অনলাইন ডেস্ক
উত্তরা মোটরস এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পূর্ণ নতুন SUZUKI XL6 প্রিমিয়াম এসইউভি গাড়ির বাজারজাতকরণ শুরু করল সুজুকি। রাজধানীর তেজগাঁওয়ে উত্তরা সেন্টারে সুজুকি শোরুমে এই গাড়ির বাজারজাতকরণের উদ্বোধন করা হয়। উত্তরা মোটরস লিমিটেড বাংলাদেশে সুজুকি গাড়ির একমাত্র পরিবেশক।
নাঈমুর রহমান হেড অব বিজনেস প্লানিং, উত্তরা মোটরস লিমিটেড এবং চিরঞ্জীব রায়, প্রধান নির্বাহী কর্মকর্তা সুজুকি কার বাংলাদেশ যৌথভাবে সম্পূর্ণ নতুন SUZUKI XL6 এর শুভ উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন করপোরেট হাউস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, সুজুকি গাড়ির মালিকেরা ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ নতুন SUZUKI XL6 গাড়ির শুভ উদ্বোধন অনুষ্ঠানে নাঈমুর রহমান বলেন, ‘বাংলাদেশে প্রশস্ত এবং প্রিমিয়াম গাড়ির যথেষ্ট চাহিদা রয়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রাহকদের চাহিদাকে গুরুত্ব দিয়ে আমরা প্রযুক্তি সমৃদ্ধ এবং প্রিমিয়াম অপশনের সম্পূর্ণ নতুন.বাজারজাত করতে পেরে আনন্দিত। ৩৬০ ডিগ্রি ভিউ ক্যামেরা এবং প্যাডল শিফ্টারসহ ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন যা এই সিগমেন্টে প্রথম এবং নিশ্চিতভাবে আমাদের গ্রাহকদের চাহিদানুযায়ী আরাম এবং দক্ষতা পূরণে সক্ষম হবে।’
সম্পূর্ণ নতুন SUZUKI XL6 স্মার্ট হাইব্রিড প্রযুক্তির ১৫০০ সিসি ডুয়েল জেট ডুয়েল ভিভিটি পেট্রল ইঞ্জিন দ্বারা চালিত যা অসাধারণ গতি এবং জ্বালানি সাশ্রয় নিশ্চিত করে। SUZUKI XL6 গাড়িটি প্যাডল শিফ্টার সহ ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন, ৩৬০ ডিগ্রি ভিউ ক্যামেরা, ৭ ইঞ্চি স্মার্ট প্লে টাচ স্ক্রিন এবং ন্যাভিগেশন সিস্টেম, কুয়েড এয়ার ব্যাগস্, ভেনটিলেটেড আসন, ক্রুজ কন্ট্রোল সিস্টেম, স্টিয়ারিং মাউন্টেড অডিও এবং কলিং দ্বারা নিয়ন্ত্রিত এবং আরও অনেক কিছু দিয়ে সজ্জিত। বৈশিষ্ট্য সমূহ বিস্তারিত ভাবে জানতে www.suzukicar.com.bd. ওয়েব সাইটটি ভিজিট করুন।
সম্পূর্ণ নতুন.গাড়িটি সিঙ্গেল টোন ও ডুয়েল টোনসহ ছয়টি ভিন্ন রঙের ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। গাড়িটির মূল্য ৩৪ লাখ টাকা থেকে শুরু। গাড়ির মসৃণ কর্মক্ষমতা নিশ্চিত করতে উত্তরা মোটরস গ্রাহকদের জন্য ৩ বছর বা ৫৫,০০০ কিলোমিটার সুজুকি স্ট্যান্ডার্ড ওয়ারেন্টিসহ ১২টি ফ্রি সার্ভিসের নিশ্চয়তা প্রদান করছে।
উত্তরা মোটরস ৮০ দশকের শুরু থেকে সুজুকি গাড়ি বিক্রয় করে আসছে এবং এ পর্যন্ত সারা দেশে ৫০,০০০ এর বেশি সুজুকি গাড়ির রয়েছে। উত্তরা মোটরস বিক্রয়োত্তর সেবা প্রদানে বদ্ধপরিকর, সারা বাংলাদেশে নিজস্ব ১১টি শাখা অফিস ও ৮টি সার্ভিস সেন্টারের মাধ্যমে দেশব্যাপী সুজুকি গাড়ির সেবা প্রদান করে আসছে।
উত্তরা মোটরস এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পূর্ণ নতুন SUZUKI XL6 প্রিমিয়াম এসইউভি গাড়ির বাজারজাতকরণ শুরু করল সুজুকি। রাজধানীর তেজগাঁওয়ে উত্তরা সেন্টারে সুজুকি শোরুমে এই গাড়ির বাজারজাতকরণের উদ্বোধন করা হয়। উত্তরা মোটরস লিমিটেড বাংলাদেশে সুজুকি গাড়ির একমাত্র পরিবেশক।
নাঈমুর রহমান হেড অব বিজনেস প্লানিং, উত্তরা মোটরস লিমিটেড এবং চিরঞ্জীব রায়, প্রধান নির্বাহী কর্মকর্তা সুজুকি কার বাংলাদেশ যৌথভাবে সম্পূর্ণ নতুন SUZUKI XL6 এর শুভ উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন করপোরেট হাউস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, সুজুকি গাড়ির মালিকেরা ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ নতুন SUZUKI XL6 গাড়ির শুভ উদ্বোধন অনুষ্ঠানে নাঈমুর রহমান বলেন, ‘বাংলাদেশে প্রশস্ত এবং প্রিমিয়াম গাড়ির যথেষ্ট চাহিদা রয়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রাহকদের চাহিদাকে গুরুত্ব দিয়ে আমরা প্রযুক্তি সমৃদ্ধ এবং প্রিমিয়াম অপশনের সম্পূর্ণ নতুন.বাজারজাত করতে পেরে আনন্দিত। ৩৬০ ডিগ্রি ভিউ ক্যামেরা এবং প্যাডল শিফ্টারসহ ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন যা এই সিগমেন্টে প্রথম এবং নিশ্চিতভাবে আমাদের গ্রাহকদের চাহিদানুযায়ী আরাম এবং দক্ষতা পূরণে সক্ষম হবে।’
সম্পূর্ণ নতুন SUZUKI XL6 স্মার্ট হাইব্রিড প্রযুক্তির ১৫০০ সিসি ডুয়েল জেট ডুয়েল ভিভিটি পেট্রল ইঞ্জিন দ্বারা চালিত যা অসাধারণ গতি এবং জ্বালানি সাশ্রয় নিশ্চিত করে। SUZUKI XL6 গাড়িটি প্যাডল শিফ্টার সহ ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন, ৩৬০ ডিগ্রি ভিউ ক্যামেরা, ৭ ইঞ্চি স্মার্ট প্লে টাচ স্ক্রিন এবং ন্যাভিগেশন সিস্টেম, কুয়েড এয়ার ব্যাগস্, ভেনটিলেটেড আসন, ক্রুজ কন্ট্রোল সিস্টেম, স্টিয়ারিং মাউন্টেড অডিও এবং কলিং দ্বারা নিয়ন্ত্রিত এবং আরও অনেক কিছু দিয়ে সজ্জিত। বৈশিষ্ট্য সমূহ বিস্তারিত ভাবে জানতে www.suzukicar.com.bd. ওয়েব সাইটটি ভিজিট করুন।
সম্পূর্ণ নতুন.গাড়িটি সিঙ্গেল টোন ও ডুয়েল টোনসহ ছয়টি ভিন্ন রঙের ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। গাড়িটির মূল্য ৩৪ লাখ টাকা থেকে শুরু। গাড়ির মসৃণ কর্মক্ষমতা নিশ্চিত করতে উত্তরা মোটরস গ্রাহকদের জন্য ৩ বছর বা ৫৫,০০০ কিলোমিটার সুজুকি স্ট্যান্ডার্ড ওয়ারেন্টিসহ ১২টি ফ্রি সার্ভিসের নিশ্চয়তা প্রদান করছে।
উত্তরা মোটরস ৮০ দশকের শুরু থেকে সুজুকি গাড়ি বিক্রয় করে আসছে এবং এ পর্যন্ত সারা দেশে ৫০,০০০ এর বেশি সুজুকি গাড়ির রয়েছে। উত্তরা মোটরস বিক্রয়োত্তর সেবা প্রদানে বদ্ধপরিকর, সারা বাংলাদেশে নিজস্ব ১১টি শাখা অফিস ও ৮টি সার্ভিস সেন্টারের মাধ্যমে দেশব্যাপী সুজুকি গাড়ির সেবা প্রদান করে আসছে।
প্রকল্প ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্র-ভিত্তিক অলাভজনক সংস্থা প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই) বাংলাদেশের সম্মানজনক ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৪’ পেয়েছে বাংলালিংক। ‘কুমিল্লা ডিসি ডিআর প্রকল্প’-এর জন্য বাংলালিংক এই পুরস্কার পায়।
৩১ মিনিট আগেএয়ারকন্ডিশনার ব্র্যান্ড গ্রির পার্টনার সম্মেলন সম্প্রতি পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লূ ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রি গ্লোবালের অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট কেভিন বাই এবং গ্রি গ্লোবালের সেলস ডিরেক্টর রাইয়ান চ্যুং
৩৭ মিনিট আগেবিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে গুগল টিভি উন্মোচন করেছে জাপানের সনির প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট)। গত ২১ নভেম্বর রাজধানীর শ্যামলীতে সনি-স্মার্টের নিজস্ব বিক্রয় কেন্দ্রে স্যাফরন কেক কেটে এই গুগল টিভি উন্মোচন করে প্রতিষ্ঠানটি।
১ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান বিওয়াইডি (বিল্ড ইওর ড্রিম) ৩০ বছর পূর্তি উদ্যাপন করেছে। এর পাশাপাশি চীনের শেনঝেন-শানওয়েই স্পেশাল কো-অপারেশন জোনের শিয়াওমো প্রোডাকশন
১ ঘণ্টা আগে