যমুনা ইলেকট্রনিকসের নতুন হেড অব সেলস শাহ আলম

অনলাইন ডেস্ক
আপডেট : ১১ মে ২০২২, ১২: ৪৬
Thumbnail image

যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলসের নতুন হেড অব সেলস হিসেবে যোগ দিয়েছেন জনাব মো. শাহ আলম। এর আগে তিনি মিনিস্টার লিমিটেডের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

যমুনা ইলেকট্রনিকসে নব নিযুক্ত হেড অব সেলস জনাব শাহ আলম রয়েল রোডস ইউনিভার্সিটি অব কানাডা থেকে মার্কেটিং বিভাগে এমবিএ সম্পন্ন করেছেন। তিনি পি অ্যান্ড ও নেডলয়েড এ কর্মজীবন শুরু করেন। ২১ বছরের ক্যারিয়ারে তিনি এক্সন মোবিল, এপিএল প্রাইভেট লিমিটেড, গ্রামীণফোন, রবি আজিয়াটা লিমিটেড, ওয়ালটন গ্রুপ, মিনিস্টার লিমিটেডসহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানিতে দায়িত্ব পালন করেছেন। 

যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলসের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে জনাব মো. শাহ আলম বলেন, তিনি উন্নত পদ্ধতিতে পণ্য বিতরণ, বিন্যাসের কাজ করবেন। এ ছাড়াও যমুনা ইলেকট্রনিকসের পণ্য পরিচিতি, কর্মীদের কর্মদক্ষতা, কাজের দ্রুততাসহ বিভিন্ন বিষয়ের উন্নতিতে কাজ করে যাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত