এআই সুবিধাযুক্ত ‘নিও কিউএলইডি ৮ কে’ টিভি নিয়ে এল স্যামসাং

বিজ্ঞপ্তি  
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১৬: ৫৪
Thumbnail image
ছবি: সংগৃহীত

সেরা প্রযুক্তি আর উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে স্যামসাং। এরই ধারাবাহিকতায় বিশ্ববাজারের অন্যতম টেলিভিশন ব্র্যান্ডটি এবার বাজারে নিয়ে এসেছে নতুন নিও কিউএলইডি ৮কে টিভি মডেল-৮৫ কিউএন ৯০০ ডি। এআই, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার দুর্দান্ত সব ফিচার সংবলিত এই ৮৫-ইঞ্চি টিভি আপনার বসার ঘরকে রীতিমতো সিনেমা থিয়েটারে রূপ দেবে। সাধারণ ৪কে টিভির তুলনায় এই টিভিতে ব্যবহারকারীরা পাচ্ছেন চারগুণ উন্নত রেজ্যুলেশন এবং পিকচার কোয়ালিটি। প্রথম ব্র্যান্ড হিসেবে দেশে অফিশিয়ালি ৮কে টিভি নিয়ে আসার মাধ্যমে টিভি বিনোদনের এক নতুন অধ্যায়ের সূচনা করল স্যামসাং।

স্যামসাংয়ের এই ৮কে এআই টিভিতে রয়েছে ৫১২ এআই নিউরাল নেটওয়ার্কস সুবিধাযুক্ত অত্যাধুনিক এআই-পাওয়ার্ড এনকিউ ৮ এআই জেন ৩ ৮কে প্রসেসর, যা সমসাময়িক বিভিন্ন মডেলের চেয়ে টিভিটিকে অনেকাংশে এগিয়ে রেখেছে। এআইয়ের সাহায্যে টিভিটি স্বয়ংক্রিয়ভাবে ছবি এবং শব্দ আপস্কেল, সাজেস্ট এবং অপ্টিমাইজ করে দুর্দান্ত ৮কে অভিজ্ঞতা নিশ্চিত করে।

আধুনিক প্রযুক্তির সেরা উদাহরণ এই টিভিটি ইনফিনিটি এয়ার ডিজাইনে নির্মিত, যা মাত্র ১২ দশমিক ৯ মিমি পুরু এবং জিরো বেজেল স্ক্রিন, যা দর্শকদের নজর কাড়বেই। পছন্দের কোনো মুভি, টিভি শো বা ম্যাচ দেখার ক্ষেত্রে এর ৯০ ওয়াটের শক্তিশালী ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেমে মুগ্ধ হবেন সবাই। গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর রয়েছে স্যামসাং, তাই এই টিভিতেও যুক্ত করা হয়েছে ব্র্যান্ডটির বিশ্বমানের ‘নক্স’ সিকিউরিটি ব্যবস্থা, যার মাল্টি লেয়ারড সেফটি অ্যান্ড প্রোটেকশনে গ্রাহকেরা পুরোপুরি নিশ্চিন্তে থাকতে পারবেন।

এ ছাড়া লাইভ ম্যাচ দেখা কিংবা গেমিংয়ের আনন্দ দ্বিগুণ করে তুলতে এই টিভিতে রয়েছে মোশন এক্সেলেরেটর ২৪০ হার্জ, যার ২৪০ হার্জ রিফ্রেশ রেটে যেকোনো ছবি রীতিমতো প্রাণবন্ত হয়ে ওঠে। প্রয়োজনে একাধিক কনটেন্ট পাশাপাশি দেখতে চাইলেও এতে রয়েছে মাল্টিভিউ সুবিধা।

টিভিটিতে ব্যবহৃত হয়েছে স্যামসাং টাইজেন অপারেটিং সিস্টেম, যা দেবে ভিন্ন ভিন্ন অ্যাপ ও সার্ভিস জুড়ে নিরবচ্ছিন্ন অপারেশনের নিশ্চয়তা। প্রযুক্তির সেরা সব সমাধানযুক্ত নতুন এই স্যামসাং টিভিতে আরও রয়েছে স্মার্টথিংস সুবিধা, ফলে গ্রাহকেরা প্রয়োজনে নিজেদের স্মার্টফোনকে টিভির রিমোট কন্ট্রোলার হিসেবে ব্যবহার করতে পারবেন। এ ছাড়া এর ফলে টিভিটিকে একটি স্মার্ট ডিভাইস হিসেবে যেকোনো সময় দূর থেকেই স্বাচ্ছন্দ্যে নিয়ন্ত্রণ করা যাবে।

তাই বলা যায়, ডিসপ্লে, সাউন্ড, ফিচার-সব মিলিয়ে ব্যবহারকারীদের সেরা পারফরম্যান্সের প্রতিশ্রুতিই দেবে স্যামসাংয়ের নিও কিউএলইডি ৮কে টিভি ৮৫ কিউএন ৯০০ ডি।

স্যামসাং ইলেকট্রনিকসের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘যারা পছন্দের মুভি, গান, কিংবা প্রিয় দলের ম্যাচ উপভোগের ক্ষেত্রে একদমই ছাড় দিতে চান না, তাদের পছন্দের শীর্ষে থাকবে আমাদের এই নতুন নিও কিউএলইডি এইটকে টিভি। আপনার বাড়ির বসার ঘরেই বিনোদনের এক বিশাল জগৎ গড়ে তুলতে এটি সেরা সমাধান হতে পারে।’

স্যামসাংয়ের সব রিটেইল স্টোরে ৮৫ কিউএন ৯০০ডি এআই টিভিটি এখন পাওয়া যাচ্ছে সাড়ে ১০ লাখ টাকায়, সঙ্গে থাকছে ২৫ হাজার টাকা ক্যাশব্যাক সুবিধা। আরও বিস্তারিত তথ্য জানা যাবে ট্রান্সকম ডিজিটাল বা র‍্যাংগস ইমার্টের অফিশিয়াল আউটলেটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত