অনলাইন ডেস্ক
আগামী ৩ ও ৪ জানুয়ারি রাজধানীর মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হট্টগোল শিশু উৎসব’। প্রথমবারের মতো দেশি খাবারের রেস্তোরাঁ এন’স কিচেন ও ইভেন্ট হাউস বর্তুল এই উৎসবের আয়োজন করতে যাচ্ছে।
দুই দিনের এই আয়োজনে শিশুদের জন্য থাকছে বিশেষ কর্মশালা। ৩ জানুয়ারি সকাল ১১টায় শিশুরা ফিতা কেটে উদ্বোধন করবে এই আয়োজন। বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে ক্র্যাফট কর্মশালা। এই কর্মশালা পরিচালনা করবে ‘জলছবি ক্রিয়েটিভ স্কুল’।
এরপর থাকবে পাপেট শো ও পাপেট কর্মশালা, এটি চলবে বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। এই কর্মশালা চলবে জলপুতুল পাপেটস।
সন্ধ্যায় সংগীত আয়োজন থাকবে জাগতিকের অংশগ্রহণে। এই আয়োজনের পাশাপাশি চলবে দেশীয় পণ্যের প্রদর্শনী।
৪ জানুয়ারি বেলা ১২টা থেকে থাকবে ‘গান আড্ডা’, বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই আয়োজন পরিচালনা করবেন ‘যাদুর কাঠি ও মল্লিক ঐশ্বর্য’।
বিকেলে রয়েছে অভিনয় কর্মশালা ও নাট্য প্রদর্শনী, বটতলা নাট্যদলের শিশু অভিনেতাদের অংশগ্রহণে প্রদর্শিত হবে বিশেষ নাটক ‘গুপীবাঘা’। প্রদর্শনীর সঙ্গে থাকছে অভিনয় কর্মশালা। এটি পরিচালনা করবেন নাট্য নির্দেশক আলী হায়দার ও হুমায়ুন আজম রেওয়াজ।
সমাপনী অনুষ্ঠান ও সংগীত সন্ধ্যায় অংশ নেবে ‘জলের গান’।
এই সম্পূর্ণ আয়োজন শিশুদের জন্য। পাশাপাশি থাকছে দেশীয় পণ্যের প্রদর্শনী। এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে—মাদল, দীঘল, দয়ীতা, ফুলবিলাশ, সখের ডিব্বা, সিল্ক অ্যান্ডি বাই মিতুসহ আরও অনেকে।
এই আয়োজন দেশি উদ্যোক্তাদের জন্য উন্মুক্ত। চাইলেই নিবন্ধনের মাধ্যমে অংশ নিতে পারবেন যেকোনো উদ্যোক্তা। যোগাযোগ করা যাবে: এবি সিদ্দিকি জেম—০১৯১১৪৮৪৮২৬, ফাতেমা আবেদীন নাজলা—০১৭২০০৬৪৫৪৫।
আগামী ৩ ও ৪ জানুয়ারি রাজধানীর মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হট্টগোল শিশু উৎসব’। প্রথমবারের মতো দেশি খাবারের রেস্তোরাঁ এন’স কিচেন ও ইভেন্ট হাউস বর্তুল এই উৎসবের আয়োজন করতে যাচ্ছে।
দুই দিনের এই আয়োজনে শিশুদের জন্য থাকছে বিশেষ কর্মশালা। ৩ জানুয়ারি সকাল ১১টায় শিশুরা ফিতা কেটে উদ্বোধন করবে এই আয়োজন। বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে ক্র্যাফট কর্মশালা। এই কর্মশালা পরিচালনা করবে ‘জলছবি ক্রিয়েটিভ স্কুল’।
এরপর থাকবে পাপেট শো ও পাপেট কর্মশালা, এটি চলবে বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। এই কর্মশালা চলবে জলপুতুল পাপেটস।
সন্ধ্যায় সংগীত আয়োজন থাকবে জাগতিকের অংশগ্রহণে। এই আয়োজনের পাশাপাশি চলবে দেশীয় পণ্যের প্রদর্শনী।
৪ জানুয়ারি বেলা ১২টা থেকে থাকবে ‘গান আড্ডা’, বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই আয়োজন পরিচালনা করবেন ‘যাদুর কাঠি ও মল্লিক ঐশ্বর্য’।
বিকেলে রয়েছে অভিনয় কর্মশালা ও নাট্য প্রদর্শনী, বটতলা নাট্যদলের শিশু অভিনেতাদের অংশগ্রহণে প্রদর্শিত হবে বিশেষ নাটক ‘গুপীবাঘা’। প্রদর্শনীর সঙ্গে থাকছে অভিনয় কর্মশালা। এটি পরিচালনা করবেন নাট্য নির্দেশক আলী হায়দার ও হুমায়ুন আজম রেওয়াজ।
সমাপনী অনুষ্ঠান ও সংগীত সন্ধ্যায় অংশ নেবে ‘জলের গান’।
এই সম্পূর্ণ আয়োজন শিশুদের জন্য। পাশাপাশি থাকছে দেশীয় পণ্যের প্রদর্শনী। এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে—মাদল, দীঘল, দয়ীতা, ফুলবিলাশ, সখের ডিব্বা, সিল্ক অ্যান্ডি বাই মিতুসহ আরও অনেকে।
এই আয়োজন দেশি উদ্যোক্তাদের জন্য উন্মুক্ত। চাইলেই নিবন্ধনের মাধ্যমে অংশ নিতে পারবেন যেকোনো উদ্যোক্তা। যোগাযোগ করা যাবে: এবি সিদ্দিকি জেম—০১৯১১৪৮৪৮২৬, ফাতেমা আবেদীন নাজলা—০১৭২০০৬৪৫৪৫।
নারী উদ্যোক্তাদের দক্ষতা, সৃজনশীলতা ও অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) আয়োজনে রাজধানীর গুলশান শ্যুটিং ক্লাবে আয়োজিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ট্রেড ফেয়ার ফর উইমেন। আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে জুলাই গণ-অভ্যুত্থানে ভূমিকা রাখা নারীদের
১ ঘণ্টা আগেস্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ পণ্যের চালান নিয়ে মোংলা বন্দরে আসতে যাচ্ছে। জাহাজটি ২৫ হাজার মেট্রিক টন চাল বোঝাই করে কয়েক দিন আগে করাচির কাসিম বন্দর থেকে যাত্রা করেছে এবং দু-এক দিনের মধ্যে এটি পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
৩ ঘণ্টা আগেএসব পণ্যে ভ্যাট অব্যাহতি সুবিধা পেতে কিছু বিধিবিধান মানতে হবে। যেমন: ভ্যাট নিবন্ধন, চালান ইস্যু, সব ধরনের রেজিস্ট্রার সংরক্ষণ, মাসিক ভ্যাট রিটার্ন দাখিল ইত্যাদি।
৪ ঘণ্টা আগেদেশের অন্যতম জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড জা এন জি আয়োজন করেছে ইন্টার ইউনিভার্সিটি ভার্চুয়াল রিয়ালিটি (ভি আর) ক্রিকেট চ্যালেঞ্জ—২০২৫। দেশের শীর্ষস্থানীয় ১০টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার প্রথম পর্ব।
১৮ ঘণ্টা আগে