এসএমই ফাউন্ডেশনের সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি

অনলাইন ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২২, ১১: ১০

প্রণোদনা প্যাকেজের আওতায় গঠিত রিভলভিং ফান্ড থেকে পাওয়া তহবিল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে ঋণ হিসেবে বিতরণের লক্ষে অংশীদার ব্যাংক হিসেবে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া। গত বুধবার (২৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

চুক্তিপত্রে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ চুক্তির আওতায়, করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার এবং গ্রামীণ জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষে ব্যাংক এশিয়ার অনুকূলে বরাদ্দকৃত তহবিল দেশের গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে ৪ শতাংশ সুদে বিতরণ করা হবে। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মো. মাসুদুর রহমান এবং অন্যান্য অংশীদার ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত