বিজ্ঞপ্তি
বাংলাদেশের দুটি স্বনামধন্য আইটিইএস কোম্পানি গ্রাফিকপিপল ও সফটওয়্যারপিপলের সঙ্গে এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি সই করেছে ব্র্যাক ব্যাংক। করপোরেট ক্লায়েন্টদের বিশেষায়িত ব্যাংকিং সলিউশন দেওয়ার প্রতি ব্র্যাক ব্যাংক যে প্রতিশ্রুতিবদ্ধ, এই কৌশলগত চুক্তিটি মূলত তারই প্রতিফলন।
গ্রাফিকপিপল ও সফটওয়্যারপিপল ২০০৫ সালে ডেনমার্ক ও বাংলাদেশের একটি যৌথ উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করে, যারা বর্তমানে বিশ্বের বৃহত্তম এজেন্সি নেটওয়ার্ক ডব্লিউপিপির সদস্য। এই প্রতিষ্ঠানগুলো ডেনমার্ক ও বাংলাদেশের মধ্যে সহযোগিতামূলক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাদের সৃজনশীলতা এবং আইটি দক্ষতার অনন্য সংমিশ্রণ তাদেরকে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি উপার্জনকারী দুটি আইটিইএস প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ওই প্রতিষ্ঠানগুলো ড্যানিশ উদ্যোক্তাদের সঙ্গে একযোগে কাজ করে ডেল, মাইক্রোসফট, ফোর্ড, এইচএসবিসি, কোলগেট এবং ফাইজারের মতো ব্লু-চিপ ক্লায়েন্টদের জন্য বিশ্বব্যাপী আধুনিক এবং উদ্ভাবনী বিজ্ঞাপন ও বিপণন সেবা দিয়ে যাচ্ছে।
এই চুক্তির অধীনে গ্রাফিকপিপল ও সফটওয়্যারপিপলের কর্মকর্তারা ব্র্যাক ব্যাংকের সঙ্গে স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ঋণসুবিধা, ডিপিএস, এফডি, অগ্রাধিকারমূলক সেবা এবং ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিং প্রপোজিশনের বিভিন্ন সুযোগ-সুবিধাসহ একটি সুবিধাজনক এবং আনন্দদায়ক ব্যাংকিং অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
গত ৩০ অক্টোবর ঢাকায় ব্র্যাক ব্যাংকের করপোরেট হেড অফিসে এই বিশেষ চুক্তিটি স্বাক্ষরিত হয়। ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ূল ইসলাম এবং গ্রাফিকপিপল ও সফটওয়্যারপিপলের ম্যানেজিং ডিরেক্টর ইমতিয়াজ ইলাহী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।
চুক্তি সই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। গ্রাফিকপিপল এবং সফটওয়্যারপিপল থেকে ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন ডিরেক্টর রাশেদ হাবিবুল্লাহ এবং হিউম্যান রিসোর্সেস ম্যানেজার বুশরা মুকিত অনুষ্ঠানে নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন।
অন্যদিকে ব্র্যাক ব্যাংকের পক্ষে প্রতিনিধিত্ব করেন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড এ কে এম তারেক, রিজিওনাল হেড ফয়সাল হায়দার, রিজিওনাল হেড তানভীর রহমান, রিজিওনাল হেড এমদাদুল হক, হেড অব রিটেইল ডিপোজিট অ্যান্ড লেন্ডিং প্রোডাক্টস মনিরুল ইসলাম রনি, হেড অব এমপ্লয়ি ব্যাংকিং এ কে এম শাহাদুল ইসলাম, ক্লাস্টার ম্যানেজার জাহেদুল মতিন এবং এমপ্লয়ি ব্যাংকিংয়ের সিনিয়র ম্যানেজার জেবুন নাহার।
বাংলাদেশের দুটি স্বনামধন্য আইটিইএস কোম্পানি গ্রাফিকপিপল ও সফটওয়্যারপিপলের সঙ্গে এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি সই করেছে ব্র্যাক ব্যাংক। করপোরেট ক্লায়েন্টদের বিশেষায়িত ব্যাংকিং সলিউশন দেওয়ার প্রতি ব্র্যাক ব্যাংক যে প্রতিশ্রুতিবদ্ধ, এই কৌশলগত চুক্তিটি মূলত তারই প্রতিফলন।
গ্রাফিকপিপল ও সফটওয়্যারপিপল ২০০৫ সালে ডেনমার্ক ও বাংলাদেশের একটি যৌথ উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করে, যারা বর্তমানে বিশ্বের বৃহত্তম এজেন্সি নেটওয়ার্ক ডব্লিউপিপির সদস্য। এই প্রতিষ্ঠানগুলো ডেনমার্ক ও বাংলাদেশের মধ্যে সহযোগিতামূলক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাদের সৃজনশীলতা এবং আইটি দক্ষতার অনন্য সংমিশ্রণ তাদেরকে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি উপার্জনকারী দুটি আইটিইএস প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ওই প্রতিষ্ঠানগুলো ড্যানিশ উদ্যোক্তাদের সঙ্গে একযোগে কাজ করে ডেল, মাইক্রোসফট, ফোর্ড, এইচএসবিসি, কোলগেট এবং ফাইজারের মতো ব্লু-চিপ ক্লায়েন্টদের জন্য বিশ্বব্যাপী আধুনিক এবং উদ্ভাবনী বিজ্ঞাপন ও বিপণন সেবা দিয়ে যাচ্ছে।
এই চুক্তির অধীনে গ্রাফিকপিপল ও সফটওয়্যারপিপলের কর্মকর্তারা ব্র্যাক ব্যাংকের সঙ্গে স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ঋণসুবিধা, ডিপিএস, এফডি, অগ্রাধিকারমূলক সেবা এবং ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিং প্রপোজিশনের বিভিন্ন সুযোগ-সুবিধাসহ একটি সুবিধাজনক এবং আনন্দদায়ক ব্যাংকিং অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
গত ৩০ অক্টোবর ঢাকায় ব্র্যাক ব্যাংকের করপোরেট হেড অফিসে এই বিশেষ চুক্তিটি স্বাক্ষরিত হয়। ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ূল ইসলাম এবং গ্রাফিকপিপল ও সফটওয়্যারপিপলের ম্যানেজিং ডিরেক্টর ইমতিয়াজ ইলাহী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।
চুক্তি সই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। গ্রাফিকপিপল এবং সফটওয়্যারপিপল থেকে ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন ডিরেক্টর রাশেদ হাবিবুল্লাহ এবং হিউম্যান রিসোর্সেস ম্যানেজার বুশরা মুকিত অনুষ্ঠানে নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন।
অন্যদিকে ব্র্যাক ব্যাংকের পক্ষে প্রতিনিধিত্ব করেন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড এ কে এম তারেক, রিজিওনাল হেড ফয়সাল হায়দার, রিজিওনাল হেড তানভীর রহমান, রিজিওনাল হেড এমদাদুল হক, হেড অব রিটেইল ডিপোজিট অ্যান্ড লেন্ডিং প্রোডাক্টস মনিরুল ইসলাম রনি, হেড অব এমপ্লয়ি ব্যাংকিং এ কে এম শাহাদুল ইসলাম, ক্লাস্টার ম্যানেজার জাহেদুল মতিন এবং এমপ্লয়ি ব্যাংকিংয়ের সিনিয়র ম্যানেজার জেবুন নাহার।
বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের দুঃশাসন ও দুর্নীতিতে লন্ডভন্ড দেশের অর্থনীতি। রাজনৈতিক পটপরিবর্তনের পর অর্থনীতির ক্ষত ও পরিস্থিতি পরিমাপ করতে একটি কমিটি করে অন্তর্বর্তী সরকার। সরকারের সচিব, ব্যবসায়ী, নাগরিকসহ সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সংগঠনের সঙ্গে তিন মাস আলোচনা, পর্যালোচনা, তথ্য-উপাত্ত...
১ ঘণ্টা আগেবাংলাদেশের সোনার বাজারে এক দিনের ব্যবধানে বড় পরিমাণ মূল্যবৃদ্ধি ঘটেছে। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট সোনার প্রতি ভরি এখন ১,৩৮,৭০৮ টাকা। রূপার দামেও মূল্য বৃদ্ধি হয়েছে।
১০ ঘণ্টা আগেআন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ঋণ কার্যক্রমের নিয়মনীতি ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী ঋণের কিস্তি পরিশোধের নির্ধারিত সময় শেষ হওয়ার ৩ মাস পার হলেই সেই ঋণ খেলাপির খাতায় চলে যাবে। এ ছাড়া অনাদায়ি ঋণের বকেয়া সময়সীমা অনুযায়ী খেলাপির স্তর এবং আনুপাতিক হারে প্রভিশন সংরক্ষণ...
১১ ঘণ্টা আগেট্রাস্ট ব্যাংক পিএলসিতে এবার টাকা পাঠানোর সেবা চালু করল বিকাশ। এর ফলে, ট্রাস্ট ব্যাংকের গ্রাহকেরা ‘ট্রাস্ট-মানি’ অ্যাপ ব্যবহার করে বিকাশে ‘অ্যাড মানি’ করার পাশাপাশি এখন বিকাশ অ্যাপ থেকে ট্রাস্ট ব্যাংকেও নিজের বা অন্যের অ্যাকাউন্টে তাৎক্ষণিক টাকা পাঠাতে পারছেন। দ্বিমুখী এই সেবা চালু করার মাধ্যমে উভয়
১৩ ঘণ্টা আগে