অনলাইন ডেস্ক
আগামী ৩ ও ৪ জানুয়ারি রাজধানীর মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হট্টগোল শিশু উৎসব’। প্রথমবারের মতো দেশি খাবারের রেস্তোরাঁ এন’স কিচেন ও ইভেন্ট হাউস বর্তুল এই উৎসবের আয়োজন করতে যাচ্ছে।
দুই দিনের এই আয়োজনে শিশুদের জন্য থাকছে বিশেষ কর্মশালা। ৩ জানুয়ারি সকাল ১১টায় শিশুরা ফিতা কেটে উদ্বোধন করবে এই আয়োজন। বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে ক্র্যাফট কর্মশালা। এই কর্মশালা পরিচালনা করবে ‘জলছবি ক্রিয়েটিভ স্কুল’।
এরপর থাকবে পাপেট শো ও পাপেট কর্মশালা, এটি চলবে বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। এই কর্মশালা চলবে জলপুতুল পাপেটস।
সন্ধ্যায় সংগীত আয়োজন থাকবে জাগতিকের অংশগ্রহণে। এই আয়োজনের পাশাপাশি চলবে দেশীয় পণ্যের প্রদর্শনী।
৪ জানুয়ারি বেলা ১২টা থেকে থাকবে ‘গান আড্ডা’, বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই আয়োজন পরিচালনা করবেন ‘যাদুর কাঠি ও মল্লিক ঐশ্বর্য’।
বিকেলে রয়েছে অভিনয় কর্মশালা ও নাট্য প্রদর্শনী, বটতলা নাট্যদলের শিশু অভিনেতাদের অংশগ্রহণে প্রদর্শিত হবে বিশেষ নাটক ‘গুপীবাঘা’। প্রদর্শনীর সঙ্গে থাকছে অভিনয় কর্মশালা। এটি পরিচালনা করবেন নাট্য নির্দেশক আলী হায়দার ও হুমায়ুন আজম রেওয়াজ।
সমাপনী অনুষ্ঠান ও সংগীত সন্ধ্যায় অংশ নেবে ‘জলের গান’।
এই সম্পূর্ণ আয়োজন শিশুদের জন্য। পাশাপাশি থাকছে দেশীয় পণ্যের প্রদর্শনী। এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে—মাদল, দীঘল, দয়ীতা, ফুলবিলাশ, সখের ডিব্বা, সিল্ক অ্যান্ডি বাই মিতুসহ আরও অনেকে।
এই আয়োজন দেশি উদ্যোক্তাদের জন্য উন্মুক্ত। চাইলেই নিবন্ধনের মাধ্যমে অংশ নিতে পারবেন যেকোনো উদ্যোক্তা। যোগাযোগ করা যাবে: এবি সিদ্দিকি জেম—০১৯১১৪৮৪৮২৬, ফাতেমা আবেদীন নাজলা—০১৭২০০৬৪৫৪৫।
আগামী ৩ ও ৪ জানুয়ারি রাজধানীর মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হট্টগোল শিশু উৎসব’। প্রথমবারের মতো দেশি খাবারের রেস্তোরাঁ এন’স কিচেন ও ইভেন্ট হাউস বর্তুল এই উৎসবের আয়োজন করতে যাচ্ছে।
দুই দিনের এই আয়োজনে শিশুদের জন্য থাকছে বিশেষ কর্মশালা। ৩ জানুয়ারি সকাল ১১টায় শিশুরা ফিতা কেটে উদ্বোধন করবে এই আয়োজন। বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে ক্র্যাফট কর্মশালা। এই কর্মশালা পরিচালনা করবে ‘জলছবি ক্রিয়েটিভ স্কুল’।
এরপর থাকবে পাপেট শো ও পাপেট কর্মশালা, এটি চলবে বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। এই কর্মশালা চলবে জলপুতুল পাপেটস।
সন্ধ্যায় সংগীত আয়োজন থাকবে জাগতিকের অংশগ্রহণে। এই আয়োজনের পাশাপাশি চলবে দেশীয় পণ্যের প্রদর্শনী।
৪ জানুয়ারি বেলা ১২টা থেকে থাকবে ‘গান আড্ডা’, বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই আয়োজন পরিচালনা করবেন ‘যাদুর কাঠি ও মল্লিক ঐশ্বর্য’।
বিকেলে রয়েছে অভিনয় কর্মশালা ও নাট্য প্রদর্শনী, বটতলা নাট্যদলের শিশু অভিনেতাদের অংশগ্রহণে প্রদর্শিত হবে বিশেষ নাটক ‘গুপীবাঘা’। প্রদর্শনীর সঙ্গে থাকছে অভিনয় কর্মশালা। এটি পরিচালনা করবেন নাট্য নির্দেশক আলী হায়দার ও হুমায়ুন আজম রেওয়াজ।
সমাপনী অনুষ্ঠান ও সংগীত সন্ধ্যায় অংশ নেবে ‘জলের গান’।
এই সম্পূর্ণ আয়োজন শিশুদের জন্য। পাশাপাশি থাকছে দেশীয় পণ্যের প্রদর্শনী। এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে—মাদল, দীঘল, দয়ীতা, ফুলবিলাশ, সখের ডিব্বা, সিল্ক অ্যান্ডি বাই মিতুসহ আরও অনেকে।
এই আয়োজন দেশি উদ্যোক্তাদের জন্য উন্মুক্ত। চাইলেই নিবন্ধনের মাধ্যমে অংশ নিতে পারবেন যেকোনো উদ্যোক্তা। যোগাযোগ করা যাবে: এবি সিদ্দিকি জেম—০১৯১১৪৮৪৮২৬, ফাতেমা আবেদীন নাজলা—০১৭২০০৬৪৫৪৫।
অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে আহ্বায়ক ও ড. মোহাম্মদ হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন ২৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কার্যনির্বাহী কমিটির ২১তম সভায় নেওয়া সিদ্ধান্তে এই কমিটি গঠিত হয়। পূর্ববর্তী কমিটির মেয়াদকাল শেষে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এডহক কমিটি গঠন করা
১১ মিনিট আগেরেমিট্যান্স আয়ের দিক থেকে ২০২৪ সালে বিশ্বে সপ্তম অবস্থানে ছিল বাংলাদেশ। গত বছর বাংলাদেশে সাড়ে ২৬ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। শীর্ষ ছিল ভারত। গত সপ্তাহে প্রকাশিত বিশ্বব্যাংকের একটি ব্লগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম
১ ঘণ্টা আগেকাঁচামাল না থাকার কারণ দেখিয়ে গত ২৪ ডিসেম্বর এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্রসহ মোট ৯টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে গ্রুপটি। এ সময় কার্যক্রম না চললেও কর্মকর্তা–কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়।
১ ঘণ্টা আগেকালের গহ্বরে বিলীন হলো আরেকটি বছর। নতুন বছরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে ভবিষ্যতের সমৃদ্ধি গড়ে উঠবে। নতুন বছরে আসতে পারে এমন চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় কী পদক্ষেপ নেওয়া উচিত—এ বিষয়ে কথা বলেছেন ক্রেতা-ভোক্তা প্রতিনিধিরা। তাঁদের দৃষ্টিভঙ্গি জানুন আজকের পত্রিকায়, রোকন উদ্দীন
৩ ঘণ্টা আগে