কো-ব্র্যান্ড ভিসা ক্রেডিট কার্ডের উদ্বোধন ইবিএলের

বিজ্ঞপ্তি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ২২: ১৬

কো-ব্র্যান্ড ভিসা ক্রেডিট কার্ডের উদ্বোধন করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। গতকাল সোমবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অ্যান্ড কমার্সের (এফবিসিসিআই) বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ ও গালা নাইটে এই উদ্বোধন হয়। 

এফবিসিসিআইয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে চালু করা এই কার্ডে শীর্ষস্থানীয় এই ব্যবসা সংগঠনটির এমপ্লয়ি ও সদস্যরা অধিকতর নিরাপদ ও সুবিধাজনক পেমেন্ট সলিউশন সুবিধা পাবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এফবিসিসিআই সভাপতি মো. জসীম উদ্দীন, ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার প্রমুখ।

অনুষ্ঠানে আলী রেজা ইফতেখার বলেন, ‘বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন যাত্রায় এফবিসিসিআই অন্যতম প্রভাবকের ভূমিকা পালন করছে। বাংলাদেশের বেসরকারি খাতের উন্নয়নের প্রবক্তা এফবিসিসিআই তাদের ৫০ বছর উদ্‌যাপন করছে এবং ইবিএল-এফবিসিসিআই কো-ব্র্যান্ড ভিসা ক্রেডিট কার্ড চালুর মাধ্যমে ইবিএল এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে আনন্দিত।’

নতুন এই ক্রেডিট কার্ডে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইবিএল স্কাইলাউঞ্জ ব্যবহার, কার্ডের জন্য কোনো ইস্যু ফি প্রয়োজন হবে না এবং কার্ডধারীরা চাইলে বিনা মূল্যে প্রায়োরিটি পাস কার্ড পাবেন, যার মাধ্যমে তাঁরা বিশ্বের ১২০টি দেশের ১ হাজার ১০০ বেশি আন্তর্জাতিক বিমানবন্দরে লাউঞ্জ সুবিধা পাবেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত