বাংলাদেশের প্রথম ‘পন্ডস স্কিনফ্লুয়েন্সার’ জোবায়দা 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ২১: ০৭

পন্ডস স্কিনফ্লুয়েন্সার–এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৬ মাসের এই জার্নিতে ১৪ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে সৈয়দা জোবায়দা শিরিন এখন বাংলাদেশের প্রথম পন্ডস স্কিনফ্লুয়েন্সার। ফার্স্ট রানার–আপ হয়েছেন নাঈমা ইসলাম মীম এবং সেকেন্ড রানার–আপ ফারজানা ফেরদৌসী ইভানা। 

জোবায়দা আগামী ১ বছর কাজ করবেন গ্লোবাল ব্র্যান্ড পন্ডস বাংলাদেশ–এর নতুন মুখ হিসেবে। আর সেই সঙ্গে সুযোগ পাচ্ছেন চীনের সাংহাইতে অবস্থিত পন্ডস স্কিন ইনস্টিটিউট পরিদর্শন করার। যেখানে বিশেষজ্ঞদের কাছ থেকে স্কিনকেয়ারের ওপর বিশেষ প্রশিক্ষণ নেবেন। 

অনুষ্ঠানে জোবায়দার হাতে সনদ ও বিমানের টিকিট তুলে দেন ইউনিলিভার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ও বিজনেস ইউনিট হেড জাহীন ইসলাম। 

গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত ছিলেন—সালমান মুক্তাদির, রাকিন আবসার, সৌমিক আহমেদসহ দেশের জনপ্রিয় ইনফ্লুয়েন্সাররা। 

ফিনালে শুরু হয় পুরো জার্নিতে হাউজলিড হিসেবে থাকা ইশরাত, ঈশায়া ও সুনেহরার নৃত্য প্রদর্শনী দিয়ে। তাঁদের সঙ্গে পারফর্ম করেন শীর্ষ ১২ জন স্কিনফ্লুয়েন্সার। গ্র্যান্ড ফিনালের পুরো এপিসোড দেখতে ভিজিট করুন পন্ডস বাংলাদেশ–এর ইউটিউব চ্যানেল। 

বাংলাদেশের প্রথম পন্ডস্ স্কিনফ্লুয়েন্সার হওয়ার অনুভূতি ব্যক্ত করে জোবায়দা বলেন, ‘আমি অনেক এক্সাইটেড পন্ডসের সঙ্গে কাজ করার জন্য। আমি বিলিভ করি, স্কিনকেয়ার নিয়ে আমার যে ইন্টারেস্ট আছে সেটাকে অডিয়েন্সের কাছে এখন থেকে আরও ভালোমতো প্রেজেন্ট করতে পারব।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত