Ajker Patrika

স্কয়ার হাসপাতালে ‘বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ’ পালিত

বিজ্ঞপ্তি  
স্কয়ার হাসপাতালে ‘বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ’ পালিত। ছবি: সংগৃহীত
স্কয়ার হাসপাতালে ‘বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ’ পালিত। ছবি: সংগৃহীত

স্কয়ার হাসপাতাল ‘বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ (১৮-২৪ নভেম্বর) ’ উপলক্ষে একটি বিশেষ সেমিনারের আয়োজন করেছে। গত ২০ নভেম্বর এই কর্মসূচি পালন করা হয়।

সেমিনারে ‘অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ফডশিপ প্রোগ্রাম (এএসপি) ’ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এএসপির মূল কাজ হলো ভিন্ন ভিন্ন ইনফেকশনের জন্য যে গাইডলাইন আছে শুধু মাত্র সেই অনুযায়ীই অ্যান্টিবায়োটিক গুলি প্রয়োগ করা এবং এটি ঠিকমতো করা হচ্ছে কিনা তা দেখাশোনা করার জন্য একটি অডিট সিস্টেম থাকে যাতে কোনো চিকিৎসক গাইডলাইনের বাইরে কিছু না করেন।

স্কয়ার হাসপাতাল এই বিষয়ে ২০১৮ থেকে নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে। বিশেষজ্ঞ অতিথিরা বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে এই মন্তব্য করেন যে উন্নত বিশ্বে এই কার্যক্রম চালু আছে এবং অতি সত্তর এটি দেশের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা উচিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত