টেলিভিশন কিনে পাঁচ তারকা হোটেলে থেকে বিনোদনের সুযোগ

বিজ্ঞপ্তি
Thumbnail image

টেলিভিশন কিনলে পাঁচ তারকা হোটেলে বিনামূল্যে থাকা, খাওয়া ও বিনোদনের সুবিধা দেবে সনি কর্পোরেশন। ক্রেতাদের এই বিশেষ সুবিধা দিতে একযোগে কাজ শুরু করেছে দেশ-বিদেশের তিনটি শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান–জাপানের বহুজাতিক শিল্পগোষ্ঠী সনি কর্পোরেশন, বাংলাদেশে সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেড (সনি-স্মার্ট) এবং দেশের প্রথম পাঁচ তারকা ও বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। অনুমোদিত সনি-স্মার্টের বিক্রয়কেন্দ্র থেকে জাপানের সনি কর্পোরেশনের আসল টেলিভিশন কিনলেই পণ্যভেদে বিনামূল্যে থাকা, খাওয়া ও বিনোদনের সুবিধা মিলবে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায়।

এজন্য গত ২৫ জুলাই সন্ধ্যায় ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ক্রিস্টাল বল রুমে সনি–স্মার্টের সঙ্গে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার চুক্তি সই হয়। চুক্তিতে সনি কর্পোরেশনের পক্ষে সনি সাউথ ইস্ট এশিয়া (আরএমডিসি) প্রেসিডেন্ট জেরেমি হেং চুন গুয়ান, স্মার্ট ইলেক্ট্রনিকসের পক্ষে পরিচালক মো. তানভীর হোসেন এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার পক্ষে মহাব্যবস্থাপক অশ্বিনী নায়ার সই করেন। 
চুক্তির অনুষ্ঠানে বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান, সচিব এস এম তরিকুল ইসলাম, সনি ইন্টারন্যাশনাল-এর বাংলাদেশ শাখা প্রধান রিকি লুকাস, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার পরিচালক (বিক্রয় ও বিপণন) রেজওয়ান মারুফ, পরিচালক মো. কামাল হোসেন মোরশেদ (অর্থ ও ব্যবসায় সহায়তা), সনি-স্মার্টের উপ-মহাব্যবস্থাপক (বিপণন) আজাদ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সনি-স্মার্টের জেনুইন-ফাইভ (জি-৫) নীতির কথা জানানো হয়। এই পলিসির আওতায় জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, জেনুইন কেয়ার আর জেনুইন প্যাশন নিশ্চিতের মাধ্যমে দেশব্যাপী সর্বোত্তম ক্রেতা সন্তুষ্টি অর্জনই সনি-স্মার্টের ব্যবসার মূলমন্ত্র। 

এসময় সনি সাউথ ইস্ট এশিয়ার (আরএমডিসি) প্রেসিডেন্ট জেরেমি হেং চুন গুয়ান বলেন, “আমি বিশ্বাস করি, আমরা একে অপরের সহযোগিতায় সহজেই বাংলাদেশের গ্রাহকের দুয়ারে আসল পণ্য ও সেবা পৌঁছাতে পারবো। এই লক্ষ্য বাস্তবায়নে সনির প্রচেষ্টার সঙ্গে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা যুক্ত হওয়ায় আমাদের সক্ষমতা আরও বাড়বে। ”

স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেডের (সনি-স্মার্ট) পরিচালক মো. তানভীর হোসেন বলেন, “৭৭ বছর ধরে বিশ্বব্যাপী প্রযুক্তিগত উদ্ভাবন এবং বিনোদন বাজারের শীর্ষে রয়েছে সনি। আর গত ২৫ বছর ধরে দেশের তথ্য-প্রযুক্তি খাতে সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্টের রয়েছে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। সনি এবং স্মার্টের সঙ্গে এবার হোটেল-চেইন ব্যবসায় বিশ্বসেরা ১০ টির একটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা যোগ হলো। এই তিন সেরা মিলে যখন আমরা দেশের ইলেকট্রনিকস পণ্যের গ্রাহকদের বিশেষ সুবিধা দেয়ার পরিকল্পনা করেছি, তখন সেটি অবশ্যই ব্যতিক্রমী এবং নতুনত্বে ভরপুর হবে। ”

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মহাব্যবস্থাপক অশ্বিনী নায়ার বলেন, “১৯৮২ সালে আমাদের বাড়িতে যখন প্রথম টেলিভিশন কেনা হয়, তখনই আমরা সনির টেলিভিশন কিনি। সম্প্রতি বাসা পরিবর্তন করার সময়ও আমার স্ত্রী সনি টেলিভিশনের কথা জানায়। সনি ব্র্যান্ড আমাদের মতো গ্রাহকদের বিশ্বস্ততা অর্জন করছে। তাই সনি-স্মার্টের সঙ্গে হসপিটালিটি পার্টনারশীপ চুক্তি করলো ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। এই চুক্তির ফলে আমরা নতুন কিছুতে যুক্ত হলাম। এর ফলে আমাদের গ্রাহকেরা সব ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা পাবেন বলে আমি আশা করছি। ”

সনি-স্মার্টের হেড অব সেলস ও মহাব্যবস্থাপক সারোয়ার জাহান চৌধুরী জানান, “ছোট কিংবা বড়, সনির যেকোনো টেলিভিশন কিনলেই ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় থাকা-খাওয়া-বিনোদনসহ পণ্যভেদে নানা ধরনের বিশেষ সুবিধা পাবেন গ্রাহকেরা। একইসঙ্গে এই অফারের আওতায় গ্রাহকদের কাছে থাকা যেকোনো ব্র্যান্ডের পুরনো কিন্তু সচল ল্যাপটপ, সিআরটি টিভি, এলসিডি কিংবা এলইডি টিভি সনি-স্মার্টের অনুমোদিত বিক্রয়কেন্দ্রে জমা দিয়ে সনি ব্রাভিয়ার নতুন টেলিভিশন কেনার ক্ষেত্রে ১৯ থেকে ৫৫ হাজার টাকা পর্যন্ত ট্রেড-ইন ভ্যালু পাবেন। ”

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত