স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ০৪
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ২৬

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের বার্ষিক বিক্রয় সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার কক্সবাজারের হোটেল সি প্যালেসে এই সম্মেলনের আয়োজন করা হয়। 

সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী, চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম, চিফ ফিন্যান্সিয়াল অফিসার আবদুল্লাহ আল জাবেদ, হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন মো. নঈমুল হাসান, হেড অব মার্কেটিং মো. ইমতিয়াজ ফিরোজসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

বিশ্বমানের খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড–রাঁধুনী, রুচি, চাষী, চপস্টিক ও আরামের মাধ্যমে অর্জন করেছে দেশ-বিদেশের অগণিত মানুষের আস্থা। বর্তমানে এই প্রতিষ্ঠান বিশ্বের ৩৬টিরও বেশি দেশে খাদ্যপণ্য রপ্তানি করছে। 

বিক্রয় সম্মেলনে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী বিক্রয় ও সেবার মান আরও বাড়িয়ে ভোক্তা ও পার্টনারদের মন জয় করার বিষয়ে জোর দেন। এ ছাড়া তিনি সব সদস্যকে সঠিকভাবে কাজের পরিকল্পনা প্রণয়ন এবং তা সুচারুভাবে বাস্তবায়নের মাধ্যমে মার্কেটে অন্যদের চেয়ে এগিয়ে থাকার ব্যাপারে বিশেষ উৎসাহ দেন। অনুষ্ঠানে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের নতুন দুটি পণ্যের মোড়ক উন্মোচন করা হয়। 

সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত সেলস অফিসার, টেরিটোরি সেলস অফিসার, এরিয়া সেলস ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজার, ডিভিশনাল সেলস ম্যানেজার ও বিভিন্ন কর্মকর্তা অংশগ্রহণ করেন। সম্মেলন শেষে অঞ্জন চৌধুরী ২০২৩ সালের সেরা পারফরমারদের হাতে পুরস্কার তুলে দেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত