হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথ উদ্বোধন

বিজ্ঞপ্তি
Thumbnail image

হজযাত্রীদের সেবা দেওয়ার লক্ষ্যে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে সেবা বুথ উদ্বোধন করেছে এক্সিম ব্যাংক। গত শনিবার হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথের উদ্বোধন অনুষ্ঠান হয়। 

সেবা বুথ উদ্বোধনের পর আশকোনার হজক্যাম্পে অবস্থানকারী হজযাত্রীদের রাতে থাকার সুবিধার্থে হজ অফিসের পরিচালকের কাছে ১০০টি ম্যাট্রেস হস্তান্তর করা হয়। এ সময় এক্সিম ব্যাংকের মাধ্যমে হজপূর্ব কার্যাবলি সম্পন্ন করা হজযাত্রীদের মাঝে ব্যাংকের পক্ষ থেকে উপহারসামগ্রীও তুলে দেওয়া হয়। 

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবির, শাহ্ মো. আব্দুল বারী, উপব্যবস্থাপনা পরিচালক মোহা. জসীম উদ্দীন ভুঁঞা, মাকসুদা খানম এবং বিভিন্ন হজ এজেন্সির স্বত্বাধিকারীর এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান কর্মকর্তা। 

সার্বক্ষণিক সেবা দিতে প্রস্তুত এই বুথ থেকে হজ সংক্রান্ত বিভিন্ন তথ্যসহ হজ নির্দেশিকা ও প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা বিনিময় করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত