অনলাইন ডেস্ক
জনপ্রিয় ফুড আউটলেট খানা’স-এর সঙ্গে ফ্ল্যাগশিপ উইকেন্ড অফার ‘ফ্যান্টাস্টিক ফ্রাইডে’ নিয়ে এসেছে গ্রামীণফোন। জিপিস্টার গ্রাহকদের জন্য ফ্রাইডেকে আরও স্পেশাল করে তুলতে এই অফার এনেছে অপারেটরটি। ফ্ল্যাগশিপ এই ক্যাম্পেইনের আওতায় উইকেন্ডের বিশেষ অফারে খানা’স-এর অনন্য সব আইটেম উপভোগ করতে পারবেন জিপিস্টার গ্রাহকেরা। আগামী ১০ জানুয়ারি ২০২৫ থেকে শুরু হচ্ছে অফারটি।
গ্রামীণফোনের অ্যাক্টিং হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশনস মো. ইফতেখার আলম এবং খানা’স-এর চেয়ারম্যান এহসান আহমেদের উপস্থিতিতে এই পার্টনারশিপের ঘোষণা করা হয়। গ্রাহকদের অনন্য অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে গৃহীত এই পার্টনারশিপ নিয়ে উভয়েই তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।
জিপিস্টার গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গ্রামীণফোনের একটি বিশেষ উদ্যোগ ফ্যান্টাস্টিক ফ্রাইডে। এর মাধ্যমে গ্রাহকদের ছুটির দিনগুলোকে আনন্দময় করে তুলতে বিভিন্ন লাইফস্টাইল বেনিফিট প্রদান করা হয়। এই ক্যাম্পেইনটির আওতায় শুক্রবার খানা’স-এর যেকোনো আউটলেটে প্রথম ২৫ জন জিপিস্টার গ্রাহক বিনা মূল্যে উপভোগ করতে পারবেন একটি বিফ বা চিকেন চেডার বার্গার এবং হট ফ্রাইস। পাশাপাশি দিনব্যাপী তাদের যে কোন মেনুতে জিপিস্টার গ্রাহকেরা পাবেন ১৫ শতাংশ ছাড়।
অফারটি গ্রহণ করতে খানা’স-এর যেকোনো আউটলেটে গিয়ে কিউআর কোড স্ক্যান করতে অথবা ‘FF’ লিখে ২৯০০০ নম্বরে পাঠানোর পর ফিরতি মেসেজটি কাউন্টারে দেখাতে হবে।
গ্রামীণফোনের ব্র্যান্ড ও মার্কেট কমিউনিকেশনের অ্যাক্টিং হেড মো. ইফতেখার আলম বলেন, ‘গ্রাহকদের জন্য আনন্দময় ও স্মরণীয় মুহূর্ত উপহার দিতে আমাদের সংকল্পের প্রতিফলন হচ্ছে ফ্যান্টাস্টিক ফ্রাইডে। খানা’স-এর সঙ্গে পার্টনারশিপ আমাদের ক্যাম্পেইনে বিশেষ মাত্রা যোগ করবে।’
খানা’স-এর ম্যানেজিং ডিরেক্টর মো. শাহীন মাহমুদ বলেন, ‘এটি খানা’স-এর প্রথম ব্র্যান্ড পার্টনারশিপ। আমাদের উভয়ের গ্রাহক সন্তুষ্টির জন্য গ্রামীণফোনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। এই পার্টনারশিপ জিপিস্টার গ্রাহকদের মধ্যে সারা ফেলবে বলে আমাদের বিশ্বাস।’
ফ্যান্টাস্টিক ফ্রাইডে ক্যাম্পেইনটি ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। অফারটি ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লার ১৬টি খানা’স-এর আউটলেটে পাওয়া যাবে।
জনপ্রিয় ফুড আউটলেট খানা’স-এর সঙ্গে ফ্ল্যাগশিপ উইকেন্ড অফার ‘ফ্যান্টাস্টিক ফ্রাইডে’ নিয়ে এসেছে গ্রামীণফোন। জিপিস্টার গ্রাহকদের জন্য ফ্রাইডেকে আরও স্পেশাল করে তুলতে এই অফার এনেছে অপারেটরটি। ফ্ল্যাগশিপ এই ক্যাম্পেইনের আওতায় উইকেন্ডের বিশেষ অফারে খানা’স-এর অনন্য সব আইটেম উপভোগ করতে পারবেন জিপিস্টার গ্রাহকেরা। আগামী ১০ জানুয়ারি ২০২৫ থেকে শুরু হচ্ছে অফারটি।
গ্রামীণফোনের অ্যাক্টিং হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশনস মো. ইফতেখার আলম এবং খানা’স-এর চেয়ারম্যান এহসান আহমেদের উপস্থিতিতে এই পার্টনারশিপের ঘোষণা করা হয়। গ্রাহকদের অনন্য অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে গৃহীত এই পার্টনারশিপ নিয়ে উভয়েই তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।
জিপিস্টার গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গ্রামীণফোনের একটি বিশেষ উদ্যোগ ফ্যান্টাস্টিক ফ্রাইডে। এর মাধ্যমে গ্রাহকদের ছুটির দিনগুলোকে আনন্দময় করে তুলতে বিভিন্ন লাইফস্টাইল বেনিফিট প্রদান করা হয়। এই ক্যাম্পেইনটির আওতায় শুক্রবার খানা’স-এর যেকোনো আউটলেটে প্রথম ২৫ জন জিপিস্টার গ্রাহক বিনা মূল্যে উপভোগ করতে পারবেন একটি বিফ বা চিকেন চেডার বার্গার এবং হট ফ্রাইস। পাশাপাশি দিনব্যাপী তাদের যে কোন মেনুতে জিপিস্টার গ্রাহকেরা পাবেন ১৫ শতাংশ ছাড়।
অফারটি গ্রহণ করতে খানা’স-এর যেকোনো আউটলেটে গিয়ে কিউআর কোড স্ক্যান করতে অথবা ‘FF’ লিখে ২৯০০০ নম্বরে পাঠানোর পর ফিরতি মেসেজটি কাউন্টারে দেখাতে হবে।
গ্রামীণফোনের ব্র্যান্ড ও মার্কেট কমিউনিকেশনের অ্যাক্টিং হেড মো. ইফতেখার আলম বলেন, ‘গ্রাহকদের জন্য আনন্দময় ও স্মরণীয় মুহূর্ত উপহার দিতে আমাদের সংকল্পের প্রতিফলন হচ্ছে ফ্যান্টাস্টিক ফ্রাইডে। খানা’স-এর সঙ্গে পার্টনারশিপ আমাদের ক্যাম্পেইনে বিশেষ মাত্রা যোগ করবে।’
খানা’স-এর ম্যানেজিং ডিরেক্টর মো. শাহীন মাহমুদ বলেন, ‘এটি খানা’স-এর প্রথম ব্র্যান্ড পার্টনারশিপ। আমাদের উভয়ের গ্রাহক সন্তুষ্টির জন্য গ্রামীণফোনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। এই পার্টনারশিপ জিপিস্টার গ্রাহকদের মধ্যে সারা ফেলবে বলে আমাদের বিশ্বাস।’
ফ্যান্টাস্টিক ফ্রাইডে ক্যাম্পেইনটি ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। অফারটি ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লার ১৬টি খানা’স-এর আউটলেটে পাওয়া যাবে।
ঋণের বোঝায় জর্জরিত ছিল জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। বিশ্লেষকদের মতে, এর মূল কারণ ছিল মাত্রাতিরিক্ত অনিয়ম-দুর্নীতি এবং অযৌক্তিক প্রকল্প গ্রহণ। সরকারি তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরের জুন পর্যন্ত সরকারের দেশি-বিদেশি মোট ঋণের স্থিতি ছিল ১৮ লাখ ৩২ হাজার ২৮২ কোটি টাকা। অর্থ মন্ত্রণা
৭ ঘণ্টা আগেমূল্যস্ফীতি, সুদের হার ও শুল্কের কারণে বিশ্ব অর্থনীতির কৌতূহলোদ্দীপক বছর হতে যাচ্ছে ২০২৫ সাল। গত কয়েক বছরে কোভিড মহামারি এবং ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বজুড়ে উচ্চ মূল্যস্ফীতি বিদ্যমান। আন্তর্জাতিক মুদ্রা তহবিল...
৮ ঘণ্টা আগেচাহিদা বাড়ায় গত কয়েক মাসে এয়ারলাইনসগুলোর টিকিটের মূল্য বেড়েছে ৩০ থেকে ৪০ শতাংশ। বাড়তি এ ব্যয়ের পুরো বোঝা বহন করতে হচ্ছে প্রবাসী কর্মীসহ সাধারণ যাত্রীদের। এ অবস্থায় টিকিটের দাম সহনীয় রাখতে গত ২৯ ডিসেম্বর বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী...
১৪ ঘণ্টা আগেনতুন বাজেট আসার বেশ আগেই চলতি ২০২৪–২৫ অর্থবছরের মাঝপথে অর্ধশত পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। ফলে এসব পণ্য ও সেবার খরচ বাড়বে। তাতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরও বেড়ে যেতে
১৫ ঘণ্টা আগে