‘আমরা মানুষ ফাউন্ডেশন’-এর মানবিক উদ্যোগের পাশে ‘স্বপ্ন’

অনলাইন ডেস্ক
Thumbnail image

সমাজের দৃষ্টি প্রতিবন্ধী ও অসহায় মানুষের জন্য দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছে ‘আমরা মানুষ ফাউন্ডেশন’। ‘স্বপ্নের সাথে আলোর পথে’ নামে অনুষ্ঠান আয়োজন করে ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ দৃষ্টি প্রতিবন্ধীকে ডিজিটাল সাদা ছড়ি, ঈদের পোশাক ও নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করে রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’।

গতকাল সোমবার দুপুর ২টায় রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশনের অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ফাউন্ডেশনের সভাপতি শামীমা ইসলাম তুষ্টি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দেশের জনপ্রিয় সুপারশপ স্বপ্ন’র রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, জেসি আই এচিভার্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘আমরা সকলে আমি আমি ভাবি বলেই আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্বের আজ এই অবস্থা। আমি ভাবনা ছেড়ে দিয়ে সবাই যদি আমাদের নিয়ে ভাবতো তাহলেই পরিবার ও রাষ্ট্রের সবখানে সুখ শান্তি ফিরে আসবে।’ 

মেয়র আতিক আরও বলেন, ‘আমরা একা নই, সবাই সবাইকে নিয়ে বাঁচব। সবার কথা ভাবব। সমাজের ধনী ও গরিব সবার সুখে সুখী এবং বিপদে পাশে দাঁড়াব। আজ আমরা মানুষ ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। সেই সঙ্গে সুপারশপ স্বপ্ন এবং জেসিআইকে এই অনুষ্ঠান পৃষ্ঠপোষকতার জন্য ধন্যবাদ জানাই।’ 

স্বপ্ন’র রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, ‘এমন মহতী উদ্যোগের জন্য আমরা মানুষ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শামীমা ইসলাম তুষ্টি, অনুষ্ঠানে উপস্থিত মাননীয় মেয়র আতিকুল ইসলামসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। স্বপ্ন অনেক দিন ধরেই এই ধরনের অনুষ্ঠানে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করার চেষ্টা করছে। যেমন: সমাজের স্পেশাল চাইল্ড, ট্রান্সজেন্ডার, করোনাকালীন সময়ে সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা, করোনাকালীন বাজার সংকটের কারণে বিপাকে পড়া কৃষকের পাশে দাঁড়ানোসহ অনেক মানবিক কাজে সম্পৃক্ত থাকার সব সময় চেষ্টা করে আসছে স্বপ্ন। আমরা মানুষ ফাউন্ডেশনের সাথে আগেও স্বপ্ন ছিল। সবশেষে বলতে চাই, এমন মহতী উদ্যোগে অতীতেও আমরা ছিলাম, সামনেও সব সময় পাশে থাকবে ‘স্বপ্ন’।’ 

অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতার জন্য দেশের অন্যতম রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’ ও জেসিআই এচিভার্সের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে আমরা মানুষ ফাউন্ডেশনের সভাপতি শামীমা ইসলাম তুষ্টি বলেন, ‘টেকসই উন্নয়নের লক্ষ্য প্রতিপাদ্যে আমরা বাংলাদেশের প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত করতে, দক্ষতা উন্নয়ন, নারীদের কর্মসংস্থান, সামাজিক বিষয়ে সচেতনতা, স্বাস্থ্য ও দুর্যোগ পরবর্তী সহায়তা প্রদান, প্রযুক্তির উদ্ভাবনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা ও কার্যক্রম পরিচালনায় কাজ করছে আমরা মানুষ ফাউন্ডেশন। এবার আমরা সমাজের দৃষ্টি প্রতিবন্ধী ভাই ও বোনেদের হাতে তাদের হাটবার জন্য ডিজিটাল লাঠিঁ ও খাদ্য সামগ্রী তুলে দেওয়ার চেষ্টা করেছি। আমরা মানুষ ফাউন্ডেশনের পাশে থেকে সাহস দিয়ে এগিয়ে নেওয়ার জন্য মেয়র আতিকুল ইসলাম (ঢাকা উত্তর) আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত