Ajker Patrika

ইউসিবির ঢাকা ও কুমিল্লা অঞ্চলের ব্যবসা-পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি
ইউসিবির ঢাকা ও কুমিল্লা অঞ্চলের ব্যবসা-পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ঢাকা ও কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শাখা ব্যবস্থাপকের সঙ্গে অগ্রগতি বিষয়ক এক ব্যবসা-পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এই সভা হয়। 

ব্যবসা-পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরা। 
 
ব্যবসায়িক পর্যালোচনা সভায় ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম, গ্রাহক পরিষেবার উন্নয়ন এবং কৌশলগত কর্মপন্থা প্রণয়নসহ সার্বিক প্রবৃদ্ধির বিষয় আলোচিত হয়। সভায় অংশগ্রহণকারীরা ইউসিবির সাফল্য, অগ্রগতি ও ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে তাদের সুচিন্তিত মত প্রকাশ করেন। এ ছাড়া, সেরা সাফল্য অর্জনকারী শাখাগুলোকে পুরস্কৃতও করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত