Ajker Patrika

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও সিপিডিএলের মধ্যে সমঝোতা স্মারক সই

বিজ্ঞপ্তি
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও সিপিডিএলের মধ্যে সমঝোতা স্মারক সই

রিয়েল এস্টেট, নির্মাণ, লিফটসহ বিভিন্ন ইলেক্ট্রোমেকানিক্যাল ইনস্টলেশন পরিষেবা দেওয়া সংগঠন সিএ-প্রপারটি ডেভেলপমেন্ট লিমিটেডের (সিপিডিএল) সঙ্গে সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সমঝোতা স্মারক সই হয়েছে।

সমঝোতা স্মারকের ফলে সিপিডিএলের গ্রাহকদের আকর্ষণীয় হারে ইউসিবির হোম লোন সুবিধা দেওয়া হবে এবং ইউসিবির গ্রাহকেরা অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে সিপিডিএল থেকে অগ্রাধিকার ভিত্তিতে সুবিধা পাবেন। এ ছাড়া, সিপিডিএলের কর্মীরা ইউসিবি থেকে একচেটিয়া করপোরেট এক্সিকিউটিভ প্যাকেজ (পেরোল ব্যাংকিং সলিউশন) উপভোগ করবেন।

সিবিডিএলের চিফ বিজনেস অফিসার জিয়াউল হক খান এবং ইউসিবির রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শফিকুর রহমান ইউসিবির প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ টি এম তাহমিদুজ্জামান এফসিএস, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট ও ন্যাশনাল সেলস ডিভিশনের প্রধান মোহাম্মদ শাজেদুল হক ম্রিধা, সিবিডিএলের জেনারেল ম্যানেজার ইফতিখার উদ্দিন চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত