ওয়ালটনের এসি রপ্তানি হচ্ছে ক্যামেরুনে

বিজ্ঞপ্তি  
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ২৩: ৩৩
Thumbnail image

এবার মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনের বৈশ্বিক বাজার সম্প্রসারণ করল বাংলাদেশের ব্র্যান্ড ওয়ালটন এসি। ইতিমধ্যে ক্যামেরুনের উদ্দেশে বাংলাদেশ থেকে ওয়ালটন এসির প্রথম শিপমেন্ট পাঠানো হয়েছে। ক্যামেরুনের সুপরিচিত একটি ইলেকট্রনিকস ব্র্যান্ডের মাধ্যমে দেশটির বাজারে ওয়ালটন এসি বিপণন ও বিক্রয় পরিচালিত হবে বলে জানিয়েছে ওয়ালটন গ্লোবাল বিজনেস শাখা।

ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান জানান, বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ব্র্যান্ড হয়ে ওঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ওয়ালটন। সে জন্য ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, এশিয়া অঞ্চলের উন্নত দেশগুলোতে নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণে কাজ করছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনে ওয়ালটন এসির বাজার সম্প্রসারণ করা হয়েছে। আফ্রিকান অঞ্চলে ক্যামেরুন খুবই সম্ভাবনাময় এক বাজার। ক্যামেরুনে এসি রপ্তানির মাধ্যমে মধ্য আফ্রিকার অন্য দেশেও ওয়ালটনের এসিসহ বিভিন্ন পণ্যের ব্যাপক বাজার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হয়েছে।

ওয়ালটনের গ্লোবাল বিজনেস শাখার ভাইস প্রেসিডেন্ট আব্দুর রউফ জানান, সর্বাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী ডিজাইন, আন্তর্জাতিক মান ও মূল্য প্রতিযোগিতা সক্ষমতায় বৈশ্বিক বাজারে অন্য ব্র্যান্ডের চেয়ে এগিয়ে রয়েছে ওয়ালটন এসি। ফলে বিশ্বের বিভিন্ন দেশে ওয়ালটন ব্র্যান্ডের এসি অতি অল্প সময়ের মধ্যে ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে আফ্রিকাসহ বিশ্বের উন্নত দেশগুলোতে প্রতিনিয়ত সম্প্রসারণ করা হচ্ছে ওয়ালটন এসির ব্র্যান্ড বিজনেস।

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে আন্তর্জাতিক মানের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের টেকসই পরিবেশবান্ধব বিদ্যুৎসাশ্রয়ী ক্যাসেট, সিলিং, চিলার ও ভিআরএফ এসি উৎপাদন করা হচ্ছে। এসব এসিতে আছে ফ্রস্ট ক্লিন, এয়ার প্লাজমা, থ্রি ইন ওয়ান কনভার্টার টেকনোলজি, স্মার্ট কন্ট্রোলসহ বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচার। এ ছাড়া রয়েছে অফলাইন ভয়েস কন্ট্রোল এসি, ব্লুটুথ ও এয়ার প্লাজমা ফিচারের থ্রি ইন ওয়ান কনভার্টার প্রযুক্তির এসি।

ওয়ালটনের ক্যাসেট টাইপ এসি ইন্টারনেট ছাড়াই ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোন থেকে নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি ওয়ালটন এসির কম্প্রেসর ব্যবহার করা হচ্ছে বিশ্বস্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব আর-২৯০ গ্যাস। আন্তর্জাতিক মানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ সনদ পাওয়ার পরই ওয়ালটনের প্রতিটি এসি স্থানীয় ও বৈশ্বিক বাজারে ছাড়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ নিয়ে প্রশ্ন তুললেন বীণা সিক্রি

ছড়িয়ে পড়ছে এইচএমপিভি ভাইরাস, লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ জানুন

ওবায়দুল কাদের–শেখ হেলাল পালিয়েছেন যশোর যুবদল নেতার সহযোগিতায়, দাবি সাবেক নেতার

এইচএসসি পরীক্ষা শুরু জুনের শেষ সপ্তাহে

আবুল খায়ের গ্রুপে চাকরি, শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত