Ajker Patrika

ব্র্যাক ব্যাংকের প্রগতি সরণি শাখা ও নিকুঞ্জ উপশাখা উদ্বোধন

অনলাইন ডেস্ক
আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১৩: ০৩
ব্র্যাক ব্যাংকের প্রগতি সরণি শাখা ও নিকুঞ্জ উপশাখা উদ্বোধন

স্থানীয় গ্রাহকদের সর্বাধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ব্র্যাক ব্যাংক ঢাকার প্রগতি সরণিতে একটি শাখা এবং নিকুঞ্জে একটি উপশাখা চালু করেছে। গত মঙ্গলবার (২ আগস্ট) সরণির আইকন সেন্টারে প্রগতি সরণি শাখা এবং জোয়ার সাহারা রোডে নিকুঞ্জ উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন। 

উদ্বোধনের সময় সেলিম আর এফ হোসেন বলেন, ‘ব্র্যাক ব্যাংক সব সময় আরও বেশি মানুষের কাছে পৌঁছার জন্য এবং নেটওয়ার্ক বিস্তৃত করার কাজ করে যাচ্ছে। ব্র্যাক ব্যাংক স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গ্রাহকদের সেরা সেবা দেওয়ার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধির অংশীদার হতে প্রতিশ্রুতিবদ্ধ।’ 

ব্র্যাক ব্যাংকের প্রগতি সরণি শাখা উদ্বোধন করা হয়েছেউদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিংয়ের প্রধান সৈয়দ আবদুল মোমেন, হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক, হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত