Ajker Patrika

ঈদ উপলক্ষে এমিরেটসে যুক্ত হচ্ছে ১৭টি ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক
এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে। ফাইল ছবি
এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে। ফাইল ছবি

আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে বর্ধিত যাত্রী চাহিদা সামলাতে এমিরেটস এয়ারলাইনস আগামী ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত মধ্যপ্রাচ্য/জিসিসি অঞ্চলের জেদ্দা, কুয়েত, দাম্মাম ও আম্মানের জন্য অতিরিক্ত ১৭টি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

এমিরেটস এক বিবৃতিতে জানায়, চলতি ঈদের ছুটিতে এসব অঞ্চলে ৩ লাখ ৭১ হাজারেরও বেশি যাত্রী এমিরেটসে ভ্রমণ করবেন বলে আশা করা হচ্ছে। আম্মান ও আম্মান থেকে ৬টি এবং দাম্মাম ও দাম্মাম থেকে ৫টি অতিরিক্ত ফ্লাইট পরিচালিত হবে। এছাড়াও, জেদ্দা থেকে অতিরিক্ত ৬টি এবং কুয়েত থেকে ২টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

ঈদের ঐতিহ্য অনুযায়ী, এমিরেটস নির্দিষ্ট কিছু ফ্লাইটের সব শ্রেণীতে বিশেষ ঈদ মেন্যু অফার করবে। সুস্বাদু খাবারের তালিকায় থাকবে—চিকেন মাতফি, প্রন মাতফি, চিকেন মাতলুবেহ, মিক্সড গ্রিল, যেমন—চিকেন শীষটাউক ও ল্যাম্ব কোপতা, হালুয়া ব্রাউনি, পেজতা কেক ও অন্যান্য।

ঈদের ছুটিতে ভ্রমণকারী যাত্রীরা এমিরেটসের ইনফ্লাইট বিনোদন ব্যবস্থায় ৬ হাজার ৫ শর বেশি চ্যানেলের মাধ্যমে অসংখ্য বৈচিত্র্যময় কনটেন্ট উপভোগ করতে পারবেন। যার মধ্যে রয়েছে ৮০টি আরবিসহ ২ হাজারের বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র।

এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত