জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

বিজ্ঞপ্তি
Thumbnail image
নুহের লতিফ খান। ছবি: সংগৃহীত

জুলস পাওয়ার লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক নুহের লতিফ খানকে আজ শনিবার বিকেলে ঢাকার বনানী সেনা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। এর আগে একই দিনে বাদ আসর রাজধানীর বারিধারা কূটনৈতিক জোন জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

১৪ জানুয়ারি সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে নুহের লতিফ মারা যান। তাঁর বয়স হয়েছিল ৪২ বছর।

প্রয়াত নুহের লতিফ খান ছিলেন দেশ এনার্জি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক। তাঁর গতিশীল নেতৃত্বে কোম্পানিটি সফলভাবে ১১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটি পোর্টফোলিও তৈরি করেছে, যার মধ্যে রয়েছে তরল জ্বালানি ও গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।

২০১৩ সালে দেশ এনার্জি লিমিটেড ছাড়ার পর তিনি পুনর্নবায়নযোগ্য শক্তিতে মনোযোগ দেন এবং জুলস পাওয়ার লিমিটেড (জেপিএল) প্রতিষ্ঠা করেন। জেপিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নুহের লতিফ টেকনাফে বাংলাদেশের প্রথম ২০ মেগাওয়াট এসি ইউটিলিটি-স্কেল, জাতীয় গ্রিড-টাইড সৌরবিদ্যুৎকেন্দ্র সফলভাবে বাস্তবায়ন করেন।

সংক্ষিপ্ত জীবনে নুহের লতিফ মুক্তাগাছায় ২০ মেগাওয়াট এসির আরেকটি গ্রিড-টাইড সৌরবিদ্যুৎ প্রকল্প এবং বিভিন্ন ছাদে ওপেক্স পোর্টফোলিও স্থাপন করেন।

নুহের লতিফ পরিবার-পরিজন, অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ী ও সহকর্মী রেখে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত