যালির গ্রাহকদের জন্য কিছুই করেনি। গাড়ি বিক্রি করলে গ্রাহকেরা কী পাবে? গ্রাহকদের তো কোনো লাভ হবে না। আমরা এই পরিচালনা পর্ষদের অপসারণ চাই।’
আর ইভ্যালির আইনি দলের সমন্বয়ক ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর নিঝুম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘গাড়ি বিক্রির বিষয়টি নিয়ে গ্রাহকেরা অসন্তুষ্ট। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কয়েকজন গ্রাহক আদালতে যাবেন বলেও আমাকে জানিয়েছেন।’
প্রতারণাসহ নানা অভিযোগে গত বছরের ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তার হন ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিন। এর পর থেকে তাঁরা কারাগারেই আছেন। হাইকোর্টের নির্দেশে বর্তমানে ইভ্যালির পরিচালনার দায়িত্বে আছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ।
ই-কমার্স সম্পর্কিত আরও পড়ুন:
অর্থনীতিবিদ ড. সেলিম রায়হান বলেছেন, এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলমের আন্তর্জাতিক সালিসে যাওয়ার হুমকিতে ভয় পাওয়ার কারণ নেই। দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
১০ ঘণ্টা আগেবেশ কিছু দিন ধরেই কেনিয়াতে ছাত্র–জনতা আদানির সঙ্গে সরকারের ‘গোপন’ চুক্তির প্রতিবাদ জানিয়ে আসছে। পরে দেশটির সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করে। অবশেষে আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে ২৫০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থমূল্যের দুটি চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া।
১৬ ঘণ্টা আগেঘুষের নোটে সাগর আদানি ঘুষের পরিমাণ, কাকে ঘুষ দেওয়া হয়েছে এবং কত মেগাওয়াট বিদ্যুতের বিনিময়ে এটি হয়েছে—তার বিবরণ উল্লেখ করেছেন। তিনি মেগাওয়াট প্রতি ঘুষের হারও উল্লেখ করেছেন। ২০২০ সালে একটি হোয়াটসঅ্যাপ মেসেজে সাগর আদানি বলেন, ‘হ্যাঁ...কিন্তু বিষয়টা দৃশ্যমান হওয়ার ঠেকানো বেশ কঠিন।’
১৬ ঘণ্টা আগেগৌতম আদানি, ভারতীয় কনগ্লোমারেট আদানি গ্রুপের চেয়ারম্যান এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের একজন, বর্তমানে যুক্তরাষ্ট্রে বহু-বিলিয়ন ডলারের জালিয়াতি এবং ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ভারত সরকারের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার মাধ্যমে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি বাগিয়েছে
১৭ ঘণ্টা আগে