সোনার দাম আবার বাড়ল, ভরি ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা

অনলাইন ডেস্ক
Thumbnail image
ফাইল ছবি

দেশের সোনার বাজারে এক দিনের ব্যবধানে বড় পরিমাণ মূল্যবৃদ্ধি ঘটেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের কারণে স্থানীয় বাজারেও দাম বেড়েছে। নতুন মূল্যহার আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্যহার অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ককৃত সোনার প্রতি ভরি এখন ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা, যা আগের তুলনায় ৮৫৭ টাকা বেশি। প্রতি গ্রামে হিসাব করলে ২২ ক্যারেট সোনার নতুন দাম ১১ হাজার ৮৯২ টাকা, যা ৭৩ টাকা বৃদ্ধি পেয়েছে।

একইভাবে ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম বেড়ে হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা, যা আগের চেয়ে ৮০০ টাকা বেশি। ৭০ টাকা বৃদ্ধি পেয়ে ২১ ক্যারেটের প্রতি গ্রামের দাম হয়েছে ১১ হাজার ৩৫১ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন ১ লাখ ১৩ হাজার ৪৯০ টাকা, যা আগের চেয়ে ৭১৫ টাকা বেশি। প্রতি গ্রামে এই ক্যারেটের দাম বেড়ে হয়েছে ৯,৭৩০ টাকা, যা আগের তুলনায় ৬০ টাকা বেশি।

সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম হয়েছে ৯৩ হাজার ১৬০ টাকা এবং প্রতি গ্রামে ৭,৯৮৭ টাকা, যা যথাক্রমে ৫০৮ ও ৫০ টাকা বেশি।

রূপার ক্ষেত্রেও মূল্য বৃদ্ধি পেয়েছে। প্রতি ভরি ২২ ক্যারেট রূপার দাম বেড়ে হয়েছে ২ হাজার ৫৭৭ টাকা। ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা হয়েছে। সনাতন পদ্ধতিতে প্রতি ভরির রূপার দাম এখন ১ হাজার ৫৮৬ টাকা।

আন্তর্জাতিক বাজারে সোনার মূল্যবৃদ্ধি এবং টাকার মানের পতনই এ মূল্যবৃদ্ধির প্রধান কারণ বলে বাজুস জানিয়েছে। ঘোষিত মূল্যের সঙ্গে ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির হার পরিবর্তিত হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত