বিজ্ঞপ্তি
রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম উবার বাংলাদেশ লিমিটেডের সঙ্গে করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে গ্রামীণফোন। গ্রামীণফোনের দেশব্যাপী বিস্তৃত ফোরজি নেটওয়ার্কের মাধ্যমে উবারের রাইড সেবা সবার কাছে পৌঁছে দিতে এ চুক্তি করা হয়।
গত ৩০ অক্টোবর রাজধানীর জিপি হাউসে এ নিয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর ও সেগমেন্ট হেড এম শাওন আজাদ এবং হেড অব গভর্নেন্স অ্যান্ড সিওপিসি সিস্টেমস কাজী হাসান মাহমুদ।
অন্যদিকে, অনুষ্ঠানে উবারের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বাংলাদেশ ও পূর্ব ভারতের রিজিওন হেড মোহাম্মদ আলী আরমানুর রহমান এবং বিজনেস অপারেশন্স এর সিনিয়র ম্যানেজার তাসনিয়া আফরিন। এছাড়াও, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব লার্জ অ্যাকাউন্টস আরিফুর রহমান, কি অ্যাকাউন্ট ম্যানেজার প্রমা প্রতীম, ব্র্যান্ড ম্যানেজার সামিউল হক আসিফ, পার্টনারশিপ ম্যানেজার নাসার আহমেদ, প্রোডাক্ট ম্যানেজার সানজানা খান শাম্মী উপস্থিত ছিলেন।
পাশাপাশি এ সময় উবারের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মার্কেটিং অ্যাসিসট্যান্ট সুমাইয়া সালসাবিল ও বিজনেস গ্রোথ এক্সিকিউটিভ মো. ফেরদৌস রাহী।
গ্রামীণফোন ব্যবহারকারীরা ‘খেলা হবে উবার এ’ ক্যাম্পেইনের অধীনে উবার ট্রিপ করে সর্বোচ্চ রান স্কোর করে একটি আইফোন ১৪ প্রো ম্যাক্স জেতার সুযোগ পাবেন। এ ক্যাম্পেইনটি গত ১৭ অক্টোবর শুরু হয়েছে, যা আগামী ১৪ নভেম্বর পর্যন্ত চলবে।
ক্যাম্পেইন চলাকালীন সময়ে প্রতি সপ্তাহে গ্রামীণফোন শীর্ষ ১১ স্কোরধারীর মধ্যে যারা ১০০ ও ৫০ রান করবেন তাদের যথাক্রমে বিনামূল্যে ৫০ জিবি ও ৩০ জিবি ইন্টারনেট দেবে। স্কোর করতে হলে গ্রামীণফোন ব্যবহারকারীদের উবারের ট্রিপ নিতে হবে। গ্রাহকেরা মোটো ট্রিপের জন্য ৫ রান, সিএনজির জন্য ৬ রান, উবারএক্স এর জন্য ১০, প্রিমিয়ার এর জন্য ১৫ রান, এক্সএল ও ইন্টারসিটির জন্য ২০ রান এবং রেন্টাল ট্রিপের জন্য ২৫ রান পাবেন।
রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম উবার বাংলাদেশ লিমিটেডের সঙ্গে করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে গ্রামীণফোন। গ্রামীণফোনের দেশব্যাপী বিস্তৃত ফোরজি নেটওয়ার্কের মাধ্যমে উবারের রাইড সেবা সবার কাছে পৌঁছে দিতে এ চুক্তি করা হয়।
গত ৩০ অক্টোবর রাজধানীর জিপি হাউসে এ নিয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর ও সেগমেন্ট হেড এম শাওন আজাদ এবং হেড অব গভর্নেন্স অ্যান্ড সিওপিসি সিস্টেমস কাজী হাসান মাহমুদ।
অন্যদিকে, অনুষ্ঠানে উবারের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বাংলাদেশ ও পূর্ব ভারতের রিজিওন হেড মোহাম্মদ আলী আরমানুর রহমান এবং বিজনেস অপারেশন্স এর সিনিয়র ম্যানেজার তাসনিয়া আফরিন। এছাড়াও, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব লার্জ অ্যাকাউন্টস আরিফুর রহমান, কি অ্যাকাউন্ট ম্যানেজার প্রমা প্রতীম, ব্র্যান্ড ম্যানেজার সামিউল হক আসিফ, পার্টনারশিপ ম্যানেজার নাসার আহমেদ, প্রোডাক্ট ম্যানেজার সানজানা খান শাম্মী উপস্থিত ছিলেন।
পাশাপাশি এ সময় উবারের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মার্কেটিং অ্যাসিসট্যান্ট সুমাইয়া সালসাবিল ও বিজনেস গ্রোথ এক্সিকিউটিভ মো. ফেরদৌস রাহী।
গ্রামীণফোন ব্যবহারকারীরা ‘খেলা হবে উবার এ’ ক্যাম্পেইনের অধীনে উবার ট্রিপ করে সর্বোচ্চ রান স্কোর করে একটি আইফোন ১৪ প্রো ম্যাক্স জেতার সুযোগ পাবেন। এ ক্যাম্পেইনটি গত ১৭ অক্টোবর শুরু হয়েছে, যা আগামী ১৪ নভেম্বর পর্যন্ত চলবে।
ক্যাম্পেইন চলাকালীন সময়ে প্রতি সপ্তাহে গ্রামীণফোন শীর্ষ ১১ স্কোরধারীর মধ্যে যারা ১০০ ও ৫০ রান করবেন তাদের যথাক্রমে বিনামূল্যে ৫০ জিবি ও ৩০ জিবি ইন্টারনেট দেবে। স্কোর করতে হলে গ্রামীণফোন ব্যবহারকারীদের উবারের ট্রিপ নিতে হবে। গ্রাহকেরা মোটো ট্রিপের জন্য ৫ রান, সিএনজির জন্য ৬ রান, উবারএক্স এর জন্য ১০, প্রিমিয়ার এর জন্য ১৫ রান, এক্সএল ও ইন্টারসিটির জন্য ২০ রান এবং রেন্টাল ট্রিপের জন্য ২৫ রান পাবেন।
আমাদের শেয়ারবাজার অনেক সংকুচিত। গত ১৫ বছরে শেয়ারবাজার অনেক পিছিয়েছে। একই সময়ে বিশ্বের অন্য সব দেশের শেয়ারবাজার এগিয়েছে। এই অবস্থায় বর্তমান সময়ে দেশের সব স্টেকহোল্ডাররা বাংলাদেশের শেয়ারবাজারকে এগিয়ে নিতে ইতিবাচকভাবে কাজ করছে...
৩ ঘণ্টা আগেবাংলাদেশের জন্য এ বছর পাঁচটি বড় ঝুঁকি চিহ্নিত করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)। এর মধ্যে সবচেয়ে বড় ঝুঁকি মূল্যস্ফীতি। বাকি চার ঝুঁকি হলো চরমভাবাপন্ন আবহাওয়া (বন্যা, তাপপ্রবাহ ইত্যাদি), দূষণ (বায়ু, পানি, মাটি), বেকারত্ব বা অর্থনৈতিক সুযোগের ঘাটতি এবং অর্থনৈতিক নিম্নমুখিতা...
৬ ঘণ্টা আগেপাঁচ বছর অন্যের বাসায় কাজ করে কিছু টাকা জমিয়েছিলেন গৃহকর্মী রেহানা আক্তার। সেই টাকা পুরোটাই নিয়ে গেছেন তাঁর স্বামী। এখন টাকা চাইতে গেলে উল্টো তাঁর ওপর নেমে আসে শারীরিক নির্যাতন। রেহানা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘শীত, গ্রীষ্ম দেহি নাই। পাঁচ বছর মানুষের বাসায় কাম কইরা দুই লাখ টাহা জমাইছিলাম...
৯ ঘণ্টা আগেরাশিয়ার তেল-বাণিজ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার পর বিশ্বজুড়ে ডিজেলের দাম বেড়েছে। বেড়ে গেছে পরিশোধনকারীদের মুনাফার পরিমাণও। নতুন এই নিষেধাজ্ঞার ফলে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
১ দিন আগে