বিজ্ঞপ্তি
বাংলাদেশের শিল্প খাতে টেকসই উন্নয়নের আরেকটি মাইলফলক হিসেবে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএমের নতুন পরিবেশবান্ধব ইস্পাত কারখানা উদ্বোধন করা হয়েছে।
গত শনিবার (১ ফেব্রুয়ারি) উদ্বোধন হওয়া এ প্রকল্পটি জাইকার প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট ফাইন্যান্স (পিএসআইএফ) স্কিমের আওতায় প্রথম করপোরেট ঋণ এবং বেসরকারি খাতে জাইকার অষ্টম ঋণচুক্তি। ২০২৩ সালের অক্টোবরে ৫০ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণচুক্তির মাধ্যমে প্রকল্পটির বাস্তবায়ন শুরু হয়।
কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান, বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএসআরএম লিমিটেডের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেনটেটিভ ইচিগুচি তোমোহিদে প্রমুখ।
বিএসআরএমের নতুন এ কারখানাটি দেশের ইস্পাতশিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। কারখানাটিতে প্রতিবছর ৫ লাখ টন রেবার, ১ লাখ টন রড এবং ২.৫ লাখ টন এক্সপান্ড বিলিট উৎপাদিত হবে। এতে ৫০০-এর বেশি নতুন কর্মসংস্থান তৈরি হবে, যা স্থানীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে কারখানায় আধুনিক এয়ার পলিউশন কন্ট্রোল (এপিসি) সিস্টেম ও ১০০ শতাংশ পানি পুনর্ব্যবহার নিশ্চিত করতে ওয়াটার ট্রিটমেন্ট অ্যান্ড রিসাইক্লিং ফ্যাসিলিটি স্থাপন করা হয়েছে।
এ ছাড়া, ছাদে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট সংযোজন করা হয়েছে, যা জ্বালানি সাশ্রয়ে ভূমিকা রাখবে। জ্বালানি দক্ষ উৎপাদন পদ্ধতির কারণে প্রতিবছর ১০ হাজার টন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কম হবে। কারখানা থেকে উৎপাদিত স্ল্যাগ (ধাতুমল) পুনর্ব্যবহারযোগ্য করে সার্কুলার অর্থনীতিকে উৎসাহিত করা হবে।
জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ ইচিগুচি তোমোহিদে বলেন, ‘শিল্প খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। বিএসআরএমের নতুন কারখানাটি শুধু ইস্পাতশিল্প নয়; বরং ভবিষ্যতে বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করবে।’
জাইকা মনে করে, এই উদ্যোগ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৭ (পরিচ্ছন্ন জ্বালানি), ৯ (শিল্প ও অবকাঠামো) এবং ১৩ (জলবায়ু পরিবর্তন মোকাবিলা) পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশের ইস্পাতশিল্পে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জাইকা ও বিএসআরএমের যৌথ উদ্যোগ একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। নতুন এ কারখানার মাধ্যমে শিল্প খাতের প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।
বাংলাদেশের শিল্প খাতে টেকসই উন্নয়নের আরেকটি মাইলফলক হিসেবে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএমের নতুন পরিবেশবান্ধব ইস্পাত কারখানা উদ্বোধন করা হয়েছে।
গত শনিবার (১ ফেব্রুয়ারি) উদ্বোধন হওয়া এ প্রকল্পটি জাইকার প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট ফাইন্যান্স (পিএসআইএফ) স্কিমের আওতায় প্রথম করপোরেট ঋণ এবং বেসরকারি খাতে জাইকার অষ্টম ঋণচুক্তি। ২০২৩ সালের অক্টোবরে ৫০ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণচুক্তির মাধ্যমে প্রকল্পটির বাস্তবায়ন শুরু হয়।
কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান, বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএসআরএম লিমিটেডের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেনটেটিভ ইচিগুচি তোমোহিদে প্রমুখ।
বিএসআরএমের নতুন এ কারখানাটি দেশের ইস্পাতশিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। কারখানাটিতে প্রতিবছর ৫ লাখ টন রেবার, ১ লাখ টন রড এবং ২.৫ লাখ টন এক্সপান্ড বিলিট উৎপাদিত হবে। এতে ৫০০-এর বেশি নতুন কর্মসংস্থান তৈরি হবে, যা স্থানীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে কারখানায় আধুনিক এয়ার পলিউশন কন্ট্রোল (এপিসি) সিস্টেম ও ১০০ শতাংশ পানি পুনর্ব্যবহার নিশ্চিত করতে ওয়াটার ট্রিটমেন্ট অ্যান্ড রিসাইক্লিং ফ্যাসিলিটি স্থাপন করা হয়েছে।
এ ছাড়া, ছাদে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট সংযোজন করা হয়েছে, যা জ্বালানি সাশ্রয়ে ভূমিকা রাখবে। জ্বালানি দক্ষ উৎপাদন পদ্ধতির কারণে প্রতিবছর ১০ হাজার টন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কম হবে। কারখানা থেকে উৎপাদিত স্ল্যাগ (ধাতুমল) পুনর্ব্যবহারযোগ্য করে সার্কুলার অর্থনীতিকে উৎসাহিত করা হবে।
জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ ইচিগুচি তোমোহিদে বলেন, ‘শিল্প খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। বিএসআরএমের নতুন কারখানাটি শুধু ইস্পাতশিল্প নয়; বরং ভবিষ্যতে বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করবে।’
জাইকা মনে করে, এই উদ্যোগ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৭ (পরিচ্ছন্ন জ্বালানি), ৯ (শিল্প ও অবকাঠামো) এবং ১৩ (জলবায়ু পরিবর্তন মোকাবিলা) পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশের ইস্পাতশিল্পে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জাইকা ও বিএসআরএমের যৌথ উদ্যোগ একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। নতুন এ কারখানার মাধ্যমে শিল্প খাতের প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।
শিম চাষের স্বর্ণভূমি হিসেবে পরিচিত চট্টগ্রামের সীতাকুণ্ডে এবার শিমের উৎপাদন অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। জমির আল, খালের পাড়সহ শিম চাষ বাদ যায়নি বেড়িবাঁধ আর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশও। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, গত বছর ১৫০ কোটি টাকার শিম উৎপাদিত হলেও এবার তা বেড়ে হয়েছে ২১০ কোটি টাকা। স্থানীয় চাহি
২ ঘণ্টা আগেদেশের মানুষের স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা, উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখতে আসছে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ১৫৪টি প্রকল্প নিচ্ছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দুই থেকে সাত বছর মেয়াদি এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় চার লাখ কোটি টাকা। বিপুল অঙ্কের এই ব্যয়
৩ ঘণ্টা আগেদেশের পুঁজিবাজার ও ব্যাংক খাত এখন খাদের কিনারায় আর বিমা খাত খাদের ভেতরে রয়েছে বলে মন্তব্য করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম। তাঁর মতে, বিমা খাতের এই দুরবস্থার মূল কারণ মালিকদের অনিয়ম ও গ্রাহকদের আস্থার অভাব।
৪ ঘণ্টা আগেব্লকচেইন প্রযুক্তিতে বাংলাদেশে তৈরি ‘গ্রিন এলসি’ প্ল্যাটফর্মের প্রুফ অব কনসেপ্ট (পিওসি) সফলভাবে সম্পন্ন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। গ্রিন এলসি সিস্টেমটি বাংলাদেশে স্থানীয়ভাবে তৈরি প্রথম ডিজিটাল ট্রেড প্ল্যাটফর্ম, যেটির মাধ্যমে প্রথম অভ্যন্তরীণ এলসি ইস্যু করেছে প্রাইম ব্যাংক। বাংলাদেশের ট্রেড...
৪ ঘণ্টা আগে