ডিজিটাল পেমেন্ট সমাধানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও শপআপের চুক্তি

বিজ্ঞপ্তি
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ১৫: ৪৯

শীর্ষস্থানীয় ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ই-কমার্স শপআপের সহযোগী প্ল্যাটফর্ম ‘মোকাম’-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ইন্টিগ্রেশনের মাধ্যমে স্বয়ংক্রিয় অর্থ প্রদান ব্যবস্থা শুরুর লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই তাৎক্ষণিক ডিজিটাল পেমেন্ট সলিউশনের নাম রাখা হয়েছে-মুভ মানি পেমেন্ট এপিআই। 

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ চলতি মূলধন ব্যবস্থাপনা এবং দাবি নিষ্পত্তি প্রক্রিয়া সহজ করতে শপআপ এবং মোকামকে সাহায্য করছে, যা তাদের দ্রুত পণ্য কেনাবেচা নিশ্চিত করে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং মোকামের মধ্যে মুভ মানি পেমেন্ট এপিআই সংযোগ বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকটি মোকামকে এবং বড় পরিসরে শপআপকে একটি নিরাপদ, স্বচ্ছ এবং দ্রুত পেমেন্ট প্রবাহ দিচ্ছে। 

এপিআইয়ের পাশাপাশি রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) এবং বুক ট্রান্সফারের মতো পেমেন্ট ব্যবস্থা পণ্যেও জোগান ও সরবরাহ করার ক্ষেত্রে কাজ করছে। চাহিদামত, সময়োপযোগী ও নিরবচ্ছিন্ন লেনদেন চালু রাখা শপআপ ও মোকামের লক্ষ্য, যা পূরণে এই ব্যবস্থা দৃঢ়ভাবে কাজ করবে। 

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের হেড অব ট্রান্সেকশন ব্যাংকিং লুৎফুল আরেফিন খান বলেন, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশে ব্যাংকিং উদ্ভাবনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছে। বিশেষ করে দেশে ক্রেডিট কার্ডের যাত্রা শুরু হয় এই ব্যাংকের মাধ্যমেই। মুভ মানি পেমেন্ট এপিআই চালু করতে পেরে আমরা গর্বিত। দৃঢ় এপিআই কানেকটিভিটির মাধ্যমে আমাদের গ্রাহকের ডিজিটাল লেনদেনের গতি নিরবচ্ছিন্ন রাখতে সহায়তা করবে। এটা ডাটা নিরাপত্তা নিশ্চিত করবে এবং দেরি হওয়া ও ভুল-ভ্রান্তি রোধ করবে।’ 

শপআপের কো ফাউন্ডার ও চিফ প্রোডাক্ট অফিসার আতাউর রহিম চৌধুরী বলেন, ‘দারুণ সলিউশন নিয়ে আমাদের পাশে থাকার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশকে অভিনন্দন। আমাদের দৃঢ় বিশ্বাস মুভ মানি পেমেন্টে এপিআই আমাদের কাজ ও লেনদেনকে আরও সহজ করে তুলবে।’ 

 ১১৯ বছরেরও বেশি সময় ধরে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাওয়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ এই দেশের একমাত্র মাল্টিন্যাশনাল ইউনিভার্সাল ব্যাংক। নগদ, বাণিজ্যিকসহ বিভিন্ন ব্যাংকিং কার্যক্রমে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে, স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্রাহক এবং তাঁদের বাড়তে থাকা চাহিদা পূরণে বিভিন্ন ডিজিটাল অফারিংসহ অত্যাধুনিক সলিউশন নিয়ে আসছে। 

বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসায় বি টু বি কমার্স প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে শপআপ। প্রযুক্তি ব্যবহার করে সহজেই পণ্য সরবরাহ নিশ্চিত করা এর উদ্দেশ্য। শপআপের বি টু বি কমার্স প্ল্যাটফর্ম হচ্ছে মোকাম। ক্ষুদ্র ব্যবসায়ীদের বড় পরিসরের বাজারের সন্ধান দেওয়া ও ৫০ টিরও বেশি জেলায় সরবরাহ নিশ্চিত করে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসার পরিধি বাড়াতে কাজ করে। ২০২৩ সালে বিশ্বের অন্যতম উদ্ভাবন হিসেবে স্বীকৃতি পায় শপআপ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত