বিজ্ঞপ্তি
রমজান মাসের আনন্দ বাড়িয়ে তুলতে মেগা ঈদ সেলের আয়োজন করেছে ইশো। সব ধরনের কালেকশন ও পণ্যে থাকছে শতকরা ২৫ ভাগ পর্যন্ত ছাড়। বর্তমানে আধুনিক লাইফস্টাইল ও বৈশ্বিক ডিজাইনের সমার্থক হয়ে উঠেছে ব্র্যান্ডটি।
৫ এপ্রিল থেকে ইশোর মেগা সেল শুরু হচ্ছে। ক্রেতারা www.isho.com অথবা এর চারটি স্টোরের যেকোনোটি থেকে কেনাকাটা করতে পারবেন। সম্প্রতি মোহাম্মদপুরে চালু হয়েছে ইশোর নতুন এক্সপেরিয়েন্স সেন্টার।
২২ এপ্রিল পর্যন্ত চলবে ইশোর ঈদ সেল। এ নিয়ে সম্প্রতি ভিডিও সিরিজও প্রচার করা শুরু করেছে ব্র্যান্ডটি। এর মাধ্যমে রমজান মাসে লিভিং, ডাইনিং ও বেডরুম স্পেসকে সাজিয়ে তোলার অনুপ্রেরণা পাবেন দর্শকেরা। ক্রেতাদের কেনাকাটাকে সহজ করে তোলার জন্য এই ভিডিওগুলোতে ইশোর সব ক্যাটাগরির পণ্যকে তুলে ধরা হবে। এসব পণ্যের মধ্যে আছে নতুন মন্টপেলিয়ার লাক্সারি কালেকশন এবং ইশোর বৈচিত্র্যময় লাইফস্টাইল এক্সেসরিজ।
এ ছাড়া, আধুনিক গিফটিং প্ল্যাটফর্ম কিউরেটর সঙ্গে মিলিতভাবে তিনটি বিশেষ রমজান গিফট বক্স চালু করেছে ব্র্যান্ডটি।
এ ছাড়া আধুনিক বাড়ির জন্য বিশেষভাবে ডিজাইন করা, লিমিটেড-এডিশন চার নারী সিরিজ বাজারে আনতে প্রখ্যাত চিত্রশিল্পী কনক চাঁপা চাকমার সঙ্গে মিলিতভাবে কাজ করেছে ব্র্যান্ডটি। চারটি কুশনের এই কালেকশনটি শিল্পীর দৃষ্টিতে বাংলাদেশের উল্লেখযোগ্য চার শ্রেণির নারীকে তুলে ধরেছে। নিজেদের বাড়ি বা অফিসকে যারা সাজিয়ে তুলতে চান, তাদের জন্য এই কালেকশন হতে পারে একটি চমৎকার সমাধান।
ক্রেতারা বিশেষ গিফট কার্ডও বেছে নিতে পারেন। ১০০ টাকার বেশি যেকোনো পরিমাণে এই কার্ড কাস্টমাইজ করা যাবে।
ইশোর সমৃদ্ধ ক্যাটালগে আছে ৫০ টির বেশি কালেকশনে ৪ হাজার ৫০০ বেশি পণ্য। এর প্রতিটি পণ্যই গ্রাহককে দেবে বৈশ্বিক লাইফস্টাইলের স্বাদ।
রমজান মাসের আনন্দ বাড়িয়ে তুলতে মেগা ঈদ সেলের আয়োজন করেছে ইশো। সব ধরনের কালেকশন ও পণ্যে থাকছে শতকরা ২৫ ভাগ পর্যন্ত ছাড়। বর্তমানে আধুনিক লাইফস্টাইল ও বৈশ্বিক ডিজাইনের সমার্থক হয়ে উঠেছে ব্র্যান্ডটি।
৫ এপ্রিল থেকে ইশোর মেগা সেল শুরু হচ্ছে। ক্রেতারা www.isho.com অথবা এর চারটি স্টোরের যেকোনোটি থেকে কেনাকাটা করতে পারবেন। সম্প্রতি মোহাম্মদপুরে চালু হয়েছে ইশোর নতুন এক্সপেরিয়েন্স সেন্টার।
২২ এপ্রিল পর্যন্ত চলবে ইশোর ঈদ সেল। এ নিয়ে সম্প্রতি ভিডিও সিরিজও প্রচার করা শুরু করেছে ব্র্যান্ডটি। এর মাধ্যমে রমজান মাসে লিভিং, ডাইনিং ও বেডরুম স্পেসকে সাজিয়ে তোলার অনুপ্রেরণা পাবেন দর্শকেরা। ক্রেতাদের কেনাকাটাকে সহজ করে তোলার জন্য এই ভিডিওগুলোতে ইশোর সব ক্যাটাগরির পণ্যকে তুলে ধরা হবে। এসব পণ্যের মধ্যে আছে নতুন মন্টপেলিয়ার লাক্সারি কালেকশন এবং ইশোর বৈচিত্র্যময় লাইফস্টাইল এক্সেসরিজ।
এ ছাড়া, আধুনিক গিফটিং প্ল্যাটফর্ম কিউরেটর সঙ্গে মিলিতভাবে তিনটি বিশেষ রমজান গিফট বক্স চালু করেছে ব্র্যান্ডটি।
এ ছাড়া আধুনিক বাড়ির জন্য বিশেষভাবে ডিজাইন করা, লিমিটেড-এডিশন চার নারী সিরিজ বাজারে আনতে প্রখ্যাত চিত্রশিল্পী কনক চাঁপা চাকমার সঙ্গে মিলিতভাবে কাজ করেছে ব্র্যান্ডটি। চারটি কুশনের এই কালেকশনটি শিল্পীর দৃষ্টিতে বাংলাদেশের উল্লেখযোগ্য চার শ্রেণির নারীকে তুলে ধরেছে। নিজেদের বাড়ি বা অফিসকে যারা সাজিয়ে তুলতে চান, তাদের জন্য এই কালেকশন হতে পারে একটি চমৎকার সমাধান।
ক্রেতারা বিশেষ গিফট কার্ডও বেছে নিতে পারেন। ১০০ টাকার বেশি যেকোনো পরিমাণে এই কার্ড কাস্টমাইজ করা যাবে।
ইশোর সমৃদ্ধ ক্যাটালগে আছে ৫০ টির বেশি কালেকশনে ৪ হাজার ৫০০ বেশি পণ্য। এর প্রতিটি পণ্যই গ্রাহককে দেবে বৈশ্বিক লাইফস্টাইলের স্বাদ।
শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসার পরিস্থিতি পর্যালোচনা করে সুপারিশ দিতে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করে গতকাল রোববার প্রজ্ঞাপন জ
২ ঘণ্টা আগেনভেম্বরের প্রথম ২৩ দিনে প্রবাসীরা ১৭৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। ধারাবাহিক বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেমিট্যান্স ২.২৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
৩ ঘণ্টা আগেতৈরি পোশাকশিল্পের বার্ষিক মজুরি বৃদ্ধি নিয়ে মালিকপক্ষ ৬ শতাংশ ও শ্রমিকপক্ষ ১৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। আলোচনার অগ্রগতি হয়নি, ২৮ নভেম্বর চতুর্থ বৈঠক হবে।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল ঢাকার নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামীপন্থি নীল দল। ১৫টি পদের মধ্যে ৯টিতে জয়লাভ করে তারা। বিএনপি-জামায়াত সমর্থিত সবুজ দল থেকে ১টি এবং স্বতন্ত্র হলুদ দল ৫টি পদে বিজয়ী হয়েছে।
৪ ঘণ্টা আগে