বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন লাফার্জহোলসিমের

বিজ্ঞপ্তি
Thumbnail image

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আজ সোমবার বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। কোম্পানির ছাতক, মেঘনা ও মোংলা প্ল্যান্টে দিবসটি পালনের মূল উদ্দেশ্য ছিল পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা ও প্লাস্টিক পণ্য ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানো।

কোম্পানির প্রতিটি প্ল্যান্টের কর্মীদের অংশগ্রহণে বিশেষ আলোচনা সভার মাধ্যমে দিনটি উদ্‌যাপন করা শুরু হয়। এরপর করা হয় বৃক্ষ রোপণ। সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল কোম্পানির ছাতক প্ল্যান্টে লাফার্জহোলসিম কমিউনিটি ওয়েলফেয়ার স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম ও বিদ্যালয়ের আশপাশের মাঠ থেকে পরিত্যক্ত প্লাস্টিক পণ্য সংগ্রহ কার্যক্রম।

কোম্পানির টেকসই বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি জিওসাইকেলের ব্যানারে এই উদ্যোগ নেওয়া হয়। সংগৃহীত প্লাস্টিক জিওসাইকেল পদ্ধতির মাধ্যমে ধ্বংস করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। এর বাইরে কোম্পানির কর্মীদের বাচ্চাদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত