হোটেল সারিনায় ক্রিসমাস কিডস কার্নিভ্যালের আয়োজন

বিজ্ঞপ্তি  
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ২১: ২২
হোটেল সারিনায় ক্রিসমাস কিডস কার্নিভ্যালের আয়োজন। ছবি: সংগৃহীত

আতিথেয়তা ও বিনোদনের জন্য প্রসিদ্ধ হোটেল সারিনা ঢাকা। আগামী ২৫ ডিসেম্বর এই হোটেলে ক্রিসমাস কিডস কার্নিভ্যালের আয়োজন করা হয়েছে। ওই দিন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আনন্দ ও উৎসবের পরিবেশে পরিণত হবে। হোটেলে শিশু ও তাদের পরিবার আনন্দঘন দিন উপভোগ করতে পারবে।

এই কার্নিভ্যালে থাকবে বিভিন্ন আমিউজমেন্ট রাইড, যা শিশুদের আনন্দিত রাখতে আয়োজন করা হয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে বাউন্সি রাইড, বল পুলসহ স্লাইড ও সুইং, হর্স মেরি গো রাউন্ড এবং কম্বো রাইড, যা প্রতিটি শিশুদের জন্য আনন্দঘন অভিজ্ঞতা প্রদান করবে। এদিন প্রধান আকর্ষণ হবে ভার্চুয়াল রিয়্যালিটি (ভিআর) গেমস, যেখানে শিশুরা ডিজিটাল জগতের মধ্যে প্রবেশ করতে পারবে। ভিআর জোনটি কার্নিভ্যালের প্রচলিত মজাদার কার্যক্রমের মধ্যে একটি নতুন রকমের ফিউচারিস্টিক মজা যোগ করেছে।

রাইডস এবং ভিআর অভিজ্ঞতার পাশাপাশি, বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ গেমস শিশু ও মা-বাবাদেরও ব্যস্ত রাখবে। ক্ল্যাসিক গেমস যেমন পিলো পাসিং ও মিউজিক্যাল চেয়ারস থাকবে, যেখানে শিশু ও মা-বাবা উভয়ই অংশগ্রহণ করতে পারবে। বিজয়ীরা আকর্ষণীয় পুরস্কার পাবে, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেবে। অনুষ্ঠানে বড় আকর্ষণ হবে সান্তা ক্লজের আগমন, যিনি শিশুদের চকলেট দিয়ে আনন্দ বিতরণ করবেন এবং সবার জন্য স্মরণীয় মুহূর্ত সৃষ্টি করবেন। অতিথিরা সুস্বাদু স্ন্যাক্স উপভোগ করতে পারবেন, যেখানে প্রতিটি খাদ্য রসিকদের সন্তুষ্ট হওয়ার মতো কিছু না কিছু থাকবে।

উৎসবের সমাপ্তি হবে একটি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে, যা পরিবারগুলোকে একসঙ্গে বসে ক্রিসমাসের আনন্দ উপভোগ করার সুযোগ দেবে।

হোটেল সারিনার ক্রিসমাস কিডস কার্নিভ্যাল ২০২৪ পরিবারগুলোর জন্য একটি স্মরণীয় এবং আনন্দময় দিন উপহার দেবে। এই ইভেন্টটি ছুটি উপভোগের সঠিক সারমর্ম তুলে ধরবে, যেখানে বিনোদন, খাবার এবং উৎসবের মজা একসঙ্গে মিলবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত