বিজ্ঞপ্তি
দেশের শীর্ষ পেইন্ট সলিউশন প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের লাক্সারি সিরিজে যুক্ত হলো নতুন প্রোডাক্ট ‘বার্জার লাক্সারি ম্যাট’। বাংলাদেশের প্রথম এবং একমাত্র পেইন্ট সলিউশন কোম্পানি হিসেবে প্রিমিয়াম ক্যাটাগরির এই ম্যাট ফিনিশ প্রোডাক্ট বাজারে এনেছে বার্জার পেইন্টস।
ম্যাট ফিনিশ প্রোডাক্ট বর্তমানে রুচিশীল এবং অভিজাত ব্যক্তিদের পছন্দের শীর্ষে রয়েছে। গাড়িতে, রূপসজ্জায়, ফার্নিচারে কিংবা দেয়ালের রঙে ম্যাট ফিনিশকে দেওয়া হচ্ছে বিশেষ প্রাধান্য। আর তাই ডিজাইনে যারা পরিমিতিবোধ এবং আধুনিক নান্দনিকতার মিশেল পছন্দ করে থাকেন, বার্জার লাক্সারি ম্যাট তাদের কথা মাথায় রেখেই বাজারে আনা হয়েছে।
পারফেক্ট কালার ক্লারিটি এবং কাভারেজের জন্য পরিচিত ম্যাট ফিনিশে আলো খুব বেশি প্রতিফলিত হয় না। ফলে সারফেসে বিদ্যমান অমসৃণ কোনো কিছু চোখে সহজে ধরা পড়ে না।
বার্জার লাক্সারি ম্যাটের উন্মোচন প্রসঙ্গে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, ‘বার্জার সব সময়ই কনজিউমারদের রুচি এবং পছন্দের কথা ভেবে নতুন সব উদ্ভাবনকে প্রাধান্য দিয়ে এসেছে। এই ধারাবাহিকতায় যারা ম্যাট ফিনিশ প্রোডাক্ট পছন্দ করে তাদের কথা মাথায় রেখে বাংলাদেশে প্রথমবার লাক্সারি ম্যাট ফিনিশ প্রোডাক্ট বাজারে আনতে পেরে আমরা আনন্দিত। আশা করছি বার্জারের অন্যান্য প্রোডাক্টের মতো লাক্সারি ম্যাটও কনজিউমারদের মধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হবে।’
ফেদার টাচ টেকনোলজি সমৃদ্ধ বার্জার লাক্সারি ম্যাট অ্যান্টি-ব্যাকটেরিয়ার এবং লো ভিওসি পেইন্ট। এ ছাড়াও পেইন্টটি সুপিরিয়র দাগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন, যার ফলে দেয়ালের ময়লা ও দাগ খুব সহজেই মুছে ফেলা যায়। বার্জার লাক্সারি ম্যাট খুব দ্রুত ভোক্তাদের মন জয় করে নিতে সক্ষম হবে বলে বিশ্বাস প্রোডাক্ট সংশ্লিষ্টদের।
দেশের শীর্ষ পেইন্ট সলিউশন প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের লাক্সারি সিরিজে যুক্ত হলো নতুন প্রোডাক্ট ‘বার্জার লাক্সারি ম্যাট’। বাংলাদেশের প্রথম এবং একমাত্র পেইন্ট সলিউশন কোম্পানি হিসেবে প্রিমিয়াম ক্যাটাগরির এই ম্যাট ফিনিশ প্রোডাক্ট বাজারে এনেছে বার্জার পেইন্টস।
ম্যাট ফিনিশ প্রোডাক্ট বর্তমানে রুচিশীল এবং অভিজাত ব্যক্তিদের পছন্দের শীর্ষে রয়েছে। গাড়িতে, রূপসজ্জায়, ফার্নিচারে কিংবা দেয়ালের রঙে ম্যাট ফিনিশকে দেওয়া হচ্ছে বিশেষ প্রাধান্য। আর তাই ডিজাইনে যারা পরিমিতিবোধ এবং আধুনিক নান্দনিকতার মিশেল পছন্দ করে থাকেন, বার্জার লাক্সারি ম্যাট তাদের কথা মাথায় রেখেই বাজারে আনা হয়েছে।
পারফেক্ট কালার ক্লারিটি এবং কাভারেজের জন্য পরিচিত ম্যাট ফিনিশে আলো খুব বেশি প্রতিফলিত হয় না। ফলে সারফেসে বিদ্যমান অমসৃণ কোনো কিছু চোখে সহজে ধরা পড়ে না।
বার্জার লাক্সারি ম্যাটের উন্মোচন প্রসঙ্গে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, ‘বার্জার সব সময়ই কনজিউমারদের রুচি এবং পছন্দের কথা ভেবে নতুন সব উদ্ভাবনকে প্রাধান্য দিয়ে এসেছে। এই ধারাবাহিকতায় যারা ম্যাট ফিনিশ প্রোডাক্ট পছন্দ করে তাদের কথা মাথায় রেখে বাংলাদেশে প্রথমবার লাক্সারি ম্যাট ফিনিশ প্রোডাক্ট বাজারে আনতে পেরে আমরা আনন্দিত। আশা করছি বার্জারের অন্যান্য প্রোডাক্টের মতো লাক্সারি ম্যাটও কনজিউমারদের মধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হবে।’
ফেদার টাচ টেকনোলজি সমৃদ্ধ বার্জার লাক্সারি ম্যাট অ্যান্টি-ব্যাকটেরিয়ার এবং লো ভিওসি পেইন্ট। এ ছাড়াও পেইন্টটি সুপিরিয়র দাগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন, যার ফলে দেয়ালের ময়লা ও দাগ খুব সহজেই মুছে ফেলা যায়। বার্জার লাক্সারি ম্যাট খুব দ্রুত ভোক্তাদের মন জয় করে নিতে সক্ষম হবে বলে বিশ্বাস প্রোডাক্ট সংশ্লিষ্টদের।
করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে সাউথইস্ট ব্যাংক পিএলসি কৃষি খাতের উৎপাদন বৃদ্ধি, কৃষি যন্ত্রপাতি ক্রয় ও কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য কৃষকদের আর্থিক সহায়তা দিয়েছে।
৮ ঘণ্টা আগেএসবিএসি ব্যাংক পিএলসি মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছেন। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটে এই কর্মশালা হয়।
৮ ঘণ্টা আগে‘প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি’ ক্যাম্পেইনের অংশ হিসেবে খুলনা কলেজিয়েট গার্লস স্কুল এবং কেসিসি উইমেন্স কলেজে দুটি কম্পিউটার ও শিক্ষাসামগ্রী দিয়েছে আইএফআইসি ব্যাংক পিএলসি।
৯ ঘণ্টা আগেডেস্কটপ কম্পিউটারে বিশাল মূল্যহ্রাস করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানের এএমডি রাইজেন প্রসেসর সমৃদ্ধ এভিয়ান সিরিজের ডেস্কটপে এই আকর্ষণীয় মূল্যহ্রাস করা হয়েছে। এর আওতায় এভিয়ান ডব্লিউডিপিসি ৩৪০ জি ১৩ মডেলে
১০ ঘণ্টা আগে