আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সঙ্গে ফিলিস্তিন অ্যাম্বাসেডরের সাক্ষাৎ

বিজ্ঞপ্তি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ১৩: ০৬
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১৪: ০০

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ইনচার্জ) প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের অ্যাম্বাসেডর ইউসুফ এস ওয়াই রমদান।

গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের (ইনচার্জ) কার্যালয়ে ফিলিস্তিনের অ্যাম্বাসেডর এ সাক্ষাৎ করেন। এ সময় তিনি গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

ঢাকায় ফলিস্তিন অ্যাম্বেসিরের ডিপুটি হেড জিয়াদ এম এইচ হামাদ, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ইনচার্জ) প্রফেসর ড. শারমিন রেজা চৌধুরী, ইইই বিভাগের প্রধান প্রফেসর ড. তারেক আজিজ, এমপিই বিভাগের প্রধান প্রফেসর ড. এ এন মোস্তাফিজুর রহমান, ফিলিস্তিন অ্যাম্বাসির প্রশাসনিক প্রধান আফিয়া ইবনাথ এ সময় উপস্থিত ছিলেন। 

অ্যাম্বাসেডর তাঁদের দেশের নারী শিক্ষার্থীদের আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর বিষয়ে আলোচনা করেন। এর পাশাপাশি অস্ট এবং তাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণা, শিক্ষাক্ষেত্রে তথ্যের আদান-প্রদানের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত