Ajker Patrika

কম খরচে নির্বাচন কমিশনকে করপোরেট সেবা দেবে টেলিটক 

বিজ্ঞপ্তি
কম খরচে নির্বাচন কমিশনকে করপোরেট সেবা দেবে টেলিটক 

সাশ্রয়ী মূল্যে করপোরেট সেবা পেতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়। রোববার (৮ জানুয়ারি) এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় টেলিটক সাশ্রয়ী মূল্যে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়কে বিভিন্ন করপোরেট সেবা দেবে। 

এই চুক্তিতে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষে সিস্টেম ম্যানেজার (আইসিটি উইং) মো. রফিকুল হক এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষে এডিশনাল জেনারেল ম্যানেজার (সেলস, ডিস্ট্রিবিউশন অ্যান্ড সিআরএম) মো. সাইফুর রহমান খান স্বাক্ষর করেন। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ফারজানা আখতার, মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. ইকবাল জাভীদ, টেলিটক বাংলাদেশ লিমিটেডের জেনারেল ম্যানেজার (সেলস, ডিস্ট্রিবিউশন অ্যান্ড সিআরএম) সালেহ্ মো. ফজলে রাব্বী, জেনারেল ম্যানেজার (প্লানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন) এ এম আখতারুল ইসলাম, সিনিয়র ম্যানেজার (করপোরেট সেলস) মোস্তফা কামাল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (করপোরেট সেলস) কাজী মোহাম্মাদ এহসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত