Ajker Patrika

টেলিটক ও বিবিএসের মধ্যে ডিজিটাল সেবাসংক্রান্ত চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক
আপডেট : ২৯ জুন ২০২২, ১৪: ০৬
টেলিটক ও বিবিএসের মধ্যে ডিজিটাল সেবাসংক্রান্ত চুক্তি স্বাক্ষর

টেলিটক বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম ইন ডিজিটাল প্ল্যাটফর্ম প্রকল্পের মধ্যে মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট ও ডিজিটাল সেবাসংক্রান্ত একটি করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সম্মেলনকক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 

এই চুক্তির আওতায় টেলিটক বাংলাদেশ লিমিটেড পরিসংখ্যান ব্যুরোকে দেশব্যাপী পরিসংখ্যান কার্যক্রম পরিচালনার জন্য সাশ্রয়ী মূল্যে টেলিযোগাযোগ ও ডিজিটাল সেবা প্রদান করবে। টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষে অতিরিক্ত মহাব্যবস্থাপক (করপোরেট সেলস) সাইফুর রহমান খান এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পক্ষে প্রকল্প পরিচালক মো. আলমগীর হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পক্ষে প্রতিষ্ঠানের মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, সেন্সাস উইংয়ের পরিচালক মোহাম্মদ আব্দুল কাদির মিয়া, উপপরিচালক নাঈমা আক্তার এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষে সিনিয়র ম্যানেজার এম এম আসাদুল্লাহ, ডেপুটি ম্যানেজার মো. শহিদুল ইসলাম ও সহকারী ব্যবস্থাপক কাজী মোহাম্মদ এহসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত