‘ফ্রেন্ডস অব হিউম্যানিটি অ্যাওয়ার্ড’ পেলেন নাট্যনির্দেশক শামীম আহমেদ

বিজ্ঞপ্তি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ২০: ৪৯

পথশিশুদের কল্যাণে নিবেদিত সংগঠন ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশের মঞ্চ নাটকে বিশেষ অবদানের জন্য নাট্য নির্দেশক শামীম আহমেদকে ‘ফ্রেন্ডস অব হিউম্যানিটি অ্যাওয়ার্ড-২০২৩’ দিয়েছে। এলিফ্যান্ট রোডের কবিতা ক্যাফেতে অনুষ্ঠিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা দেওয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি রেজাউদ্দিন স্টালিন। এ সময় উপস্থিত ছিলেন কবি আসলাম সানি এবং সংগঠনের প্রধান উপদেষ্টা মেহেবুব হক।

বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম সংগঠন ফরিদপুর থিয়েটারের একনিষ্ঠ কর্মী ও সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ অভিনয়ের পাশাপাশি নাটক নির্দেশনায় তাঁর যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন। সম্প্রতি ফরিদপুর থিয়েটার এবং বাগেরহাট থিয়েটার কর্তৃক যৌথ প্রযোজিত নতুন নাটক ‘রাজা গিলগামেশ’ দেশব্যাপী ব্যাপক প্রশংসিত হয়েছে।

‘রাজা গিলগামেশ’ নাটকটি রচনা করেছেন তুষার রায় এবং নির্দেশনায় ছিলেন শামীম আহমেদ। শামীম আহমেদ নির্দেশিত অন্য নাটকগুলোর মধ্যে রয়েছে মাটিয়াল, মুক্তি, একাত্তরের নদের চাঁদ এবং গুনিন আখ্যান, নির্দেশনা। এ ছাড়া তিনি ফরিদপুর থিয়েটার প্রযোজিত নাটক ত্রিংশ শতাব্দী, কাজলরেখা, ডাকঘর, মাটিয়াল এবং মাইমো ড্রামা জাদুর প্রদ্বীপেও অভিনয় করে প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত